Introduction of Pathology

Introduction of Pathology

The word PATHOLOGY is derived from two Greek words-

PATHOS, meaning Suffering and LOGOS, meaning Study.

প্যাথলজি চিকিৎসা বিজ্ঞানের একটি অন্যতম প্রধান বিভাগ, যে বিভাগে কি কি অবস্থায় এবং কেন সুস্থ শরীর অসুস্থ হয় অর্থাৎ রোগ কি, আর কেন এই অসুস্থতার জন্য শরীরের কোন অঙ্গের কি পরিবর্তন হতে পারে এবং এই পরিবর্তনের ক্রমাভিব্যাক্তি ও পরিণতি কি হতে পারে অর্থাৎ অসুস্থতা বা রোগের মূল কারন কি? এ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের অনুসন্ধান এবং বার বার পরীক্ষার সাহায্যে সিদ্ধান্ত যাচাই ও আলোচনা করা হয় যে বিজ্ঞানে  তাকে প্যাথলজি বা রোগ বিদ্যা বলা হয়।

Pathology
Pathology

The science of the causes and effects of diseases, especially the branch of medicine that deals with the laboratory examination of samples of body tissue for diagnostic or forensic purposes.

Pathological features considered collectively the study of the causes and effects of disease or injury and the typical behaviour of a disease condition.


সঠিক প্যাথলজি ডায়াগনস্টিক পরীক্ষার ফলাফলের ওপর সঠিক রোগ নির্ণয়ের বিষয়টি অনেকাংশেই নির্ভরশীল। আগে রোগীর নাড়ি দেখে কিংবা হাঁটাচলা দেখে রোগ নির্ণয় করা সম্ভব হলেও এখন তা প্রায় অসম্ভব। বর্তমানে যেকোনো রোগ নির্ণয়ের পূর্বশর্ত হলো রোগীর রোগের ইতিহাস, শারীরিক পরীক্ষা এবং সবশেষে বিভিন্ন প্যাথলজিকাল পরীক্ষা। এই তিনটি বিষয়ের সমন্বয় ছাড়া বর্তমানে কোনো রোগ নির্ণয় বা চিকিৎসা কিংবা পরবর্তী ফলোআপ সম্ভব নয়।

কোনো রোগী চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক রোগীর ইতিহাস জেনে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে তার ক্লিনিক্যাল ডায়াগনসিস করেন। এই ক্লিনিক্যাল ডায়াগনসিসের উপর ভিত্ত করে রোগীদের বিভিন্ন পরীক্ষা করানোর নির্দেশ দেন চিকিৎসক। তারপর রোগী যান ল্যাবরটরিতে, পরীক্ষাগুলো করানোর জন্য।

প্যথলজি কেন ? সঠিক রোগ নির্নয়ের উপর নির্ভর করে একজন রোগীর আরোগ্য হওয়ার সম্ভাবনা। মেডিকেল প্যথলজিস্টদের রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসক রোগীর নির্ভুল ব্যবস্থাপত্র প্রদান করেন।

Homeopathy and pathology

Normal function of body- Physiology
Abnormal function of body- Pathology

প্যাথলজি জানলে আমরা শরীরের কোন অর্গান কি পজিসনে আছে তা জানতে পারবো,রোগটি আরোগ্যের মধ্যে, না আরোগ্যের বাইরে, তা জানতে পারবো, আরোগ্যের মধ্যে হলে, ঔষধে সারবে, না সার্জিকাল, তা জানতে পারবো, আর আরোগ্যের বাইরে গেলে, বিষয়টি রোগীকে, বা তার বাড়ীর লোকদেরকে জানাতে পারবো,

একটা অর্গান বা সিস্টেম কতটা ক্ষতিকর স্টেজে আছে, তা জানতে পারলে পোটেনসি সিলেকশনে সাহায্য হবে, কারন অর্গান বেশী ডেসট্রাকশন হলে লো বা নিম্ন শক্তি দিতে হবে, আর অর্গান বেশী ডেসট্রাকশন না হয়ে ফাংশনাল ডিসটারবানস হলে উচ্চ শক্তির ঔষধ দিতে হয়,

প্যাথলজী জানতে পারলে আমরা রোগের ডেসট্রাকশন বা প্রলিফারেশন — ব্যাপারটি কি হচ্ছে তা বুঝতে পারি, ফলে রোগীটি কোন মায়াজমের তার আভাষ পেতে পারি, কারন— যত বেশী ডেসট্রাকশন দেখবো, তার মানে সিফিলিটিক, আর যত বেশী প্রলিফারেশন বা ইনকোঅর্ডিনেশন দেখবো, তার মানে সাইকোটিক,


Branches of Pathology:

Anatomical:  Deals gross, microscopic, chemical, immunologic and molecular examination of   organs, tissues, and whole bodies.
অঙ্গ, টিস্যু এবং পুরো শরীরের স্থূল, অণুবীক্ষণিক, রাসায়নিক, ইমিউনোলজিক এবং আণবিক পরীক্ষা করে।

Cytological: Studies and diagnoses diseases on the cellular level.

Dermatological: Deals the skin and the rest of the integumentary system as an organ.

Forensic: Determining the cause of death by post-mortem examination.

Histological:
Refers to the examination of a biopsy or surgical specimen.

Pulmonary:
Deals with diagnosis and characterization of neoplastic and non-neoplastic diseases of the lungs and thoracic pleura.

Neurological:
The study of disease of nervous system and nerve tissue.

Renal:
Study the diagnosis and characterization of disease of the kidneys.

Surgical:
Involves the gross and microscopic examination of surgical specimens, as well as biopsies.


Clinical: Concerned with the diagnosis of disease based on the laboratory analysis of bodily fluids such as blood and urine, as well as tissues, using the tools of chemistry, clinical microbiology, hematology and molecular pathology.

Hematological: Study of diseases of blood cells (including constituents such as white blood cells, red blood cells, and platelets) and the tissues, and organs comprising the hematopoietic system.

Molecular: The study and diagnosis of disease through the examination of molecules within organs, tissues or bodily fluids.

Oral and maxillofacial:
Concerned with diagnosis and study of the causes and effects of diseases affecting the oral and maxillofacial region.

Aims of Pathology:

  • Identify the cause of disease
  • Exclude the mechanisms of development (pathogenesis)
  • Follow the structural alterations of cells (morphologic changes), and
  • The consequences of changes (clinical manifestations)
Objective of Pathology:

The etiology of a disease is its cause or origin. Etiology is also the name for the study of the causes of diseases.
এটিওলজি হ'ল কোনও রোগের এর কারণ বা উৎস। এটিওলজিও রোগগুলির কারণগুলির অধ্যয়নের নাম।

Pathogenesis: The development of a disease and the chain of events leading to that disease.
প্যাথোজেনেসিস: একটি রোগের বিকাশ এবং সেই রোগের দিকে পরিচালিত ইভেন্টগুলির শৃঙ্খলা।

The pathogenesis of a disease is the biological mechanism (or mechanisms) that leads to a diseased state. The term can also describe the origin and development of the disease, and whether it is acute, chronic, or recurrent.

Morphological:
In biology and medicine, it is the study of the form and structure of organisms and their specific structural features.

In pathology, it is the visual study of the anomalies caused by diseases, called morphological anomalies. They can be seen at the naked eye - macroscopy ( macroscopical anomalies ) or by microscopy ( microscopical anomalies ).

Concept of Disease:

A disease is a particular abnormal condition that negatively affects the structure or function of all or part of an organism, and that is not due to any immediate external injury.

একটি রোগ একটি বিশেষ অস্বাভাবিক অবস্থা যা কোনও জীবের সমস্ত অংশ বা অংশের গঠন বা কার্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করে এবং এটি কোনও তাত্ক্ষণিক বাহ্যিক আঘাতের কারণে নয়।

Diseases are often known to be medical conditions that are associated with specific symptoms and signs.
রোগগুলি প্রায়শই চিকিত্সা শর্ত হিসাবে পরিচিত যা নির্দিষ্ট লক্ষণ এবং লক্ষণগুলির সাথে জড়িত।

Diseases can affect people not only physically, but also mentally, as contracting and living with a disease can alter the affected person's perspective on life.

রোগগুলি কেবল শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও মানুষকে প্রভাবিত করতে পারে কারণ একটি রোগের সাথে চুক্তি করা এবং জীবনযাপন আক্রান্ত ব্যক্তির জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।

Concept of Pathological Symptoms:

Abnormal anatomical or physiological conditions and objective or subjective manifestations of disease, but not classified as disease or syndrome.

Pathological symptoms not always lead to a disease.


Types of Hypertrophy:

Physiologic hypertrophy: Occurs due to a normal stressor. For example, enlargement of skeletal muscle with exercise.

ফিজিওলজিক হাইপারট্রফি: একটি সাধারণ চাপের কারণে ঘটে। উদাহরণস্বরূপ, অনুশীলনের সাথে কঙ্কালের পেশী বৃদ্ধি।

Pathologic hypertrophy: Occurs due to an abnormal stressor. For example, increase in the size of the heart due to aortic stenosis. Aortic stenosis is due to a change in the aortic valve, which obstructs the orifice, resulting in the left ventricle working harder to pump blood into the aorta.

প্যাথলজিক হাইপারট্রফি: একটি অস্বাভাবিক স্ট্রেসের কারণে ঘটে। জন্য
উদাহরণস্বরূপ, অর্টিক স্টেনোসিসের কারণে হার্টের আকার বৃদ্ধি। এওরটিক স্টেনোসিসটি এওরটিক ভালভের পরিবর্তনের কারণে ঘটে যা কক্ষকে বাধা দেয়, ফলস্বরূপ বাম নিদর্শনটি মহোর্তায় রক্ত পাম্প করতে কঠোর পরিশ্রম করে।

Types of Hyperplasia:

Physiologic hyperplasia: Occurs due to a normal stressor. For example, increase in the size of the breasts during pregnancy, increase in thickness of endometrium during menstrual cycle, and liver growth after partial resection.

ফিজিওলজিক হাইপারপ্লাজিয়া: একটি সাধারণ চাপের কারণে ঘটে। উদাহরণস্বরূপ, গর্ভাবস্থায় স্তনের আকার বৃদ্ধি, ঋতুস্রাবের সময় এন্ডোমেট্রিয়ামের বেধ বৃদ্ধি এবং আংশিক রিকশনের পরে লিভারের বৃদ্ধি।

Pathologic hyperplasia: Occurs due to an abnormal stressor. For example, growth of adrenal glands due to production of adrenocorticotropic hormone (ACTH) by a pituitary adenoma, and proliferation of endometrium due to prolonged estrogen stimulus.

প্যাথলজিক হাইপারপ্লাজিয়া: অস্বাভাবিক স্ট্রেসের কারণে ঘটে। উদাহরণস্বরূপ, পিটুইটারি অ্যাডিনোমা দ্বারা অ্যাড্রেনোকোর্টিকোট্রপিক হরমোন (এসিটিএইচ) উত্পাদনের কারণে অ্যাড্রিনাল গ্রন্থির বৃদ্ধি এবং দীর্ঘায়িত ইস্ট্রোজেন স্টিমুলাসের কারণে এন্ডোমেট্রিয়ামের প্রসার ঘটে।



Dysplasia is any of various types of abnormal growth or development of cells (microscopic scale) and/or organs (macroscopic scale), and/or the abnormal histology or anatomical structure presumably resulting from such growth.

In this case cells looses their uniformity. Resulting loss of natural architecture of the organ.

ডাইস্প্লাসিয়া হ'ল কোষগুলির বিভিন্ন ধরণের অস্বাভাবিক বৃদ্ধি বা বিকাশ (মাইক্রোস্কোপিক স্কেল) এবং / বা অঙ্গগুলি (ম্যাক্রোস্কোপিক স্কেল), এবং / অথবা অস্বাভাবিক হিস্টোলজি বা শারীরবৃত্তীয় গঠন সম্ভবতঃ এ জাতীয় বৃদ্ধির ফলে ঘটে।

এই ক্ষেত্রে কোষগুলি তাদের অভিন্নতা হারায়। অঙ্গটির প্রাকৃতিক স্থাপত্যের ফলস্বরূপ ক্ষতি।



Previous Post
Next Post

post written by:

DHMS (BHB), PDT and MBA

0 Comments: