Classification of homeopathic medicine.

Classification of homeopathic medicine.

 হোমিওপ্যাথিক ওষুধের শ্রেণিবিন্যাস।



এন্টিসোরিক ঔষধাবলী

অ্যাব্রোটেনাম, অ্যাসেটিক-অ্যা, অ্যালো, অ্যালুমিনা, অ্যালুমেন, অ্যানাকার্ড, এন্টিমক্রু, এপিস, আর্জেন্ট মে, আর্জেন্ট না, আর্সেনিক, অরাম, অরাম মেট, ব্যারাইটা- কা, ব্যারাইটা মি, বেলেডোনা, বার্বারিস, ক্যাল্কেরিয়া, ক্যাল্কে- আর্স, ক্যাল্কে- ফস, কার্বো- অ্যা, কার্বো- ভে, ক্যাপসিকাম, ক্লিমেটিস, কক্কাস- ক্যা, কোনিয়াম, ক্রোটেলাস, ক্রোটন টি, কুপ্রাম, ডিজিটালিস, ডালকামারা, ফেরাম, ফেরাম ফ, গ্রাফাইটিস, হিপার আইওডিন, কেলি কা, কেলি বাই, ল্যাকেসিস, ল্যাক ডি, লিডাম, লাইকো, ম্যাগ্নেশিয়া, ম্যাগ্রে মিউর, নেট্রাম আর্স, নেট্রাম কা, নেট্রাম মি, নেট্রাম সালফ, নাইট্রিক এসিড, পেট্রোলিয়াম, ফসফরাস, প্ল্যাটিনা, রুটা, সোরিনাম, পাইরোজেন, সিকেল, সেলিনিয়াম, সিপিয়া, সাইলিসিয়া, স্ট্যানাম, স্ট্যাফিসেগ্রিয়া, স্ট্যামোনিয়াম, সালফর, টিউবারকুলার, জিঙ্কাম, থাইরয়েডিনাম ইত্যাদি। এছাড়াও, প্রত্যেক এন্টিসাইকোটিক এবং এন্টিসিফিলিটিক ঔষধাবলীও এন্টিসোরিক কিন্তু সকল ঔষধ সমান শক্তিসম্পন্ন নহে এবং সাইকোসিস ও সিফিলিসের চিকিৎসা কল্পে প্রথমেই উপযুক্ত শক্তিশালী এন্টিসোরিক ব্যবহার করা বিধেয়।



এন্টিসাইকোটিক ঔষধাবলী

ইক্কুলাস, এগারিকাস, এ্যলুমিনা, এলুমেন, এন্টিমক্র, এন্টিম টা, এপিস, আর্জেন্ট মে, আর্জেন্ট না, অরাম, অরাম মে, আর্নিকা, ব্যারাইটা কা, ব্রায়োনিয়া, ক্যাল্কেরিয়া কা, ক্যালেডিয়াম, কার্বো আ, কার্র্বো সালফ, কার্বো ভে, কস্টিকাম, ক্যামোমিলা, সিনাবেরিস, কোনিয়াম, ডালকামারা, ফেরাম, গ্রাফাইটিস, হিপার, আয়োডিন, কেলি কা, কেলি সা, ল্যাকেসিস, লাইকো, মেডোরিনাম, মার্কুরিয়াস, মেজিরিয়াম, নেট্রাম সা, নাইট্রিক অ্যা, পালসেটিলা, রাসটক্স, সোরিনাম, সিকেল, সেলিনিয়াম, সিপিয়া, সালফার, থুজা, টিউবারকুলিনাম ইত্যাদি।

এন্টিসিফিলিটিক ঔষধাবলী

আর্জেন্ট মে, আর্সেনিক, আর্স আইওড, অরাম, অরাম মে, কস্টিকাম, কাল্কে আ, কাল্কে সা, কার্বো ভে, কার্বো আ, সিনাবেরিস, ক্লিমেটিস, কোনিয়াম, হিপার, আয়োডিন, কেলি আ, কেলি বাই, কেলি সা, ল্যাকেসিস, লিডাম, লাইকো, মার্কুরিয়াস, মেজিরিয়াম, নাইট্রিক এসিড, নেট্রাম সা, পেট্রোলিয়াম, ফসফরাস, সোরিনাম, সাইলিসিয়া, সালফার, সিফিলিনাম, থুজা ইত্যাদি।

এন্টিকুইনাইন ঔষধাবলী

অ্যামোন কা, এন্টিম টা, এপিস, আর্নিকা, আর্স, অ্যাসাফি, বেলে, ব্রায়োনিয়া, ক্যাল্কে কা, ক্যাপসি, কার্বো ভে, ক্যামো, সিনা, কুপ্রাম, সাইক্লা, ডিজিটাইসিস, ফেরাম, ফেরাম আর্স, জেলস, হেলে, ইপিকাক, ল্যাকসিস, মাকুরিয়াস, নেট্রাম মি, নাক্স, এসিড ফস, ফস।

এন্টিভ্যাক্সিন ঔষধাবলী

এপিস মেল, আর্স, হিপার সালফার, কেলি ক্লো, ম্যালেন্ড্রিনাম, সাইলিসিয়া, সালফার, থুজা, মেজিরিয়াম, ভ্যাক্সিনিনাম, এর্ন্টিম টা।

এন্টিমার্কারী ঔষধাবলী

এন্টিম ক্রু, আর্জেন্ট মেট, অ্যাসাফি, অরাম, কার্বো ভে, চেলিডো, চায়না, ক্লিমেটিস, কোনিয়াম, কুপ্রাম, ডালকামারা, গ্রাফাইটিস, হিপার, আয়োডিন, কেলি বাই, কেলি আয়োডিন, ল্যাকেসিস, লিডাম, মেজারি, নেট্রাম সা, নাইট আ, ফাইটো, পডো, পালস, সার্সা, সাইলি, স্ট্যাফি, সালফ, থুজা।

Previous Post
Next Post

post written by:

DHMS (BHB), PDT and MBA

0 Comments: