Antimonium Tart_অ্যান্টিমোনিয়াম টার্ট

Antimonium Tart_অ্যান্টিমোনিয়াম টার্ট

Definition of Homeopathy_Chapter-02

Antimonium Tart_অ্যান্টিমোনিয়াম টার্ট

Antimonium Tart:
অ্যান্টিমোনিয়াম টার্ট: দুর্বলতা এবং ক্লান্তির চিকিৎসার জন্য একটি দরকারী হোমিওপ্যাথিক ঔষধ।
অ্যান্টিমোনিয়াম টার্ট: একটি সুস্থ শ্বাসযন্ত্রের সিস্টেম বজায় রাখতে সাহায্য করে।
অ্যান্টিমোনিয়াম টার্ট: ক্ষীণ কাশি এবং বুকে জমাট বাঁধা রোগীদের জন্য কার্যকর, বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীদের জন্য উপকারী।
অ্যান্টিমোনিয়াম টার্ট: তন্দ্রা এবং শ্বাসকষ্টের মতো পরিস্থিতিতে সাহায্য করে ব্রঙ্কাইটিসের উপসর্গ নিরাময়েও কার্যকর।
অ্যান্টিমোনিয়াম টার্ট: মুখমন্ডল পাংশু, রুগ্ন, নাক সরু ও ছোট, চক্ষু কোটরাগত ও চোখের চারিদিকে কালিমা পরে, ঠোট বিবর্ণ ও কুঞ্চিত, মুখমন্ডল শীতল, শীতল ঘর্ম।






ঔষধ পরিচিতির

ঔষধ পরিচিতির
মূল উপাদানঃ অ্যান্টোমোনিয়াম টারটারিকাম।
সমনামঃ অ্যান্টিমোনিয়াম পটাসিয়াম, টার্টার অ্যামেটিক।
উৎসঃ খনিজ
প্রুভারঃ ডা. স্যামূয়েল হ্যানিম্যান, ডা. ট্রিঙ্ক, ডা. হেস্কি, ডা. স্টাফ।
মায়াজমঃ সোরিক, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলার।
সাইডঃ বামদিক, ওপরে ডানদিক নিচে বামদিক, বিপরীত দিক।
কাতরতাঃ গরমকাতর।
উপযোগিতাঃ শিশু ও বুড়োদের পীড়ার প্রধান ওষুধ। বার্ধক্যজনিত অসাড়ভাব: অঙ্গগুলোর। রোগী অলস ও শ্লেষ্মাধাতু বিশিষ্ট হয়ে থাকে।
ব্যাবহারবিধিঃ ৩-৫ ফোঁটা, ১ চা চামচ পানিতে মিশিয়ে দিনে তিনবার বা চিকিৎসকের নির্দেশ মতো সেবন করুন।
ক্রিয়াকালঃ




ক্রিয়াস্থল

ক্রিয়াস্থলঃ শ্লৈষ্মিক ঝিল্লি, শ্বাসনালি, রক্ত সঞ্চালন, হৃদপিন্ড, পাকস্থলী, চামড়া, বাওয়েল, লাম্বার রিজন।





Modalities

বৃদ্ধিঃ পূর্বাহ্নে, বিকেল ৪টায় (কাশি), সন্ধ্যায়, রাত ৩টায়, রাতে শুয়ে পড়লে, গরমে, শরৎকালে, আবহাওয়া পরিবর্তনে, ভেজা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়, যে কোনো প্রকার অম্লজাতীয় বস্তু এবং দুধে, সকালে, বসা অবস্থায়, ঋতু পরিবর্তনে, খোলা বাতাসে, ডানপাশ ছাড়া অন্য পাশে শুলে, শুয়ে থাকলে, বিছানায় শুলে, খাদ্য: রুটিতে, মাখনে, দুধে, শুকরের মাংসে, খাদ্য দেখলে, টক খাদ্যে, গরম খাদ্যে,বেশি আহারে। নিচে বসতে গেলে, ঘুমের সময়ে, স্পর্শে, ঠাণ্ডায়, রাগে (কাশি), আক্রান্ত পাশে চেপে শুলে।

হ্রাসঃ গোসলে, আক্রান্ত অঙ্গে পানি দিলে, আক্রান্ত অঙ্গের সঞ্চলনে, খাদ্য: শীতল পানীয়ে, খাড়াভাবে বসে থাকলে, ঢেকুর ওঠলে, শ্লেষ্মা ওঠলে, বমি হলে, ডানপাশে শুলে, ঠাণ্ডা বাতাসে ভ্রমণে।





About

Who we are and what we do.

Previous Post
Next Post

post written by:

DHMS (BHB), PDT and MBA

0 Comments: