অদ্ভুত লক্ষণ - Rectopen

Download Free Android Apps

Ads 728x90

অদ্ভুত লক্ষণ

হোমিওপ্যাথিক  ঔষধ কতকগুলি লক্ষণ নিয়ে তবে নির্বাচিত হয় কিন্তু যে গুলোর কোন লক্ষণ পাওয়া যায় না সেগুলি সারিতে পারে নিম্নলিখিত ঔষধ গুলির মাধমে :
  • ইপিকাক- একহাত ঠান্ডা একহাত গরম
  • লায়কও পোডিউম- একপা গরম অপর পা ঠান্ডা
  • সিফিলিনিউম- দিবা রাত্র ৫০-৬০ বার হাত ধোয়
  • জিস্কাম মেট- পশ্চাত দিকে হেলিয়ে না বসিলে প্রস্রাব হয় না
  • এলো- মুত্র ত্যাগ করিতে গেলে মল বাহির হইয়া যায়
  • থুজা- মুত্র দুই ধারে হয় একধারে হয় না
  • কুপ্রাম মেট- ক্রমাগত সাপের মতন জীভা বাহির করে
  • বেডি য়াগা- কাশিলেই হাঁচি আসে
  • স্তিক্টা- প্রতি মিনিটে একবার করিয়া কাশে
  • আর্নিকা- মাথা গরম শরীর ঠান্ডা
  • প্লাটিনা- দুই পা ফাক করিয়া ঘুমায়
  • মারসল- দাতের উপর দিকে ক্ষয় হয়ে যায়
  • মেজরিনাম- দাতের নিচের দিক ক্ষয় হয়ে যায়
  • এগারিকাচ- অনিচ্ছাকৃত চোখের পাতা নাচে
  • সানিকেউলা- দাত দিয়ে নক কাটে
  • লাইকা পদিউম- পুরুষের স্তনে দুধ
  • এমন কার্ব- দিনে সর্দি স্রাব রাত এ বন্ধ
  • কালী কার্ব- উপরে উঠিবার সময় মাথা ঘুরে
  • বরাস্ক- সিড়িতে নামিবার সময় মাথা ঘোরে
  • এলুমিনা- শিশু কেবল মাটি খাইতে চায়
  • লাক্কান- দান হাত ও বাম পা হাঁটিলে ঝির ঝির করে বা ঝাকি মারে
  • কস্তিকাম- শিশু কাশিতে কাশিতে প্রস্রাব করিয়ে ফেলে

পর্ব ২,, লক্ষণ যতই অদ্ভুত হোমিও ঔষধ ততই স্পেসিফিক,,১,, বাহ্যদেশ অত্যান্ত গরম কিন্তু থার্মোমিটারে জর উঠিতে চাহেনা,ট্যানেন্টুলাহিস
২,, দেহের আবৃত অংশে জ্বর উঠে থুজা
৩,, টিকার কারনে দেহে জ্বরউঠলে,, আর্নিকামন্ট
৪,,, ইন্জেকশনের কারনে জ্বরে থুজা
৫,,, শুধু চিরুনি দিয়ে চুল আচরানোর সময়ে চুল উঠে যায়,,,সেলিনিয়াম
৬,,, খুশকির কারনে চুল ঝরেযায়,,,এলিসেটা
৭,,, মুঠো মুঠো চুল উঠে যায়,,,ফসফরাস
৮,,,, ডাইরিয়ার পর চুলউঠে মাথা খালি হয়ে যাচ্ছে,,,লাইকো
৯,,,,,শোকের কারনে  (যুবকযুবতিদের) চুল উঠে যায় ও পাকে,,,এসিডফস
১০,,,,, চুল সরু হয়ে যায়, নেটমিউ
১১,, ভিতু লোকের চুল ফাটা ফাটা হয়,, বোরাক্স
১২,, চুলে এবংমাথার চামরায় ব্যাথা,এজাডিইন্ডিকা
১৩,, দাড়িগোফ এবংচোখের ভারুতেও খুশকি,,সেনিকিউলা
১৪,, রমনীদের মাসিকের পুর্বে মাথা ও জননেন্দ্রিয়ে চুলকানি সহ চুলউঠে ও অল্প বয়সে টাক সমস্যাহয়,সিলিকা
১৫,,, নিন্ম চোয়ালের স্থানচ্যুতিতে,,রাসটক্স
১৬,,, চুল শুস্ক এবং সহজেই জটা ধরে,সোরিনাম
১৭,, জ্বরের পরে টাক পরে,,, কেলিকা
১৮,, চটচটে স্রাব জরে এভং চুলে জটধরে,, গ্রাফা
১৯,, মাথা উষ্ণ চুলের গোরায় কুটকুট করে চলার সময় পা টলমল করে,,,কেলফস
২০,,, ঘড়িরকাটা ধরে প্রতিদিন একই সময়ে জ্বর আসে শীত অবস্থায় পানি আর উত্তাপ অবস্থায় গরমপানি পান করতে চায়,,সিড্রন
২১,, রোগীর পিত্তবমন সাথে মুখ তিতা সহ জ্বর,, নেটসালফ্
২২,, কৃপন লোকের চুল জটাধরে,,,বোরাক্স
২৩,, জ্বরে আগুন পোহাতে চায়,এবং অধিক কথা বলে,,,,লেকেসিস
২৪,,, সকাল সাত আটটায় সুর্য উটলেই জ্বর আসে,,,নেটমিউর
২৫,টাইফয়েড জ্বরের পর বধিরতা,,ফসফ
২৬,, জ্বর বিকারে ভুতপ্রেতাত্বা দেখে, এবং ভিষন ভয়ে থাকে,,বেলডো
২৭,, আক্ষেপবৎ পেশিযাতনা তাহা উত্তাপে উপসম,,মেগফস
২৮,, মাথা গরম কিন্তু সারা দেহ শিতল,,কার্বভেজ
২৯,, একদিন পরপর কাপুনি দিয়ে জ্বর আসে,,নেটমিউর
৩০,, পঁচা গ্যাস ও দুর্গন্ধ হতে উৎপন্ন জ্বরে,,এসিডকার্ব
ইত্যাদি রকমারি অদ্ভুত লক্ষণে নিশ্চিত সাফল্য পেতে হোমিওকেই বেছে নিন

Add Comments

Ads 728x90