আমাদের এই মানব দেহ (এখানে সব আলোচনার স্ট্যান্ডার্ড ধরা হবে মূলত প্রাপ্ত বয়স্ক মানব দেহ ) প্রায় ১০০ ট্রিলিয়ন (১ ট্রিলিয়ন = ১ এর পর ১২ টা শুন্য হবে) কোষ দ্বারা গঠিত।
হাড়গোড় নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে বলা হয় Osteology. আমরা জানি আমাদের মানব দেহে রয়েছে কতগুলো Organ systems. যেমন:-
1 Muscular system
2 Digestive system
3 Respiratory system
4 Urinary system
5 Reproductive organs
5.1 Female reproductive system
5.2 Male reproductive system
6 Endocrine system
7 Circulatory system
7.1 Circulatory system
7.2 Lymphatic system
8 Nervous system
8.1 Peripheral nervous system
8.2 Sensory organs
9. Integumentary system
আমাদের আলোচিত হাড়গোড় হল Musculoskeletal system এর অন্তর্গত। মূলত এই Musculoskeletal system আবার muscular system ও skeletal system নিয়ে গঠিত সেই অর্থে আরো নির্দিষ্ট করে বলতে গেলে হাড়গোড় হল Skeletal system এর অন্তর্গত। ও আরেকটা কথা Musculoskeletal system এর আরেক নাম হল Locomotors system.
Skeletal System-
Major organs: Bones, Cartilages, Associated ligaments, Bone marrow
Functions: Provides support and protection for other tissues. Stores calcium and other minerals. Forms blood cells.
Cardiovascular System-
Major organs: Heart, Blood, Blood vessels
Functions: Distributes blood cells, water and dissolved materials including nutrients, waste products, oxygen and carbon dioxide. Distributes heat and assists in control of body temperature.
Nervous System-
Major organs: Brain, Spinal cord, Peripheral nerves, Sense organs
Functions: Directs immediate responses to stimuli. Coordinates or moderates activities of other organ systems. Provides and interprets sensory information about external conditions.
Lymphatic System-
Major organs: Spleen, Thymus, Lymphatic vessels, Lymph nodes, Tonsils
Functions: Defends against infection and disease. Returns tissue fluids to the bloodstream.
আমাদের মানব দেহে মোটামুটি ২০৬ টি হাড় রয়েছে। অবশ্য ব্যক্তি এবং বয়সভেদে কিছুটা ভিন্নতা দেখা যায়। যেমন- নবজাত শিশুদের দেহে ২৭০ টির মতো হাড় থাকে। পরে বয়স বৃদ্ধির সাথে সাথে কিছু হাড় একত্রিত হয়ে গেলে হাড়ের সংখ্যা কমে আসে। তো চলুন মোটামুটি ২০৬ টি হাড় দেখা একঝলকে দেখে নেয়া যাক। পরবর্তীতে প্রতিটি নিয়ে বিস্তাতারিত আলোচনা করবো।
Axial Skeleton : ৮০ টি হাড়
1. Skull with Ear : 22/28 টি হাড়
- Cranial- এটি মূলত skull এর অংশ। মোট ৮ টি হাড় নিয়ে Cranial গঠিত।
- Facial bones- এটি ও skull এর অংশ। এখানে থাকে ১৪ টি হাড়।
- In the middle ears- এখানে হাড়ের সংখ্যা ৬।
2. Spine (vertebral column): 26/ 34 bones
A fully grown adult features 26 bones in the spine, whereas a child can have 34.
- Cervical vertebrae (7 bones)
- Thoracic vertebrae (12 bones)
- Lumbar vertebrae (5 bones)
- Sacrum (1 adult/ 5 baby bones at birth, fused into one after adolescence)
- Coccygeal vertebrae/ Cordal (1 adult/ 4 baby bone)
3. Chest (thorax): ২৬ টি হাড়
- In the throat (hyoid bone) - এখানে ১ টি হাড় রয়েছে।
- Sternum (1 or 3) or breastbone
- In the thorax- Ribs (2 x 12) ২৪ টি হাড় রয়েছে thorax এ।
Appendicular Skeleton : 126 টি হাড়
1. Shoulder (scapula , clavicle)- ৪ টি হাড় রয়েছে।
2. Hand- ৬০ টি হাড় রয়েছে।
- In the arms (Humerus)- ২ টি হাড় রয়েছে।
- In the forearms (Radius-2 , Ulna-2)- ৪ টি হাড় রয়েছে।
- In the hands (Carpal-16, metacarpal-10, phalanges-28) - মোট ৫৪ টি হাড় রয়েছে।
3. Pelvic-২ টি হাড় রয়েছে।
4. Leg- ৬০ টি হাড় রয়েছে।
- Femur (2)
- Patella (2)
- tibia (2)
- Fibula (2)
- In the feet ( Tarsal-14, metatarsal-10, phalanges-28) - ৫২ টি হাড় রয়েছে।
Human Cell:
কোষ (Cell) হলো সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক। এটি জীবের ক্ষুদ্রতম জীবিত একক, অর্থাৎ একটি কোষকে পৃথকভাবে জীবিত বলা যেতে পারে। এজন্যই একে জীবের নির্মাণ একক নামে আখ্যায়িত করা হয়। ব্যাক্টেরিয়া এবং এ ধরনের কিছু জীব এককোষী। কিন্তু মানুষসহ পৃথিবীর অধিকাংশ জীবই বহুকোষী। মানবদেহে প্রায় ৩৭ লক্ষ কোটি কোষ রয়েছে ; একটি কোষের আদর্শ আকার হচ্ছে ১০ মাইক্রোমিটার এবং ভর হচ্ছে ১ ন্যানোগ্রাম। পূথিবীর বৃহত্তম কোষ হচ্ছে উটপাখির ডিম।
Cell is the structural and functional unit of living being.
Human body is build up by various types of cells. The cells are varies in size and shape. The size of the cells varies from 5-50 nanometers.
A mature ovum is the largest cell (130 nm).
A human cell mainly composted of a cell membrane, nucleolus and cytoplasm. The possible structures of human cell may be-