Rectopen: Pathology

Download Free Android Apps

Ads 728x90

Showing posts with label Pathology. Show all posts
Showing posts with label Pathology. Show all posts
A brief history of Pathology
May 01, 2021
 শরীরেন নর্মাল ফাংশান = ফিজিওলজী,
এ্যাবনর্মাল ফাংশন = প্যাথলজী,

তাই আমাদের সবাইকে শরীরের নর্মাল, এবং এ্যাবনর্মাল দুইরকম ফাংশনই জানার দরকার,

প্যাথলজি জানলে আমরা শরীরের কোন অর্গান কি পজিসনে আছে তা জানতে পারবো,
রোগটি আরোগ্যের মধ্যে, না আরোগ্যের বাইরে, তা জানতে পারবো,
আরোগ্যের মধ্যে হলে, ঔষধে সারবে, না সার্জিকাল, তা জানতে পারবো,

আর আরোগ্যের বাইরে গেলে, বিষয়টি রোগীকে, বা তার বাড়ীর লোকদেরকে জানাতে পারবো,
একটা অর্গান বা সিস্টেম কতটা ক্ষতিকর স্টেজে আছে, তা জানতে পারলে পোটেনসি সিলেকশনে সাহায্য হবে, কারন অর্গান  কম ডেসট্রাকশন হলে লো বা নিম্ন শক্তি দিতে হবে, আর অর্গান বেশী ডেসট্রাকশন না হয়ে ফাংশনাল ডিসটারবানস হলে উচ্চ শক্তির ঔষধ দিতে হয়,

প্যাথলজী জানতে পারলে আমরা রোগের ডেসট্রাকশন বা প্রলিফারেশন —- ব্যাপারটি কি হচ্ছে তা বুঝতে পারি, ফলে রোগীটি কোন মায়াজমের তার আভাষ পেতে পারি, কারন—- যত বেশী ডেসট্রাকশন দেখবো, তার মানে সিফিলিটিক, আর যত বেশী প্রলিফারেশন বা ইনকোঅর্ডিনেশন দেখবো, তার মানে সাইকোটিক,

প্যাথলজির নলেজ বেশী থাকলে তাই, seat of lesion বুঝে ডীপ এ্যাকটিং মায়াজমেটিক মেডিসিন দিয়ে চিকিৎসা করবো, না সর্ট এ্যাকটিং সুপারফিসিয়াল মেডিসিন দিয়ে চিকিৎসা করবো, তা সহজেই বুঝতে পারবো,

নলেজ অব প্যাথলজী থাকলে আমরা কোন্ রোগের কোন্ সিমপটমসগুলি কমন, আর কোনগুলি আনকমন, তা বুঝতে পারবো, ফলে কমন সিমপটমস বাদ দিয়ে আনকমন বা ডিটারমিনেটিভ সিমপটমসগুলি রেখে তার মধ্য থেকে সিমপটমস এভালুয়েশন করতে পারবো,

নলেজ অব প্যাথলজী ও প্রাকটিস অব মেডিসিন জানলে আমরা রোগীর খাদ্য সম্মন্ধীয় উপদেশ ঠিকমতন দিতে পারবো, কারন—কিছু কিছু রোগে কিছু খাদ্যদ্রব্যের রেসট্রিকশন বা বাধানিষেধ থাকে,

প্যাথলজী ও প্রাকটিস অব মেডিসিনের নলেজ থাকলে, আমরা সঠিক রোগের নাম দিয়ে মেডিকেল সার্টিফিকেট ইসু করতে পারবো ,

Knowledge of Pathology or Practice of Medicine থাকলে, আমরা ইনফেকসাস বা কনটেজেয়াজ রোগ ধরতে পারবো, এবং যাতে রোগ না ছড়ায় তার জন্য রোগীকে সেপারেশনট বা আইসোলেশন বা কোয়ারেনটাইন করতে পারবো, তাহলে দেখা যাচ্ছে নলেজ অব প্যাথলজী এবং প্রাকটিস অব মেডিসিন সব মেডিকেল ব্রাঞ্চের মতন হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছেও অপরিহার্য, 

Why need for pathological knowledge?

To help, selection of a medicine,
To help, selection of a potency,
To help, selection of doses ,
To help, repetition of a medicine,
To isolation a patient,
To issue a medical certificate,
To issue, a death certificate,
To selection of the Miasm,
To know the prognosis of a Case, but not helps at all, 
To select a similimum,

Reference of--  https://homeopathicbd.com /প্যাথলজি-ও-হোমিওপ্যাথি/


প্যাথলজি চিকিৎসা বিজ্ঞান এমন একটি অন্যতম প্রধান বিভাগ, যে বিভাগে, কি কি অবস্থায় এবং কেন সুস্থ শরীর অসুস্থ হয় অর্থাৎ রোগ কি, আর কেন এই অসুস্থতার জন্য শরীরের কোন অঙ্গের কি পরিবর্তন হতে পারে এবং এই পরিবর্তনের ক্রমাভিব্যাক্তি ও পরিণতি কি হতে পারে অর্থাৎ অসুস্থতা বা রোগের মূল কারন কি? এ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের অনুসন্ধান , বার বার পরীক্ষার সাহায্যে সিদ্ধান্ত যাচাই ও আলোচনা করা হয় যে বিজ্ঞানে  তাকে প্যাথলজি বা রোগ বিদ্যা বলা হয় ।



Special sense- Taste and Smell
January 15, 2021

Primary taste sensation:

The five basic tastes—sweet, bitter, sour, salty, and umami—result from a chemical reaction between stimuli (food) in the mouth reacting with receptors (taste buds).

Special sense- Taste and Smell
Special sense- Taste and Smell

Sweet- The most elemental of taste pleasures, sweetness signals the presence of sugars, the foundation of the food chain and a source of energy. Today, though, our sweet tooth is overstimulated by an avalanche of sugar in our diet.



Bitter- A poison alarm, bitterness is a distinctive bad taste accompanied by a reflexive “yuck” expression on the face. Hundreds of substances, mostly found in plants, taste bitter. But a little bitterness makes food interesting—and healthy. Antioxidants, which aid metabolism and help the body ward off cancer, account for much of the bitter taste of kale, dark chocolate and coffee.

Salty- Our brains are programmed so that a little salt tastes good, and a lot tastes bad. This ensures we consume just enough to maintain the salt balance our bodies need to function. But beware—your palate can adapt to crave a lot of salt, as in the case of people who eat the typical American diet. The good news: If you cut back on salt, your taste buds can adapt to be satisfied with less.

Sour- The mouth-puckering sensation is caused by acids in lemons, yogurt and sourdough bread and other food. Scientists aren’t sure exactly how it works, or even its precise biological purpose, but many suspect that sourness originally signaled that food was decomposing and was potentially unsafe to eat.

Umami- Japanese for “delicious taste,” umami is produced by certain amino acids. It’s best described as “savory”—a taste rich in flavor released by cooking, curing or aging. Examples of umami foods include seared and cured meats, aged cheeses, fish sauce, green tea, soy sauce and cooked tomatoes.

Taste
Taste

Taste buds:

Taste buds contain the taste receptor cells, which are also known as gustatory cells. The taste receptors are located around the small structures known as papillae found on the upper surface of the tongue, soft palate, upper esophagus, the cheek, and epiglottis.


There are three types of taste buds papillae:

Fungiform papilla- The fungiform papillae are broad flat structures that house taste buds in the central portion of the dorsum (back) of the tongue. These papillae were thought to resemble a fungus: a little mushroom. Fungiform means mushroom-shaped. From fungi-, fungus + forma, shape. Each fungiform papillae usually contains 3-5 taste buds.

Circumvallate taste buds papillae- Circumvallate papillae are located at the base of your tongue. They're large and round, and they house several thousand taste buds.

Foliate taste buds papillae- Their location is on the lateral sides of the tongue. The foliate papillae are involved in the sensations of taste and have taste buds embedded in their surfaces.

Taste blindness:
  • The inability of a person to feel the taste of any item and to identify it.
  • A reduction in sensitivity  to bitter tastes as a result of having less taste buds. 
  • In taste blindness a person has fewer taste buds for each taste sensation .
  • Some people are taste blind for certain substances, especially for different type of thiourea compounds.
  • A substance used frequently by psychologists for demonstrating taste blindness is phenylthiocarbamide.

Causes of taste  blindness:
  • Upper respiratory infections, such as the common cold.
  • Sinus infections.
  • Middle ear infections.
  • Poor oral hygiene and dental problems, such as gingivitis.
  • Exposure to some chemicals, such as insecticides.
  • Surgeries on the mouth, throat, nose, or ear.
  • Head injuries.
How do I get my taste buds back to normal?
    In the meantime, here are some other things you can try:
    • Try cold foods, which may be easier to taste than hot foods.
    • Drink plenty of fluids.
    • Brush your teeth before and after eating.
    • Ask your doctor to recommend products that may help with dry mouth.
        Lemon helps to restore back the sense of smell and taste. It fights the bacterial and viral infections thus makes the nasal passage clear. Mixing lemon juice and honey in a glass of water is an effective remedy to treat this problem.

        Smell receptors and their location:

        • Olfactory receptors are able to detect air-borne odour molecules that enter the nasal cavity and bind to olfactory receptors.
        • There are 400 olfactory receptors (ORs) to detect odors, but there is currently no model that can predict olfactory perception from receptor activity patterns.

        • Odorants dissolve in the mucus and bind to receptors. Dissolved odorants stimulate olfactory sensory neurons by binding to receptor proteins in the olfactory cilium membranes.
        • An olfactory receptor has a life span of about one month.



        Location: 
        Occupies the superior part of the nasal cavity  and extending along the superior nasal concha. 

        Smell information also goes to the thalamus, a structure that serves as a relay station for all of the sensory information coming into the brain.

        Abnormalities of olfaction:
        What are the smell disorders?
        • Hyposmia- is a reduced ability to detect odors.
        • Anosmia- is the complete inability to detect odors. In rare cases, someone may be born without a sense of smell, a condition called congenital anosmia.
        • Dysosmia- A distortion of the sense of smell. 
        What causes smell disorders?
        1. Aging
        2. Sinus and other upper respiratory infections
        3. Smoking
        4. Growths in the nasal cavities
        5. Head injury
        6. Hormonal disturbances
        7. Dental problems
        8. Exposure to certain chemicals, such as insecticides and solvents
        9. Numerous medications, including some common antibiotics and antihistamines
        10. Radiation for treatment of head and neck cancers
        11. Conditions that affect the nervous system, such as Parkinson’s disease or Alzheimer’s disease.


        Pathology of Cardiovascular System
        December 23, 2020
        What is Pathology of Cardiovascular System ?

        Cardiovascular pathology is the study of diseases that affect the heart and vascular structures. Diseases of the myocardium, endocardium, pericardium, and vascular structures as well as congenital cardiovascular anomalies and tumors of the cardiovascular system will be discussed.


        What are the 5 main parts of the cardiovascular system?

        • Blood.
        • The heart.
        • The right side of the heart.
        • The left side of the heart.
        • Blood vessels.
        • Arteries.
        • Capillaries.
        • Veins.


        What are the 4 types of Cardiovascular Disease?

        • Coronary heart disease. Coronary heart disease occurs when the flow of oxygen-rich blood to the heart muscle is blocked or reduced.
        • Strokes and TIAs.
        • Peripheral arterial disease.
        • Aortic disease.
        What are the main types of cardiovascular disease?

        1. Coronary artery disease is the build-up of plaque in the arteries supplying blood to the heart.
        2. Peripheral artery disease is the build-up of plaque in the arteries supplying blood to the arms and legs.
        3. Carotid artery disease is the build-up of plaque in the arteries that supply blood to the brain.


        The Heart

        Inflammation

        • Carditis: Inflammation of heart.
        • Myocarditis: Inflammation of myocardium.
        • Endocarditis: inflammation of endocardium.
        • Rheumatic heart disease: cardiac disorders due to Rheumatic fever. Mainly carditis and valvular disorder found in Rheumatic fever.
        • Rheumatic fever: an immunological systemic inflammatory condition that can affect heart.
        • Cardiomyopathy -কার্ডিওমায়োপ্যাথি : myocardial abnormality leading to diminishing cardiac performance.

        Hemodynamic:

        • Ischemic heart disease: Ischemia of heart muscle.
        • Myocardial infarction: Ischemic necrosis of cardiac muscle.
        • Angina pectoris: Chest pain due to myocardial ischemia.

        Hypertensive:

        • Systemic hypertension: Persistent rise of systemic blood pressure above normal upper level.
        • Pulmonary hypertension: Hypertension in pulmonary artery.

        Hypertrophy:

        • Ventricular hypertrophy: Enlargement of ventricle
        • Atrial hypertrophy: Enlargement of atrium
        • Cardiomegaly: Enlargement of heart

        Functional disorder:

        • Arhythmia-- it means irregular heartbeat.
        • Atrial fibrillation-- Arhythmia characterized by rapid and irregular heart rate.
        • Left ventricular failure-- Reduction of left ventricular output.
        • Right ventricular failure-- Reduction of right ventricular output.
        • Congestive cardiac failure-- This term congestive cardiac failure means right failure as a result of pre-existing left heart failure.
        • Bi ventricular heart failure-- Reduction of both ventricular output.

        Valvular Disease:
        Regurgitation (Insufficiency)-- Failure of complete closure of valve leading to reversed blood flow.
        Stenosis-- Inflammatory fibrosis of valve lead to valvular dysfunction.

        Neoplasm:
        Benign-- Myxoma, Lipoma, papillary Fibroelastoma
        Malignant-- Cardiac angiosarcomas

        Pericardium:
        Pericarditis-- Inflammation of pericardium
        Pericardial effusion-- Accumulation of excess fluid within pericardial sac.

        Artery:

        Inflammatory and necrotic-
        • Vasculitis-- Inflammation of any blood vessel (artery and vein). Common causes includes bacterial, immunological, injury etc.
        • Arteritis-- Inflammation of artery.
        • Polyarteritis nodosa-- It is a necrotising inflammation of artery.
        • Thrombo angitis obliterans-- It is the segmental thrombosing inflammation of small vessels of lower limb.
        • Temporal arteritis-- Granulomatous inflammation of medium and small branches of temporal artery.
        • Aneurism-- Localized abnormal dilatation of vessel. Principal cause include atherosclerosis, necrosis, inflammation etc.
        Related to vessel wall-
        • Atherosclerosis-- Thickening and loss of elasticity of arterial wall due to fibrofatty plaque formation.
        • Arteriosclerosis-- Proliferative and hyaline thickening of small artery and arterioles.
        • Vasospasm-- Spasm of blood vessels (includes both artery and vein).

        Neoplasm-
        Neoplastic disorders of blood vessels can arise from both artery and vein. Some common vascular neoplasm.
        • Benign-- eg. Hemangioma
        • Intermediate-- eg. Hemangioendothelioma
        • Malignant-- eg. Angiosarcoma, Kaposi's Sarcoma.

        Vein-
        Phlebitis-- Inflammation of vein
        Varicose vein-- Enlargement and dilatation of vein.
        Arteriovenous fistula-- Abnormal channel between adjacent artery and vein.




        Pathological disease
        December 13, 2020

        • Cell Injury
        • Inflammation
        • Edema
        • Necrosis & Gangrene
        • Ulcer, Sinus, Fistula, Polyps, Cysts
        • Wound healing & repair 



        Cell Injury/Damage:

        Defined as a variety of stress, a cell encounter as a result in changes in its internal and external environment.
        Cell death, the ultimate result of cell injury.

        Cell damage (also known as cell injury) is a variety of changes of stress that a cell suffers due to external as well as internal environmental changes. ... Cell damage can be reversible or irreversible. Depending on the extent of injury, the cellular response may be adaptive and where possible, homeostasis is restored.

        কোষের ক্ষয়ক্ষতি (কোষের আঘাত হিসাবেও পরিচিত) হ'ল বিভিন্ন স্ট্রেসের বিভিন্ন পরিবর্তন যা কোনও সেল বহিরাগত এবং অভ্যন্তরীণ পরিবেশগত পরিবর্তনের কারণে ভোগে। ... কোষের ক্ষতিটি পুনরায় পরিবর্তনযোগ্য বা অপরিবর্তনীয় হতে পারে। আঘাতের মাত্রার উপর নির্ভর করে, সেলুলার প্রতিক্রিয়াটি অভিযোজিত হতে পারে এবং যেখানে সম্ভব, হোমিওস্টেসিস পুনরুদ্ধার করা যায়।

        Homeostasis: হোমিওস্টেসিস, কোনও স্ব-নিয়ন্ত্রক প্রক্রিয়া যার মাধ্যমে জৈবিক সিস্টেমগুলি বেঁচে থাকার পক্ষে অনুকূল অবস্থার সাথে সামঞ্জস্য করার সময় স্থিতিশীলতা বজায় রাখে। হোমিওস্টেসিস বজায় রাখার জন্য এটি সারা শরীর জুড়ে কোষ, টিস্যু, অঙ্গ এবং অঙ্গ সিস্টেমগুলির কাজ। যদি হোমিওস্টেসিস সফল হয়, জীবন চলতে থাকে; যদি ব্যর্থ হয়, বিপর্যয় বা মৃত্যু ঘটে।

        Cause of cell injury: Reversible Cell Injury -RCI
                                            Irreversible Cell Injury-ICI

         Reversible Cell Injury -RCI

         Oxygen deprivation
        •Hypoxia (lack of oxygen reaching the tissues)
        •Ischemia (inadequate blood supply to an organ)
        Physical agents
        •Mechanical trauma
        •Extremes of temperature (burns and deep cold)
        •Sudden changes in atmospheric pressure
        •Radiations
        •Electric shock
         
        Irreversible Cell Injury-ICI
        •Chemical agents and drugs
        •Infectious agents
        •Immunologic reactions
        •Genetic diseases
        •Nutritional imbalances

        Inflammation:প্রদাহ

        Inflammation is a defensive process that a living body initiates or start against local tissue damage. It takes the form of a complex reaction of blood vessels, certain plasma components and blood cells, and cellular and structural components of connective tissue.

        প্রদাহ একটি প্রতিরক্ষামূলক প্রক্রিয়া যা একটি জীবন্ত দেহ স্থানীয় টিস্যুগুলির ক্ষতির বিরুদ্ধে শুরু করে। এটি রক্তনালী, জটিল প্লাজমা উপাদান এবং রক্ত কোষ এবং সংযোজক টিস্যুর সেলুলার এবং কাঠামোগত উপাদানগুলির একটি জটিল প্রতিক্রিয়ার রূপ নেয়।

        Terms ending in the suffix “–itis” denote inflammation.

        Plasma is the clear, straw-colored liquid portion of blood that remains after red blood cells, white blood cells, platelets and other cellular components are removed. It is the single largest component of human blood, comprising about 55 percent, and contains water, salts, enzymes, antibodies and other proteins.

        রক্তরস হ'ল রক্তের পরিষ্কার, খড়ের বর্ণের তরল অংশ যা রক্তের রক্তকণিকা, সাদা রক্তকণিকা, প্লেটলেটগুলি এবং অন্যান্য সেলুলার উপাদানগুলি অপসারণের পরে থেকে যায়। এটি মানুষের রক্তের একক বৃহত্তম উপাদান যা প্রায় 55 শতাংশ নিয়ে গঠিত এবং এতে জল, লবণ, এনজাইম, অ্যান্টিবডি এবং অন্যান্য প্রোটিন রয়েছে।

        Cause of Inflammation:

        Physical agents- extreme temperatures, electric shock, radiation, mechanical injures, etc.
        Chemical agents- Products of metabolism, acids, alkalis, drugs, tissue
        Necrosis.
        Biological agents- Microorganisms (bacteria, viruses, fungi), parasites (helminths, insects).

        Metabolism is the chemical reactions in the body's cells that change food into energy.
        বিপাক হ'ল দেহের কোষগুলিতে রাসায়নিক বিক্রিয়া যা খাদ্যকে শক্তিতে রূপান্তর করে।

        The classification of inflammation
        According to the course- Acute, Sub-acute, Chronic
        According to the predominant phase- Alterative, Exudative, Proliferative (Productive)
        According to the causative factors- Trivial, Specific

        What is Edema শোথ:
        Fluid retention or swelling, is the buildup of fluid in the body's tissue.

        Factors to be considered

        •Increased hydrostatic pressure
        •Reduced colloidal or oncotic pressure within blood vessels
        •Increased tissue colloidal or oncotic pressure
        •Increased blood vessel wall permeability (e.g., inflammation)
        •Obstruction of fluid clearance in the lymphatic system
        •Changes in the water retaining properties of the tissues themselves. Raised hydrostatic pressure often reflects retention of water and sodium by the kidneys.

        Type of edema: Could be named in many types

        Peripheral edema: This affects the feet ankles, legs, hands, and arms. Signs include swelling, puffiness, and difficulty moving a part of the body.

        পেরিফেরাল শোথ: এটি পায়ের গোড়ালি, পা, হাত এবং বাহুগুলিকে প্রভাবিত করে। লক্ষণগুলির মধ্যে রয়েছে ফুলে যাওয়া, ফুঁকড়ানো এবং শরীরের কোনও অংশে চলা অসুবিধা।

        Pulmonary edema: Excess fluid collects in the lungs, making breathing difficult. May due to congestive heart failure or acute lung injury and it can lead to respiratory failure and death.

        পালমোনারি এডিমা: অতিরিক্ত তরল ফুসফুসে সংগ্রহ করে, শ্বাসকষ্টকে শক্ত করে তোলে। কনজিস্টিভ হার্টের ব্যর্থতা বা তীব্র ফুসফুসের আঘাতের কারণে এবং এটি শ্বাসযন্ত্রের ব্যর্থতা এবং মৃত্যুর কারণ হতে পারে।

        Cerebral edema: This occurs in the brain. Symptoms include headache, neck pain or stiffness, whole or partial vision loss, change in consciousness or mental state, nausea, vomiting, and dizziness.

        সেরিব্রাল শোথ: এটি মস্তিষ্কে ঘটে। লক্ষণগুলির মধ্যে মাথাব্যথা, ঘাড়ে ব্যথা বা শক্ত হওয়া, পুরো বা আংশিক দৃষ্টি হ্রাস, চেতনা বা মানসিক অবস্থার পরিবর্তন, বমি বমি ভাব, বমিভাব এবং মাথা ঘোরা অন্তর্ভুক্ত।

        Macular edema: This is a serious complication of diabetic retinopathy. Swelling occurs in the macula, the part of the eye that enables detailed, central vision. The person may notice changes to their central vision and how they see colors.

        ম্যাকুলার শোথ: এটি ডায়াবেটিক রেটিনোপ্যাথির গুরুতর জটিলতা। ম্যাকুলায় ফোলা দেখা দেয়, চোখের সেই অংশ যা বিশিষ্ট, কেন্দ্রীয় দৃষ্টি সক্ষম করে। ব্যক্তিটি তাদের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গিতে এবং তারা কীভাবে রঙ দেখে তা পরিবর্তন লক্ষ্য করতে পারে।

        Necrosis

        Necrosis is a form of cell injury which results in the premature death of cells in living tissue by autolysis.

        নেক্রোসিস হ'ল কোষের আঘাতের একধরণের যা অটোলেসিসের মাধ্যমে জীবন্ত টিস্যুতে কোষগুলির অকাল মৃত্যু ঘটে।

        There are six distinctive morphological patterns of necrosis

        1.Coagulative necrosis: This pattern of necrosis is typically seen in hypoxic (low-oxygen) environments, such as infarction, common in tissues such as the kidney, heart and adrenal glands.

        2.Liquefective necrosis (or colliquative necrosis): This is typical of bacterial, or sometimes fungal, infections because of their ability to stimulate an inflammatory response.

        3.Gangrenous necrosis can be considered a type of coagulative necrosis that resembles mummified tissue. It is characteristic of ischemia of lower limb and the gastrointestinal tracts. If superimposed infection of dead tissues occurs, then liquefactive necrosis ensues (wet gangrene)

        4.Caseous necrosis can be considered a combination of coagulative and liquefactive necrosis, typically caused by mycobacteria (e.g. tuberculosis), fungi and some foreign substances.

        5.Fat necrosis is specialized necrosis of fat tissue, resulting from the action of activated lipases on fatty tissues such as the pancreas.

        6.Fibrinoid necrosis is a special form of necrosis usually caused by immune-mediated vascular damage.


        Introduction of Pathology
        December 11, 2020

        The word PATHOLOGY is derived from two Greek words-

        PATHOS, meaning Suffering and LOGOS, meaning Study.

        প্যাথলজি চিকিৎসা বিজ্ঞানের একটি অন্যতম প্রধান বিভাগ, যে বিভাগে কি কি অবস্থায় এবং কেন সুস্থ শরীর অসুস্থ হয় অর্থাৎ রোগ কি, আর কেন এই অসুস্থতার জন্য শরীরের কোন অঙ্গের কি পরিবর্তন হতে পারে এবং এই পরিবর্তনের ক্রমাভিব্যাক্তি ও পরিণতি কি হতে পারে অর্থাৎ অসুস্থতা বা রোগের মূল কারন কি? এ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের অনুসন্ধান এবং বার বার পরীক্ষার সাহায্যে সিদ্ধান্ত যাচাই ও আলোচনা করা হয় যে বিজ্ঞানে  তাকে প্যাথলজি বা রোগ বিদ্যা বলা হয়।

        Pathology
        Pathology

        The science of the causes and effects of diseases, especially the branch of medicine that deals with the laboratory examination of samples of body tissue for diagnostic or forensic purposes.

        Pathological features considered collectively the study of the causes and effects of disease or injury and the typical behaviour of a disease condition.


        সঠিক প্যাথলজি ডায়াগনস্টিক পরীক্ষার ফলাফলের ওপর সঠিক রোগ নির্ণয়ের বিষয়টি অনেকাংশেই নির্ভরশীল। আগে রোগীর নাড়ি দেখে কিংবা হাঁটাচলা দেখে রোগ নির্ণয় করা সম্ভব হলেও এখন তা প্রায় অসম্ভব। বর্তমানে যেকোনো রোগ নির্ণয়ের পূর্বশর্ত হলো রোগীর রোগের ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং সবশেষে বিভিন্ন প্যাথলজিকাল পরীক্ষা। এই তিনটি বিষয়ের সমন্বয় ছাড়া বর্তমানে কোনো রোগ নির্ণয় বা চিকিৎসা কিংবা পরবর্তী ফলোআপ সম্ভব নয়।

        কোনো রোগী চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক রোগীর ইতিহাস জেনে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে তার ক্লিনিক্যাল ডায়াগনসিস করেন। এই ক্লিনিক্যাল ডায়াগনসিসের উপর ভিত্ত করে রোগীদের বিভিন্ন পরীক্ষা করানোর নির্দেশ দেন চিকিৎসক। তারপর রোগী যান ল্যাবরটরিতে, পরীক্ষাগুলো করানোর জন্য।

        প্যথলজি কেন ? সঠিক রোগ নির্নয়ের উপর নির্ভর করে একজন রোগীর আরোগ্য হওয়ার সম্ভাবনা। মেডিকেল প্যথলজিস্টদের রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসক রোগীর নির্ভুল ব্যবস্থাপত্র প্রদান করেন।

        Homeopathy and pathology

        Normal function of body- Physiology
        Abnormal function of body- Pathology

        প্যাথলজি জানলে আমরা শরীরের কোন অর্গান কি পজিসনে আছে তা জানতে পারবো,রোগটি আরোগ্যের মধ্যে, না আরোগ্যের বাইরে, তা জানতে পারবো, আরোগ্যের মধ্যে হলে, ঔষধে সারবে, না সার্জিকাল, তা জানতে পারবো, আর আরোগ্যের বাইরে গেলে, বিষয়টি রোগীকে, বা তার বাড়ীর লোকদেরকে জানাতে পারবো,

        একটা অর্গান বা সিস্টেম কতটা ক্ষতিকর স্টেজে আছে, তা জানতে পারলে পোটেনসি সিলেকশনে সাহায্য হবে, কারন অর্গান বেশী ডেসট্রাকশন হলে লো বা নিম্ন শক্তি দিতে হবে, আর অর্গান বেশী ডেসট্রাকশন না হয়ে ফাংশনাল ডিসটারবানস হলে উচ্চ শক্তির ঔষধ দিতে হয়,

        প্যাথলজী জানতে পারলে আমরা রোগের ডেসট্রাকশন বা প্রলিফারেশন — ব্যাপারটি কি হচ্ছে তা বুঝতে পারি, ফলে রোগীটি কোন মায়াজমের তার আভাষ পেতে পারি, কারন— যত বেশী ডেসট্রাকশন দেখবো, তার মানে সিফিলিটিক, আর যত বেশী প্রলিফারেশন বা ইনকোঅর্ডিনেশন দেখবো, তার মানে সাইকোটিক,


        Branches of Pathology:

        Anatomical:  Deals gross, microscopic, chemical, immunologic and molecular examination of   organs, tissues, and whole bodies.
        অঙ্গ, টিস্যু এবং পুরো শরীরের স্থূল, অণুবীক্ষণিক, রাসায়নিক, ইমিউনোলজিক এবং আণবিক পরীক্ষা করে।

        Cytological: Studies and diagnoses diseases on the cellular level.

        Dermatological: Deals the skin and the rest of the integumentary system as an organ.

        Forensic: Determining the cause of death by post-mortem examination.

        Histological:
        Refers to the examination of a biopsy or surgical specimen.

        Pulmonary:
        Deals with diagnosis and characterization of neoplastic and non-neoplastic diseases of the lungs and thoracic pleura.

        Neurological:
        The study of disease of nervous system and nerve tissue.

        Renal:
        Study the diagnosis and characterization of disease of the kidneys.

        Surgical:
        Involves the gross and microscopic examination of surgical specimens, as well as biopsies.


        Clinical: Concerned with the diagnosis of disease based on the laboratory analysis of bodily fluids such as blood and urine, as well as tissues, using the tools of chemistry, clinical microbiology, hematology and molecular pathology.

        Hematological: Study of diseases of blood cells (including constituents such as white blood cells, red blood cells, and platelets) and the tissues, and organs comprising the hematopoietic system.

        Molecular: The study and diagnosis of disease through the examination of molecules within organs, tissues or bodily fluids.

        Oral and maxillofacial:
        Concerned with diagnosis and study of the causes and effects of diseases affecting the oral and maxillofacial region.

        Aims of Pathology:

        • Identify the cause of disease
        • Exclude the mechanisms of development (pathogenesis)
        • Follow the structural alterations of cells (morphologic changes), and
        • The consequences of changes (clinical manifestations)
        Objective of Pathology:

        The etiology of a disease is its cause or origin. Etiology is also the name for the study of the causes of diseases.
        এটিওলজি হ'ল কোনও রোগের এর কারণ বা উৎস। এটিওলজিও রোগগুলির কারণগুলির অধ্যয়নের নাম।

        Pathogenesis: The development of a disease and the chain of events leading to that disease.
        প্যাথোজেনেসিস: একটি রোগের বিকাশ এবং সেই রোগের দিকে পরিচালিত ইভেন্টগুলির শৃঙ্খলা।

        The pathogenesis of a disease is the biological mechanism (or mechanisms) that leads to a diseased state. The term can also describe the origin and development of the disease, and whether it is acute, chronic, or recurrent.

        Morphological:
        In biology and medicine, it is the study of the form and structure of organisms and their specific structural features.

        In pathology, it is the visual study of the anomalies caused by diseases, called morphological anomalies. They can be seen at the naked eye - macroscopy ( macroscopical anomalies ) or by microscopy ( microscopical anomalies ).

        Concept of Disease:

        A disease is a particular abnormal condition that negatively affects the structure or function of all or part of an organism, and that is not due to any immediate external injury.

        একটি রোগ একটি বিশেষ অস্বাভাবিক অবস্থা যা কোনও জীবের সমস্ত অংশ বা অংশের গঠন বা কার্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করে এবং এটি কোনও তাত্ক্ষণিক বাহ্যিক আঘাতের কারণে নয়।

        Diseases are often known to be medical conditions that are associated with specific symptoms and signs.
        রোগগুলি প্রায়শই চিকিত্সা শর্ত হিসাবে পরিচিত যা নির্দিষ্ট লক্ষণ এবং লক্ষণগুলির সাথে জড়িত।

        Diseases can affect people not only physically, but also mentally, as contracting and living with a disease can alter the affected person's perspective on life.

        রোগগুলি কেবল শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও মানুষকে প্রভাবিত করতে পারে কারণ একটি রোগের সাথে চুক্তি করা এবং জীবনযাপন আক্রান্ত ব্যক্তির জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।

        Concept of Pathological Symptoms:

        Abnormal anatomical or physiological conditions and objective or subjective manifestations of disease, but not classified as disease or syndrome.

        Pathological symptoms not always lead to a disease.


        Types of Hypertrophy:

        Physiologic hypertrophy: Occurs due to a normal stressor. For example, enlargement of skeletal muscle with exercise.

        ফিজিওলজিক হাইপারট্রফি: একটি সাধারণ চাপের কারণে ঘটে। উদাহরণস্বরূপ, অনুশীলনের সাথে কঙ্কালের পেশী বৃদ্ধি।

        Pathologic hypertrophy: Occurs due to an abnormal stressor. For example, increase in the size of the heart due to aortic stenosis. Aortic stenosis is due to a change in the aortic valve, which obstructs the orifice, resulting in the left ventricle working harder to pump blood into the aorta.

        প্যাথলজিক হাইপারট্রফি: একটি অস্বাভাবিক স্ট্রেসের কারণে ঘটে। জন্য
        উদাহরণস্বরূপ, অর্টিক স্টেনোসিসের কারণে হার্টের আকার বৃদ্ধি। এওরটিক স্টেনোসিসটি এওরটিক ভালভের পরিবর্তনের কারণে ঘটে যা কক্ষকে বাধা দেয়, ফলস্বরূপ বাম নিদর্শনটি মহোর্তায় রক্ত পাম্প করতে কঠোর পরিশ্রম করে।

        Types of Hyperplasia:

        Physiologic hyperplasia: Occurs due to a normal stressor. For example, increase in the size of the breasts during pregnancy, increase in thickness of endometrium during menstrual cycle, and liver growth after partial resection.

        ফিজিওলজিক হাইপারপ্লাজিয়া: একটি সাধারণ চাপের কারণে ঘটে। উদাহরণস্বরূপ, গর্ভাবস্থায় স্তনের আকার বৃদ্ধি, ঋতুস্রাবের সময় এন্ডোমেট্রিয়ামের বেধ বৃদ্ধি এবং আংশিক রিকশনের পরে লিভারের বৃদ্ধি।

        Pathologic hyperplasia: Occurs due to an abnormal stressor. For example, growth of adrenal glands due to production of adrenocorticotropic hormone (ACTH) by a pituitary adenoma, and proliferation of endometrium due to prolonged estrogen stimulus.

        প্যাথলজিক হাইপারপ্লাজিয়া: অস্বাভাবিক স্ট্রেসের কারণে ঘটে। উদাহরণস্বরূপ, পিটুইটারি অ্যাডিনোমা দ্বারা অ্যাড্রেনোকোর্টিকোট্রপিক হরমোন (এসিটিএইচ) উত্পাদনের কারণে অ্যাড্রিনাল গ্রন্থির বৃদ্ধি এবং দীর্ঘায়িত ইস্ট্রোজেন স্টিমুলাসের কারণে এন্ডোমেট্রিয়ামের প্রসার ঘটে।



        Dysplasia is any of various types of abnormal growth or development of cells (microscopic scale) and/or organs (macroscopic scale), and/or the abnormal histology or anatomical structure presumably resulting from such growth.

        In this case cells looses their uniformity. Resulting loss of natural architecture of the organ.

        ডাইস্প্লাসিয়া হ'ল কোষগুলির বিভিন্ন ধরণের অস্বাভাবিক বৃদ্ধি বা বিকাশ (মাইক্রোস্কোপিক স্কেল) এবং / বা অঙ্গগুলি (ম্যাক্রোস্কোপিক স্কেল), এবং / অথবা অস্বাভাবিক হিস্টোলজি বা শারীরবৃত্তীয় গঠন সম্ভবতঃ এ জাতীয় বৃদ্ধির ফলে ঘটে।

        এই ক্ষেত্রে কোষগুলি তাদের অভিন্নতা হারায়। অঙ্গটির প্রাকৃতিক স্থাপত্যের ফলস্বরূপ ক্ষতি।



        Ads 728x90