Rectopen: DHMS

Download Free Android Apps

Ads 728x90

Showing posts with label DHMS. Show all posts
Showing posts with label DHMS. Show all posts
DHMS সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।
November 11, 2022
DHMS short questions and answers.
DHMS সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

DHMS সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

১. মানুষের চোখে কোন অংশ দিয়ে আলো প্রবেশ করে ?
        উত্তরঃ Cornea কর্নিয়া।
২. মানুষের চোখের জলের উৎস কোনটি ?
        উত্তরঃ Lacrimal Gland ল্যাক্রিমাল গ্রন্থি।
 ৩. শরীর থেকে বর্জ পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গ ?
        উত্তরঃ কিডনি
৪. একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উৎপাদন করে ?
        উত্তরঃ ১ টি
৫. মুত্র প্রস্তুত হয় কোথায় ?
        উত্তরঃ Kidney কিডনীতে।
৬. থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী ?
        উত্তরঃ Thyroxine Gland থাইরক্সিন গ্রন্থি।
৭. চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি ?
        উত্তরঃ Retina রেটিনা
৮. জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ ?
        উত্তরঃ কার্বন
৯. প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি ?
        উত্তরঃ দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা
১০. দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য ?
        উত্তরঃ Testosterone টেস্টোস্টেরন
১১. খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে ?
        উত্তরঃ Small intestine ক্ষুদ্রান্তে
১২. মহিলাদের পরিনত জনন কোষকে কি বলে ?
        উত্তরঃ ডিম্বাণু
১৩. মানুষের করোটিতে কতটি অস্থি থাকে ?
        উত্তরঃ ২৪ টি
১৪. প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত ?
        উত্তরঃ ৭২
১৫. ধমনী শেষ হয় কোথায় ?
        উত্তরঃ লসিকায়
১৬. মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ?
        উত্তরঃ মেলানিন
১৭. মানুষের চোখের পেশি কয়টি ?
        উত্তরঃ ৬টি।
১৮. রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বোঝা যায়?
        উত্তরঃ ডায়াবেটিস।
১৯. নালীবিহীন গ্রন্থিগুলোর মধ্যে কোনটি প্রধানতম?
        উত্তরঃ পিটুইটারি।
২০. মানুষের অ্যাপেডিক্স কোথায় অবস্থান করে?
        উত্তরঃ সিকামে।
২১. ভিটামিন কে ও বি কোথায় সংশ্লেসিত হয়?
        উত্তরঃ বৃহদন্তে।
২২. ব্লাড ক্যান্সার কেন হয়?
        উত্তরঃ রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে।
২৩. আমরা কয়টি হাড় নিয়ে জন্মগ্রহণ করি?
        উত্তরঃ ৩০০ হাড়।
২৪. মানব চোখে কয়টি অশ্রু গ্রন্থি থাকে?
        উত্তরঃ ২টি।
২৫. একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘণ্টায় কত বার শ্বাস প্রশ্বাস নেয়?
        উত্তরঃ ২৩,০৪০ বার।
২৬. চোখের ওপর ভ্রুতে কতটি লোম আছে?
        উত্তরঃ ৫০০টি।
২৭. মানবদেহে হাড়ের সংখ্যা কতটি? প্রাপ্ত বয়স্ক হওয়ার পর মানবদেহে কয়টি হাড় থাকে?
        উত্তরঃ ২০৬টি।
২৮. মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি?
        উত্তরঃ  Femur. Femur এর অবস্থান আমাদের দেহের ঊরুতে।
২৯. মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি?
        উত্তরঃ Stapes স্টেপিস, কানের হাড়।
৩০. মানবদেহের সবেচেয়ে শক্তিশালী পেশী কী?
        উত্তর : জিহ্বা।
৩১. মানুষের কানে কয়টি হাড়?
        উত্তরঃ ২ কানে মোট ৬ টি হাড়। এর মধ্যে স্টেপিস হল মানব দেহের ক্ষুদ্রতম হাড়।
৩২. একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে কত লিটার রক্ত পাম্প করে?
        উত্তরঃ ৬,০০০-৭,৫০০ লিটার।
৩৩. মানুষ প্রতিরাতে গড়ে কত মিনিট স্বপ্ন দেখে?
        উত্তরঃ ১-১.৫ মিনিট।
৩৪. একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড দিনে কত বার স্পন্দিত হয়?
        উত্তরঃ ১,৩০,৬৮০ বার।
৩৫. মানুষের মাথার মগজের কি পরিমাণ কোষ কোনো না কোনো কাজ করে?
        উত্তরঃ ৭০ লক্ষ।
৩৬. মাথার চুল দিনে গড়ে কতটুকু বাড়ে?
        উত্তরঃ ০.০১৭১৪ ইঞ্চি।
৩৭. সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা কতটুকু হ্রাস পায়?
        উত্তরঃ ১ সেন্টিমিটার।
৩৮. মানব শরীরে কতটুকু পানি ও কার্বন রয়েছে?
        উত্তরঃ ৭০% পানি ও ১৮% কার্বন।
৩৯. একজন মানুষের চামড়ার ওপর কি পরিমাণ লোমকূপ রয়েছে?
        উত্তরঃ ১ কোটি।
৪০. মানুষের মস্তিষ্ক কি পরিমাণ গন্ধ বুঝতে পারে?
        উত্তরঃ প্রায় ১০,০০০।
৪১. একজন মানুষের রক্তের পরিমাণ শরীরের ওজনের কত ভাগ?
        উত্তরঃ ১৩ ভাগের এক ভাগ।
৪২. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে কতটুকু জমির প্রয়োজন?
        উত্তরঃ দেড় একর জমি।
৪৩. মানুষ চোখ খুলে কী করতে পারে না?
        উত্তরঃ হাঁচি দিতে পারে না।
৪৪. আমাদের মাথার খুলি কত ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি?
        উত্তরঃ ২৬ ধরনের।
৪৫. আমাদের চোখের একটি পাপড়ি কত দিন বেঁচে থাকে?
        উত্তরঃ ১৫০ দিন। এরপর নিজে থেকেই ঝরে যায়।
৪৬. মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি ?
        উত্তরঃ Cerebral সেরিব্রাল বা গুরুমস্তিষ্ক মানব মস্তিষ্কের বৃহত্তম অংশ।
৪৭. মানব দেহে Chromosome ক্রোমোজোমের সংখ্যা কয়টি ?
        উত্তরঃ ২৩ জোড়া।
৪৮. মানুষের রক্ত জমাট বাঁধার পর কিছু পানি অবশিষ্ট থাকে তাকে কি বলে?
        উত্তরঃ Serum সিরাম বলে।
৪৯. মানব দেহে ইনসুলিন কোথায় তৈরি হয়
        উত্তরঃ অগ্ন্যাশয় বা Gastric Gland এর বিটা কোশ থেকে।
৫০. মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি ?
        উত্তর : Liver যকৃত
৫১. মানব দেহের সবচেয়ে বড় নার্ভ কোনটি ?
        উত্তরঃ মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম সায়াটিক(Sciatic) নার্ভ।
৫২. মানুষের মুখ থেকে খাবার পেটে যেতে কত সময় লাগে?
        উত্তরঃ আমাদের মুখ থেকে পেটে খাবার যেতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।
৫৩. মানবদেহে ব্লাড ব্যাংক বলা হয় কোনটিকে? 
        উত্তরঃ প্লীহা Spleen মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয়। Spleen is the largest lymphatic organ that acts as an emergency blood bank for our body.
৫৪. মানুষের চোখের ক্যামেরা কত মেগাপিক্সেল?
        উত্তরঃ মানুষের চোখের ক্যামেরা ৫৭৬ মেগাপিক্সেল। সেজন্যই আমরা প্রায় ১ কোটি রঙ আলাদা ভাবে দেখতে পাই।




১।জীববিজ্ঞান এর জনক কে?
উওরঃ- এরিস্টটল
২। আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- নিকোলার ম্যাকিয়াভেলী।
৩। অর্থনীতির জনক কে?
উত্তরঃ- এডাম স্মিথ।
৪। আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ- পল স্যামুয়েলসন।
৫। সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- অগাস্ট কোঁৎ।
৬।গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ- জন লক।
৭। অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ল্যামব্রাসো।
৮। জীব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-এরিস্টটল
৯। প্রাণী বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল
১০। রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-জাবির ইবনে হাইয়ান
১১। পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- আইজ্যাক নিউটন
১২। হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-লুকাপ্যাসিওলি
১৩। চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ইবনে সিনা
১৪। দর্শন শাস্ত্রের জনক কে?
উত্তরঃ-সক্রেটিস
১৫। ইতিহাসের জনক?
উত্তরঃ-হেরোডোটাস
১৬। ভূগোলের জনক কে?
উত্তরঃ- ইরাটস থেনিস
১৭। গণিতের জনক কে?
উত্তরঃ-আর্কিমিডিস
১৮। বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- থ্যালিস
১৯। মেডিসিনের জনক কে?
উত্তরঃ- হিপোক্রেটিস
২০। জ্যামিতির জনক কে?
উত্তরঃ-ইউক্লিড
২১। বীজ গণিতের জনক কে?
উত্তরঃ-আল -খাওয়ারেজমী
২২। জীবাণু বিদ্যার জনক কে?
উত্তরঃ- লুই পাস্তুর
২৩। বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
উত্তরঃ- চার্লস ডারউইন
২৪। সনেটের জনক কে?
উত্তরঃ- পের্ত্রাক
২৫। বাংলা সনেটের জনক কে?
উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত।
২৬। সামাজিক বিবর্তনবাদের জনক কে?
উত্তরঃ- হার্বাট স্পেন্সর
২৭। বংশগতি বিদ্যার জনক কে?
উত্তরঃ-গ্রেডার জোহান মেনডেল
২৮। শ্রেণীকরণ বিদ্যার জনক কে?
উত্তরঃ- কারোলাস লিনিয়াস
২৯। শরীর বিদ্যার জনক কে?
উত্তরঃ- উইলিয়াম হার্ভে
৩০। ক্যালকুলাসের জনক কে?
উত্তরঃ- আইজ্যাক নিউটন
৩১। বাংলা গদ্যের জনক কে?
উত্তরঃ-ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
৩২। বাংলা উপন্যাসের জনক কে?
উত্তরঃ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৩। বাংলা নাটকের জনক কে?
উত্তরঃ-দীন বন্ধু মিত্র
৩৪। ইংরেজী কবিতার জনক কে?
উত্তরঃ-জিওফ্রে চসার
৩৪। মনোবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-উইলহেম উন্ড
৩৫। বাংলা মুক্তক ছন্দের জনক কে?
উত্তরঃ-কাজী নজরুল ইসলাম
৩৬। বাংলা চলচিত্রের জনক কে?
উত্তরঃ-হীরালাল সেন
৩৭। বাংলা গদ্য ছন্দের জনক কে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮। আধুনিক রসায়নের জনক কে?
উত্তরঃ- জন ডাল্টন
৩৯। আধুনিক বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-রজার বেকন
৪০। মুসলিম জাতির জনক কে?
উত্তরঃ- হযরত ইব্রাহীম (আ:)
৪১। বাংলা গজলের জনক কে?
উত্তরঃ- কাজী নজরুল ইসলাম।
৪২। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ( সাইন্টিফিক ম্যানেজমেন্ট) জনক কে?
উত্তরঃ-ফ্রেডরিক উইনসল টেইলর।
৪৩।ব্যবস্থাপনার জনক কে?
উত্তরঃ- হেনরী ফেওল।
৪৪। মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে?
জর্জ এলটন ম্যায়ো।
৪৫।আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে?
উত্তরঃ-ম্যাক্স ওয়েবার।
৪৬।প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?
উত্তরঃ- হেনরী ফেওল।
৪৭। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
উত্তরঃ–জর্জ বার্নার্ড শ
৪৮।রুশসাহিত্যের জনক কে?
উত্তরঃ–ম্যাক্সিম গোর্কি
৪৯। আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ–ল্যাভয়সিয়ে
৫০।পারমানবিক বোমার জনক কে?
উত্তরঃ–ওপেন হাইমার
৫১। তেজস্ক্রিয়তার জনক কে?
উত্তরঃ–হেনরি বেকরেল
৫২। আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ–আলবার্ট আইনস্টাইন
৫৩। গতি বিদ্যার জনক কে?
উত্তরঃ–গ্যালিলিও
৫৪।হাইড্রোজেন বোমার জনক কে?
উত্তরঃ –অ্যাডওয়ার্ড টেলর
৫৫।কম্পিউটারের জনক কে?
উত্তরঃ–চার্লস ব্যাবেজ
৫৬।ই-মেইল এর জনক কে?
উত্তরঃ–রে টমলিনসন
৫৭।লেজার এর জনক কে?
উত্তরঃ–মেইম্যান
৫৮। www বা world wide web এর জনক কে?
উত্তরঃ–টিম বার্ণাস লি
৫৯।হোমিও শাস্ত্রের জনক কে?
উত্তরঃ–ড.স্যামুয়েল হ্যানিম্যান
৬০।টেস্ট টিউব বেবির জনক কে?
উত্তরঃ–আর জে এডওয়ার্ড
৬১। অলিম্পিকের জনক কে?
উত্তরঃ–ব্যারন পিয়েরে দ্য কুবার্তে
৬২।সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ–অগাস্ট কোত্
৬৩। সমাজ কর্মের জনক কে?
উত্তরঃ–জন অ্যাডামস
৬৪।কমিউনিজমের জনক কে?
উত্তরঃ–কার্ল মার্কস
৬৫।ফ্যাসিজমের জনক কে?
উত্তরঃ–মুসোলীনি
৬৬। পরিসংখ্যানের জনক কে?
উত্তরঃ- রোনাল্ড আলমার ফিশার।
৬৭। বাংলাদেশের জনক কে?
উত্তরঃ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬৮।ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ- ভিন্টন গ্রে কার্ফ।
৬৯। মাইক্রোসফটের জনক কে?
উত্তরঃ- বিল গেটস।
৭০। মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ- মার্টিন কুপার।
৭১।গুগলের জনক কে?
উত্তরঃ- সার্জেই বিন।
৭২। ফেসবুকের জনক কে?
উত্তরঃ- মার্ক জুকারবার্গ
৭৩। টুইটারের জনক কে?
উত্তরঃ- জ্যাক ডোরসেই।
৭৪। আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তরঃ- বাল মেগারিজ।
৭৫। ATM-এর জনক কে?
উত্তরঃ- জন শেফার্ড ব্যারন।
৭৬।আধুনিক শিক্ষার জনক কে?
উত্তরঃ-সক্রেটিস
৭৭। এনাটমির জনক কে ?
উত্তরঃ-আঁদ্রে ভেসালিয়াস
৭৮।ফিনান্সের জনক কে?
উত্তরঃ- এ্যারোরা।


জীববিজ্ঞানের শাখার নাম     →    জনক 

♦ শারীরবিদ্যার জনক → আন্দ্রেআস ভেসালিয়াস
♦ প্রাণিবিদ্যার জনক → অ্যারিস্টটল
♦ উদ্ভিদবিদ্যার জনক → থিওফ্রাস্টাস
♦ জীববিজ্ঞানের জনক → অ্যারিস্টটল
♦ উদ্ভিদ অ্যানাটমির জনক → নেহেমিয় গ্রিউ
♦ জীব কোষ সংক্রান্ত বিদ্যার জনক → রবার্ট হুক
♦ প্রাচীন অনুবর্তন তত্ত্বের জনক → প্যাভলভ
♦ প্যাথোলজির জনক → রুডল্ফ ভার্চো
♦ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক → পল বার্গ
♦ জীবাণুবিদ্যার জনক → রবার্ট কোচ
♦ এন্ডোক্রিনোলজির জনক → অ্যাডিসন
♦ ট্যাস্কোনমির  জনক → ক্যারোলাস লিনিয়াস
♦ ভাইরোলজি এর জনক → মার্টিনাস বিঞ্জেরিনেক
♦ প্যালিয়ন্টোলজির জনক → লিওনার্দো দা ভিঞ্চি
♦ অ্যান্টিবায়োটিকের জনক → আলেকজান্ডার ফ্লেমিং
♦ জৈব রসায়নের জনক → কার্ল আলেকজান্ডার নিউবার্গ
♦ রক্তের গ্রুপের জনক → কার্ল ল্যান্ডস্টেইনার
♦ রক্ত সঞ্চালনের জনক → উইলিয়াম হার্ভে
♦ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জনক → ডাঃ অ্যালেক জেফ্রি
♦ এন্ডোক্রোনোলজির জনক → থমাস অ্যাডিসন
♦ ইসিজী -র জনক → উইলিয়াম ইনথোভেন
♦ হোমিওপ্যাথির জনক → হ্যানিম্যান
♦ জেনেটিক্সের জনক → মেন্ডেল
♦ আধুনিক জেনেটিক্সের জনক→ ব্যাটিসন 
♦ সবুজ বিপ্লবের জনক→ নরম্যান বোরলাগ
♦ ভারতে সবুজ বিপ্লবের জনক→ স্বামীনাথন
♦ বিবর্তনবাদের জনক→ চার্লস ডারউইন
♦ মাইক্রোবায়োলজির জনক→ আন্তোনি ভ্যান লিয়ুভেনহোকে
♦ ভ্রূণবিদ্যার জনক →  অ্যারিস্টটল 
♦ ঔষুধের জনক → হিপোক্রেটিস
♦ ইমিউনোলজির জনক → এডওয়ার্ড জেনার
♦ আয়ুর্বেদের জনক → চরক 




DHMS
October 28, 2022
 Diploma in Homeopathic Medicine & Surgery (DHMS)


DHMS
DHMS


First Year Syllabus of DHMS


[1st year]


1. Principle of Homeopathy-হোমিওপ্যাথির নিয়মনীতি-[1st year]
  • History of Medicine- চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস
  • Definition of Homeopathy- হোমিওপ্যাথির নীতিমালা কাকে বলে ?
  • Conception of disease from the Homeopathic point of view- রোগ সম্বন্ধে হোমিও মতবাদ
  • Class division of disease- রোগের শ্রেণী বিভাগ
  • Code of Homeopathic Ethics- হোমিওপ্যাথির নীতিমালা
  • Source & Origin of Principles of Homeopathy- হোমিওপ্যাথিক চিকিৎসার নিয়মনীতির উৎস ও উৎপত্তি
  • Principle and Opinion- নিয়মনীতি ও মতামত
  • Basic Principles of Homeopathy- হোমিওপ্যাথির মূলনীতি
  • Homeopathic Drug and Remedy- হোমিওপ্যাথিক ভেষজ ও নিরাময়
  • Proving of Drugs- ভেষজ পরীক্ষণ
  • Dynamization or potentization of drugs- ঔষধের শক্তির বিকাশন বা শক্তিকরণ
  • Individualization of Patients and drugs- রোগী ও ঔষধের স্বাতন্ত্রীকরণ
  • Infinitesimal and minimum dose- সূক্ষ্মতম ও ক্ষুদ্রতম মাত্রা
  • Homoeopathy Posology- হোমিওপ্যাথিক মাত্রানীতি
  • Single Remedy- একক ঔষধ
  • Treat the patient but not the disease, treat the patient wholly, but not partly- রোগ নয় রোগীর চিকিৎসা কর, রোগীকে আংশিক বা আঙ্গিক ভাবে নয়, সামগ্রিক ভাবে চিকিৎসা কর।
  • Symptoms and its importance in homeopathy- লক্ষণ এবং হোমিওপ্যাথিতে ইহার গুরুত্ব
  • Totality of symptoms- লক্ষণসমষ্টি
  • Examination of patients- রোগী পরীক্ষা
  • Prescription- ব্যবস্থাপত্র



দ্বিতীয় পত্র: অর্গানন অব মেডিসিন-[1st year]



তৃতীয় পত্র: মেটেরিয়া মেডিকা-[1st year]
A
B
C
D
E
F
G
H
I
J


চতুর্থ পত্র: পদার্থ ও রসায়ন বিদ্যা-[1st year]
A
B
C
D
E
F
G
H
I
J


পঞ্চম পত্র: জীব ও উদ্ভিদ বিদ্যা-[1st year]  
A
B
C
D
E
F
G
H
I
J



Second Year Syllabus of DHMS

[ 2nd Year ]
[ 2nd Year ]



প্রথম পত্র: অর্গানন অব মেডিসিন
A
B
C
D
F
G
H
J


দ্বিতীয় পত্র: মেটেরিয়া মেডিকা ও টিস্যু রেমেডিস
A
B
C
D
F
G
H
J


Third Paper: Homeopathic Pharmacy and Pharmacopoeia
⏯-What is Homeopathic Pharmacy and Pharmacopoeia?
⏯-Homeopathy potency
⏯-Sources of Homoeopathic drugs
⏯-Drug, Medicine, Remedy and Posology
⏯-Homeopathic Posology-ঔষধের মাত্রাসংক্রান্ত বিদ্যা
A
B
C
D


চতুর্থ পত্র: স্বাস্থ্যবিজ্ঞান ও পাবলিক হেলথ
A
B
C
D
F
G
H
J


Fifth Paper: Anatomy
⏯- What is Anatomy ?
⏯- Skeletal System
⏯- Muscular System
⏯- Endocrine System
⏯- Respiratory System
⏯- Cardiovascular System
⏯- Abdominal Organs
⏯- The Small Intestines
 A


ষষ্ঠ পত্র: Physiology-ফিজিওলজি
⏯- What is physiology ?
⏯- Eye Anatomy and Function
⏯- Question and Answer of Physiology
A
B



Third Year Syllabus of DHMS



 প্রথম পত্র: অর্গানন অব মেডিসিন
A
B
C
D
E
F
G
H
I
J



দ্বিতীয় পত্র: মেটেরিয়া মেডিকা
A
B
C
D
E
F
G
H
I
J



তৃতীয় পত্র: হোমিওপ্যাথিক দর্শন
⏯-What is Philosophy? দর্শন কাহাকে বলে ?
⏯-What is homeopathic philosophy? হোমিওপ্যাথিক দর্শন কাহাকে বলে ? 
⏯-Hahnemann's life and medical philosophy- হ্যানিম্যানের জীবন ও চিকিৎসা দর্শন।
⏯-Homeopathy doctrine and vitality about disease- রোগ সম্বন্ধে হোমিও মতবাদ ও জীবনীশক্তি।
⏯-Homeopathic ideas about herbs and medicines- ভেষজ ও ঔষধ সম্বদ্ধে হোমিওপ্যাথিক ধারণা।
⏯-Drug Proving- ঔষধ পরীক্ষা।
⏯-Drug Potentization-ঔষধ শক্তিকরণ।
⏯-Symptoms and homeopathy its value- লক্ষণ ও হোমিওপ্যাথিতে ইহার মূল্য।
⏯-Symptoms and drug selection- লক্ষণ সমষ্টি ও ঔষধ নির্বাচন।
⏯-Pathology- প্যাথলজি
⏯-রোগলিপি বা রোগচিত্র
⏯-The ideal cure- আদর্শ আরোগ্য
⏯-Prescription- ব্যবস্থাপত্র
⏯-Short question of homeopathy philosophy.
⫿⃦ Miasm ⫿⃦ Psora ⫿⃦ Sycosis ⫿⃦ Syphilis ⫿⃦ Tuberculosis ⫿⃦



চতুর্থ পত্র: ব্যবহারিক চিকিৎসা বিদ্যা বা প্রাকটিস অব মেডিসিন
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯- 



পঞ্চম পত্র: মিডওয়াইফারী ও গাইনিকোলজি
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯- 



Sixth Paper: Pathology or Diagnosis
⏯- What is Pathology ?
⏯- Pathological disease
⏯- Pathology of Cardiovascular System



Fourth Year Syllabus of DHMS 




প্রথম পত্র: মেটেরিয়া মেডিকা
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯- 




দ্বিতীয় পত্র: ক্রনিক ডিজিজ বা চিররোগ তত্ব
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯- 



তৃতীয় পত্র: রোগলিপি ও রেপার্টরি
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯- 



চতুর্থ পত্র: ব্যবহারিক চিকিৎসা বিদ্যা বা প্রাকটিস অব মেডিসিন
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯- 



পঞ্চম পত্র: চিকিৎসা আইন বিদ্যা বা মেডিকেল জুরিসপ্রুডেন্স
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-
⏯- 



ষষ্ঠ পত্র: শৈল্যবিদ্যা বা সার্জারি
⏯-What is Surgery
⏯-Homeopathy on surgery 
⏯-Surgical Diseases
⏯-History of Surgery
⏯-Homeopathic Therapeutics
⏯-Breast Cancer
⏯-Importance of surgery
⏯-Anal Disease
⏯-
⏯-
⏯-
⏯-
⏯-Short question of surgery.
 
 
 
 





Ads 728x90