Tuberculinum Bovinum-টিউবারকুলিনাম বোভিনাম এর পরিচিতিঃ
উৎস- যক্ষ্মা রোগীর গুটিকা বা ফোঁড়ার পূঁজ হতে এই নোসোড ঔষধ প্রস্তুত হয়।
সমনাম- টিউবারকল ব্যাসিলাই বা যক্ষ্মাজীবাণু, মাইক্রো ব্যাকটেরিয়াম, বোভিস এবং এভিয়ার।
মায়াজম- সোরিক, সিফিলিটিক, টিউবারকুলার।
সাইড- ডানপাশ।
কাতরতা- শীতকাতর ও উভয় কাতর।
টিউবারকুলিনামের নিজস্ব কথা-
- সবিরাম জ্বর।
- ক্ষীণদেহ, রোগের পুনরাবৃত্তির প্রবণতা।
- উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত যক্ষ্মাসম্ভব অবস্থার প্রবণতা ও সহজেই রোগাক্রমন।
- রাত্রিকালে কষ্টদাযক ও সদাস্থায়ী চিন্তা।
- ঔষধটি বিশেষভাবে ফ্যাকাশে চেহারা ও সরু বুকযুক্ত ব্যক্তিদের পক্ষে ভাল খাটে।
এই ঔষধটি কিডনী রোগে উপযোগী কিন্তু ব্যবহার কালীন সময়ে অতি সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ যে সকল ক্ষেত্রে চর্ম এবং অম্লনালীর ক্রিয়া স্বাভাবিক নয় সেখানে উচ্চ শক্তির ঔষধে বিপদ ঘটতে পারে। পুরাতন মূত্রাশয় প্রদাহে খুব ভাল ও স্থায়ীভাবে কাজ করে। ! Dr. Nebel Montreux !
যক্ষ্মারোগের প্রাথমিক লক্ষণে ইহা অমূল্য ঔষধ। ঔষধটি বিশেষভাবে ফ্যাকাশে চেহারা, সরু বুকযুক্ত ব্যক্তিদের পক্ষে ভাল খাটে। উহাদের তন্ত শিথিল, ধীরে ধীরে ব্যতীত ভগ্ন স্বাস্থ্যের উন্নতি হয় না, আবহাওয়ার সামান্য পরিবর্তনেই রোগাক্রান্ত হয়ে পড়ে। রোগী সর্বদাই ক্লান্ত, সামান্য নড়াচড়া করলে অধিক ক্লান্ত হয়ে পড়ে, কাজ কম করতে চায় না, অবিরত পরিবর্তন চায়।
যখন লক্ষণ গুলো অবিরত পরিবর্তিত হতে থাকে এবং সুনির্বাচিত ঔষধেও ফল হয় না , যখন সামান্য মাত্র ঠান্ডা লাগালেই সর্দি হয় তখন এই ঔষধ বিশেষ উপযোগী
খুব তাড়াতাড়ি জীর্ণশীর্ণ হয়ে পড়ে। মৃগী রোগ, স্নায়বিক দুর্বলতা এবং স্নায়বিক প্রকৃতির পক্ষে খুবই উপযোগী। শিশুদের উদরাময়, সপ্তাহের পর সপ্তাহ ধরে চলতে থাকে, অত্যন্ত জীর্ণশীর্ণ হয়ে পড়ে, মুখমন্ডল নীলবর্ণ হয়ে যায়। মানসিক শক্তিতে খর্ব শিশু। টনসিল বিবর্দ্ধিত। চর্মরোগ তরুণ সদ্ধি প্রদাহযুক্ত বাত। রোগী শারীরিক ও মানসিক উভয় দিক হতে অত্যন্ত অনুভুতিপ্রবণ। সাধারণভাবে অবসন্নতা। স্নায়বিক দুর্বলতা, কম্পন, মৃগীরোগ, সন্ধি প্রদাহ।
Mind-মন-- টিউবারকুলিনামের মানসিক লক্ষণ গুলো পরস্পর বিরুদ্ধ প্রকৃতির উম্মত্তভাব ও বিষাদ, নিদ্রাহীণতা ও প্রগাঢ় নিদ্রা। খিটখিটে মেজাজ। বিশেষ করে জাগরিত হলে অবসাদ গ্রস্ত বিষাদভাব। Fear of dogs. Animals especially. Desire to use foul language, curse and swear.
Head-মাথা -- মস্তিস্কের গভীর স্থানে বেদনা এবং প্রচন্ড স্নায়ুশূল। সব কিছুই অপরিচিত বোধ হয়। তীব্র বেদনা, যেন একটা লোহার পাত দিয়ে চারিদিকে বেঁধে রাখা হয়েছে। মস্তিস্ক ঝিল্লীর প্রদাহ।
রোগের মারাত্মক অবস্থায় যখন ঘর্ম, মূত্রাধিক্য, উদরাময়, চর্ম-পুস্লিকা নামক উদ্ভেদ ইত্যাদি লক্ষণ দেখা যায় তখন তখন টিউবারকুলিনাম ব্যবহার করা উচিত কিন্তু একেবারে চরম অবস্থা উপস্থিত না হলে উহার পুনঃ প্রয়োগ করা উচিত নয়।
রাতে অলীক বস্তু সমূহ দেখে এবং ভয় পেয়ে জেগে উঠে। চুলের গোড়া ফুলে রক্তস্রাব এবং জট পাকান (Vinca Minor)। Crops of small boils, intensely painful, successively appear in the nose; green, fetid pus (পচা গন্ধযুক্ত পুঁজ)।
0 Comments: