প্রতিশব্দ :- ব্লক লেড , কালসীসা , সূৰ্মা , কার্বো মিনেরালিস , গ্রাফাইটিস ।
উৎস :- ইহা একটি খনিজ অংগার ।
বর্ণনা :- বিশুদ্ধ জাতীয় গ্রাফাইটিস ইংল্যাণ্ডের বরোডল খনিতে ইহা পাওয়া যায় । ইহা একটি কাল ধূসর বর্ণের , দীপ্তিময় নরম পদার্থ, কোন গন্ধ নাই ।
প্রস্তুত প্রণালী :- প্রস্তুত প্রণালী ও ব্ল্যাক লেড অর্থাৎ কাল সীসার বিচর্ণ হইতে এই ঔষধ প্রস্তুত হয় । প্রথমে উহাকে চূর্ণ করিয়া পরে তরলক্রমে ঔষধ । প্রস্তুত করিতে হয় ।
আবিষ্কার : -ডাঃ হ্যানিমান ইহা আবিষ্কার করেন ।
ধাতুপ্রকৃতি :-ইহা গভীর ক্রিয়াশীল এন্টিসোরিক ঔষধ ।
ক্রিয়াস্থান : -চর্মের উপরই ইহার প্রধান ক্রিয়া দেখিতে পাওয়া যায় । পরিপাকযন্ত্র , অন্ত্রসমূহের শ্লৈষ্মিক ঝিল্লী , গ্রন্থি , কর্ণ , মূত্রনালী , স্ত্রীলোকদের জরায়ুর উপর ইহার ক্রিয়া দৃষ্ট হয় । গৌরবর্ণ মোটাসোটা লোক । স্থুলকায় স্ত্রীলোক , যাহাদের চর্মরোগ হইবার প্রবণতা ও কোষ্ঠবদ্ধের ধাতু তাহাদের ক্ষেত্রেই গ্রাফাইটিস উত্তম ক্রিয়াশীল ।
মানসিক লক্ষণ :-
মানসিক দিক দিয়া ইহার রোগী সর্বদাই আশংকাপূর্ণ , ব্যাকুল , সর্বদাই বিষণ ও সংশয়াপন্ন । সর্ব সময়ের জন্য একটি অহেতুক অমঙ্গল সংঘটিত হইবার আশংকায় মনটি ইহার সর্বদাই চঞ্চল থাকে । মোটকথা বিষন্নতা ও নৈরাশ্যে মনটি নানা দুশ্চিন্তায় । কোনও বিষয়ে স্থির সিদ্ধান্তে উপনীত হওয়া ইহার রোগীর অসম্ভব ব্যপার । কোনও পুস্তক পাঠ করিয়া উহার অর্থ উপলব্ধি করিতে বা একটি পত্র লিখিতে অনেক সময়ের প্রয়োজন হয় । চিঠিখানি হয়ত বারবার খুলিয়া পড়ে , ঘরে তালা দিয়া পুনরায় আসিয়া দেখিয়া যায় । নিজ চিন্তাধারা ও কর্ম পদ্ধতিতে আত্মনির্ভরতার অভাব । গ্রাফাইটিসের রোগী ক্রন্দনশীল এবং গীতবাদ্য শ্রবণে বিষণ্ণতাপূর্ণ ভাবাবেগের উদয় হইতে দেখা যায় । মাঝে মাঝে নৈরাশ্যের আতিশয্যে আত্মহত্যার ইচ্ছা । দেখা দেয় কিন্তু তাহাতে অতিশয় ভীতি থাকায় উহা কার্যত সম্পাদন করিতে পারে । রোগী কোন কার্যে নিযুক্ত থাকিলেও হাত পা নাচায় ।
পরিচায়ক লক্ষণ :-
- ইহার রোগীর পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে কোন বিবেচনা বোধই থাকে না। কিভাবে পরিচ্ছন্ন থাকিতে হয় সেই বিষয়ে সম্পূর্ণ অঙ্গ ।
- রোগী শীতকাতর , কিন্তু রক্তোচ্ছ্বাসের অনুভূতির সময় গরম কাতর । আর সহ্য করিতে পারে না । কি গরম কি ঠাণ্ডা কোনও প্রকার বাতাস চায় তবে উদ্মপথে রক্তোচ্ছাসজনিত উত্তাপের উপশম কল্পে সে ঐ সময় শুধু মুক্ত বাতাস চায় ।
- রোগী গৌরবর্ণ , স্থুলদেহ ও মেদপূর্ণ, শরীর মোটাসোটা আছে বা মোটাসোটা হইতেছে অথবা পূর্বে মোটাসোটা ছিল ।
- শিশু অত্যন্ত নির্লজ্জ বেহায়া , অতিশয় বিরক্ত করে , তিরস্কার করিলেও তও নকরিতে বিরত হয় না বরং হাসিয়া উঠে । শিশুর একজিমা ও চর্মরোগ , তাহা হইতে মধুর ন্যয় রস ঝরে ।
- গাত্রচর্ম দেখিতে অস্বাস্থ্যকর , পূজ হয় , পুরাতন ক্ষত পাকিয়া উঠে ।
- কাটাফাটা চর্ম কিংবা দেপিতে কাউর গায়ের ন্যায় । তাহা হইতে চটচটে রস নির্গত হয় । চোখের পাতায় একজিমা , পাতা লালবর্ণ , পাতার ধারগুলি মাছের আঁশের মত পদার্থ জমা কিংবা মামড়ি পড়া ।
- মাথার উপর কোনও এক গোলাকার সীমাবদ্ধ স্থানে জ্বালা ।
- কোষ্ঠবদ্ধতা , মল খুব শক্ত , মল নিঃসরণে কষ্ট হয়। বাহ্যের পর মলদ্বারে ক্ষতের ন্যায় টাটানি ।
- হাতের ও পায়ের আঙ্গুলের নখের অস্বাভাবিক বিকৃতি বা বৃদ্ধি , কখন নখ অনিয়মিত বাড়ে , পুরু হয় , আবার কখনও ফাটা ফাটা দাগ হইয়া ক্ৰমশঃ নখ নষ্ট হয় ।
- অতিরিক্ত রতিক্রিয়া কিংবা শুক্র ক্ষয়ের নিমিত্ত জননেন্দ্রিয়ের দুর্বলতা ।
- পুরুষ সহবাসে অনিহা , ঋতু বিলম্বে প্রকাশিত হয় । ঋতুর পূর্বে ও পরে প্রদর স্রাব , হাজারিক স্রাব দিনরাত্রি নির্গত হয় ।
- মাথায় ও মুখে হুলফোটান বেদনা ও জ্বালা । পীড়া ডানদিকে আরম্ভ হইয়া বামদিকে যায় ।
- মাছ , মাংস , সঙ্গীত ও সঙ্গমে বিতৃষ্ণা ।
ধাতুগত লক্ষণ :-
যে সকল মোটাসোটা ( থলথলে ) ও ফর্সা এবং শীতকাতুরে স্ত্রীলোকদের কোষ্ঠবদ্ধতার ধাত ও যাহাদের দেরীতে ঋতুস্রাব হয় , তাহাদের পাড়ায় ইহা উপযোগী । ক্যালকেরিয়া কার্ব যেমন মোটা সোটা শিশুদের পক্ষে উপযোগী , গ্রাফাইটিস তেমনই মোটা সেটা বয়স্কা স্ত্রীলোকদের পক্ষে উপযোগী ।
প্রয়োগক্ষেত্র :-
চর্মপীডা , চক্ষুর পীড়া , জরায়ুর ক্যানসার , শ্বেতপ্রদর , ডিম্বাশয়ের পীড়া , স্থনের পীড়া , ক্লোরোসিস , পুং জননেন্দ্রিয় পাড়া , পাকাশয়ের পীড়া , অজীর্ণ , অশ , ভগন্দর , কর্ণপীড়া , বধিরতা , স্বরভঙ্গ , কাশি , সবিরাম জ্বর , লিভারের বিবৃদ্ধি , মেদরোগ , কোষ্ঠকাঠিন্য , টিকার কুল প্রভৃতি ক্ষেত্রে ইহা ব্যবহৃত হয় ।
প্রাফাইটিসের সহিত সোরিণাম, নেট্রাম মিউর ও পেট্রোলিয়ামের চর্মপীড়ার লক্ষণের তুলনা।
প্রাফাইটিস :–
- প্রাফাইটিসের চর্ম অধিকাংশ সময়ে ঘর্মবিহীন । যদি কোন সময়ে সামান্য ঘাম হয় তবে তাহা দুর্গন্ধযুক্ত কিন্তু পদতলে । প্রাফাইটিসের চর্মপীড়াগুলি সাধারণতঃ কানের পিছনে , হাতের তালু , কনুই , জননেন্দ্রিয় প্রভৃতির সংযোগ স্থলে ও গুহ্য প্রদেশে বেশ মোটা মোটা রস ও পূজপূর্ণ ফুস্কুড়ি আকারে দেখা যায় । মাথার উপরিভাগে ও পশ্চাতে , গালে , চক্ষুতে , লিঙ্গ প্রদেশেও এই একজিমা দেখা দেয় এবং তাহা হইতে মধুর ন্যায় গাঢ় যাব নিঃসত হয় । শীতকালেও ঠাণ্ডাতেই ইহার চর্মপীড়ার বৃদ্ধি ঘটে এবং উহা হইতে ঘন আঠাল দুর্গন্ধযুক্ত পুজাৰ হইতে থাকে । আক্রান্ত স্থান ফাটিয়া যায় কিন্তু তাহাতে বেদনা বিশেষ কিছু থাকে । দেহে সামান্য ক্ষত হইলেও উহাতে পুঁজ হয় , পুরাতন ক্ষত চিহ্নসমূহ পুনরায় পূজপূর্ণ ক্ষতে পরিণত হয় । ইহার চর্মপীড়ার প্রবণতা এত বেশী যে , সমগ্র দেহটিতে রং বেরং এর নানা প্রকার চর্মপীড়ার চিহ্ন দেখা যায় ।
নেট্রাম মিউর :-
- নেট্রাম মিউর - দাড়িতে একজিমা , ক্ষৌরকুণ্ড , সন্ধির ভাঁজে ‘ হস্তপদাদির ভঁজে , হাঁটুর ভাজে । একজিমায় রস পড়ে , অত্যন্ত চুলকায় ।
পেট্রোলিয়াম :-
- পেট্রোলিয়াম - ইহার চর্মপীড়া বেদনাপূর্ণ । প্রথমদিকে পূজ পরিমাণে অল্প ও পাতলা থাকে কিন্তু উহা ক্রমে যতই আঠাল ও গাঢ় হইতে থাকে ততই দুর্গন্ধযুক্ত হইতে থাকে । ইহার ইরাপসান ও একজিমা অনেকটা গ্রাফাইটিসের ন্যায় । কর্ণের পশ্চাতেই অধিক হয় । মাথায় উদ্ভেদ থাকে । শীতকালে ইহার উদ্ভেদসমূহ বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গ্রীষ্মকালে আপনিই কমিয়া যায় । গ্রাফাইটিসে ইরাপসান হার্পিসের ন্যায় , পেট্রোলিয়ামে একজিমার ন্যায় ।
সরিনাম :-
- নানা আকারের এবং নানা বর্ণের চর্মপীড়া ইহাতে দেখা যায়। নানা প্রকার বর্ণ বৈচিত্রের মধ্য দিয়া কোথাও বা গাঢ় বা পাতলা পঁচা গন্ধযুক্ত পূজে পরিপূর্ণ , আবার কোথাও বা একেবারে শুষ্ক প্রকৃতির অথচ দুর্গন্ধযুক্ত - কোনও কোনও ক্ষেত্রে উদ্ভেদগুলি অসংলগ্ন । আবার ক্ষেত্রবিশেষে দলবদ্ধ আকারে বিকশিত থাকিতেও দেখা যায় । ইহার চর্মপীড়ার বৃদ্ধি যদিও শীতকালে তথাপি সমগ্র রোগী হিসাবে ইহার বৃদ্ধিও যে কোনও প্রকার ভিজা বা শুষ্ক জাতীয় ঠাণ্ডায় এবং আবহাওয়া পরিবর্তনে লক্ষ্য করা যায় । চর্মপীড়ায় চুলকাইতে চুলকাইতে রক্ত বাহির হইলেও চুলকানির নিবৃত্তি হয় না । অনেক সময় কোন প্রকার উদ্ভেদ ছাড়াই প্রবল চুলকানি , রোগীর শরীর হইতে দুর্গন্ধ বাহির হয় । রোগী নিজেও গন্ধ পায় । চর্মপীড়া চাপা দেওয়া হইলে কষ্টকর শ্বাস প্রশ্বাস যুক্ত হাঁপানির আবির্ভাব হয় ।
গ্রাফাইটিসের লক্ষণ:-
ফিউলা ধাতুজনিত চক্ষু প্রদাহে । যখন কর্ণিয়াতে ( স্বচ্ছতুক ) প্রায়ই অগভীর ক্ষত হয় অথবা প্রদাহ উপস্থিত হয় , চক্ষুর পাতার ধারগুলি পুরু হয় এবং সেই পুরুস্থানের উপর মামড়ি থাকে , চক্ষু কখনও জুড়িয়া যায় , কখনও যায় না , তখন ইহা উপকারী। চক্ষুর পাতার ধারগুলি ফাটিয়া যায় , সেখান হইতে রক্তপাত হয় । দৃষ্টি শক্তির গোলমাল - এক অক্ষর দুইবার দেখে মনে হয়, অক্ষরগুলি নড়িয়া চড়িয়া বেড়ায় । সেজন্য চক্ষু হইতে জল, পড়ে ও চক্ষু জ্বালা করে । অনেক সময় চক্ষুর জলের সহিত পূজ মিশ্রিত থাকে । এই পূজ পাতলা এবং যে স্থানে লাগে তথায় হাজিয়া যায় । সেই সঙ্গে যদি নাসিকা রন্ধ্রের চারিদিকেও ফাটিয়া যায় এবং সেখানে মামড়ি পড়ে এবং নাসিকা দিয়াও হাজাকারক স্রাব নির্গত হয়।
- ইহার রোগিনী সুন্দরী , গৌরবর্ণা , মোটাসোটা। মোটাসোটা হইলেও দেহ ররক্তহীন ও দুর্বল , সামান্য কারণেই ঠাণ্ডা লাগে ও সর্দি হয় এবং প্রায়ই কোষ্ঠবদ্ধ থাকে , চর্ম খসখসে হয় , উদ্ভেদ হইতে মধুর ন্যায় রস পড়ে । ঘামে অতিশয় দুর্গন্ধ প্রভৃতি লক্ষণে গ্রাফাইটিস ব্যবহেয়।
- প্রসূতির স্তনের বোটা ফাটিয়া রক্ত পড়িলেও তথায় ক্ষত হইলে অথবা ক্ষত আরোগ্য হইবার পর ক্ষত চিহ্ন মধ্যে পুনরায় প্রদাহ ও যন্ত্রণা হইলে এবং শেষে ক্যানসারে পরিণত হইলে ও ভজন দুগ্ধ নিঃসৃত না হইলে ইহা উপযোগী ।
- ঋতু অনেক বিলম্বে দেখা দেয় , ঋতুরোধ , পরিমাণে অল্প এবং ইহার বর্ণ যেন ফ্যাকাশে ও জনের মত নির্দিষ্ট সময়ে ঋতু হয় না । রোগিনী রক্তহীন কিন্তু দেখিতে মোটাসোটা । ঋতসাবের পূর্বে উদরের উর্বভাগে চুলকায় এবং রজঃস্রাবের সময়ে উহাতে ছিভিয়া ফেলামত ব্যথা হয় । রজঃস্রাবের সময় স্বর বসিয়া যায় , সর্দি কাশি ও ঘন হয় , প্রাতে গা বমি করে ।
- প্রচুর দুর্গন্ধ এবং পরিমাণে অধিক ও দুধের ন্যায় সাদা । যেখানে লাগে সেখানে হাজিয়া যায় । ঋতুস্রাবের পরিবর্তে শ্বেতপ্রদরস্রাব দেখা যায় । বামদিকের ডিম্বকোষ ফোলে , কঠিন , স্পর্শ করা যায় না , হাত ছোয়াইলে বেদনা অনুভব হয় ।
- ডিম্বকোষদ্বয় বর্ধিত ও কঠিনতা প্রাপ্ত হয় , জরায়ু , ও ডিম্বকোষে স্পর্শানুভূতি । হাত উপরের দিকে অনেকটা তুলিলে জরায়ুতে যন্ত্রণা , জরায়ুর স্থানে নিচের দিকে ঠেলা মারা বেদনা । ইহা জরায়ুর ফুলকপির ন্যায় আঁচিল আরোগ্য করে , জরায়ু ক্যান্সার রোগের বৃদ্ধি দমন করে , ঐসব ক্ষেত্রে জ্বালা ও দুর্গন্ধ রক্তাক্ত স্রাব থাকে, ঋতুর পূর্বে যোনীদ্বারে ভীষণ চুলকানি । ঋতুকালে জননেন্দ্রিয়ের এবং দুই উরুর মধ্যবর্তী স্থানে সুস্পষ্ট হাজা ।
- প্রাফাইটিসের লক্ষণ - দুর্দমনীয় কামেচ্ছা , জননেন্দ্রিয়ের অত্যন্ত উত্তেজনা এবং রাত্রে স্বপ্নদোষ , উত্তেজনা এত প্রবল হয় যে , লিঙ্গ যোনী প্রবিষ্ট হওয়ার সাথে সাথে বীর্যপাত হইয়া যায় । হস্তমৈথুন ও অতিরিক্ত ইন্দ্রিয় চালনায় পরবর্তী ধ্বজভাঙ্গে ইহা অত্যন্ত উপযোগী । লিঙ্গাগ্রে হাজী ও ফাটিয়া যাওয়া , অণ্ডকোষের ও লিঙ্গের শোথ। অণ্ডকোষের উপর ভিজা উদ্ভেদ ও চুলকানি । মূত্ৰনলী পথে লালা মেহের ন্যায় চটচটে স্রাব।
- সকালবেলায় মুখে দুর্গন্ধ , এমনকি কাঁচা ডিমের গন্ধ এবং রােগী উহা নিজেই অনুভব করে । মাংসাহার করিলে রােগী সহ্য করিতে পারে না । বিশেষতঃ মুখের গন্ধ ও উপর একপ্রকার সিস্টিক টিউমার ( আব খুব নরম ও তুলতুলে ) হয় তাহাতেও গ্রাফাইটিস উপকারী ।
- জ্বর সকালে ৫টা , ৬টা অথবা ৭টায় এবং বিকাল ৪টা হইতে ৮টার মধ্যে কম্প হইয়া জ্বর আসে । শীতাবস্থায় পিপাসা থাকে না , শীতের সময় পা বরফের মত ঠাণ্ডা থাকে এবং রোগী গায়ে একবার শীত একবার জ্বালা অনুভব করে । উত্তাপাবস্থায় রাত্রে উত্তাপের সহিত ছটফটানি সেইজন্য বিছানায় থাকিতে পারে না বা নিদ্রাওঃ যাইতে পারে না । হাত পা খুব গরম ও অত্যন্ত জ্বালা অনুভব করে । সন্ধ্যার সময় উত্তাপ আরম্ভ হইয়া তাহা সারা রাত্রি থাকে সেই সঙ্গে মাথা ও ঘাড়ে ব্যথা । ঘর্মাবস্থায় রাত্রে প্রচুর পরিমাণে ঘর্ম হয় , সামান্য নড়িলে চড়িলে ঘর্ম হয়, ঘাম টক ও দুর্গন্ধযুক্ত । পায়ে দুর্গন্ধযুক্ত ঘর্ম এবং সেজন্য পা হাজিয়া যায় । জিহ্ব - মুখে অত্যন্ত দুর্গন্ধ , নিঃশ্বাসে যেন প্রস্রাবের গন্ধ , ঠোটে , নাকের আগায় ও নাসিকা ধারে বেদনা ও ফাটা ফাটা।
0 Comments: