Staphysagria-স্ট্যাফিসেগ্রিয়া এর পরিচিতিঃ
এই ঔষধটি বিশেষ প্রকার উত্তেজনাসহ স্নায়বিক পীড়া, জনণ ইন্দ্রিত ও মূত্রযন্ত্র বিষয়ক রোগে এবং চর্ম রোগে প্রয়োজন।ইহা দাঁত ও দাঁতের আবরণের উপর ক্রিয়া করে।ক্রোধ অথবা অপমানিত হওয়ার ফলে রোগ।রতিজ দুরাচার এবং সন্তোগজনিত রোগ।অত্যন্ত অভিমানী।তন্তসমূহ ছিন্নভিন্ন হলে ইহার প্রয়োজন।দাঁত তোলার পর বেদনা ও স্নায়বিকতা।সংকোচন পেশী সমূহ ছিন্ন প্রসারিত।
উৎস- দক্ষিণ ইউরোপে এক একার গাছ জন্মায় তাহার পাকা ফলের বীজ হইতে ইহার টিংচার প্রস্তুত হয়।
সমনাম- ডেলফিনিয়াম স্ট্যাফিসেগ্রিয়া, স্ট্যাফিডিস এগ্রিয়া, লাউস সীডস, লার্কস্পার।
মায়াজম- সোরিক, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলার।
সাইড- ডানদিক।
কাতরতা- উভয়কাতর।
স্ট্যাফিসেগ্রিয়ার নিজস্ব কথা-
- কামভাবের প্রাবল্য এবং তাহার কুফল।
- অতিরিক্ত ক্রোধ এবং তাহার কুফল।
- সঙ্গম বা সহবাসজনিত মূত্রকষ্ট বা শ্বাসকষ্ট।
- চক্ষে অঞ্জনি ও দাঁতে পোকা, অতিরিক্ত হস্তমৈথুন।
- অস্ত্রপচারের কুফল, যৌন বিষয় সম্বন্ধে অনবরত চর্চা করে থাকে।
পুরুষদের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া একটি শ্রেষ্ট ঔষধ। বিশেষত অতিরিক্ত যৌনকর্ম করার কারণে বা মাত্রাতিরিক্ত হস্তমৈথুনের ফলে যাদের ধ্বজভঙ্গ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বেশী প্রযোজ্য। বিয়ের প্রথম কিছুদিনে মেয়েদের প্রস্রাব সম্পর্কিত অথবা যৌনাঙ্গ সম্পর্কিত কোন সমস্যা হলে নিশ্চিন্তে স্টেফিসেগ্রিয়া নামক ঔষধটি খেতে পারেন। কারণ স্টেফিসেগ্রিয়া একই সাথে যৌনাঙ্গ সম্পর্কিত রোগে এবং আঘাতজনিত রোগে সমান কাযর্কর।
Staphysagria বিশেষ প্রকার উত্তেজনাসহ স্নায়বিক পীড়া, জনণ ইন্দ্রিয় ও মূত্রযন্ত্র বিষয়ক রোগে এবং চর্মরোগে প্রয়োজন। ইহা দাঁত এবং দাঁতের আবরণের উপর ক্রিয়া করে। ক্রোধ অথবা অপমানিত হওয়ার ফলে রোগ। রতিজ দুরাচার এবং সম্ভোগ জনিত রোগ। অত্যন্ত অভিমানী। তন্তসমূহ ছিন্নভিন্ন হলে ইহার প্রয়োজন। দাঁত তোলার পর বেদনা ও স্নায়বিকতা। সংকোচন পেশী সমূহ ছিন্ন প্রসারিত।
Mind-মন-- উগ্র প্রকৃতি।মাঝে মাঝে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়ে।চিত্ত ও উম্মাদ,বিষন্নতা।উপরে তার স্ত্রী সম্বন্ধে কি বলে সেই বিষয় অত্যন্ত অভিমানী।যৌন বিষয়গুলিতে চিন্তা করে।নির্জনতা পছন্দ। খিট্খিটে। শিশু অনেক কিছুর জন্য কান্নাকাটি করে এবং যখন দেওয়া হয় তখন সেগুলি প্রত্যাখ্যান করে।
Head-মাথা -- মাথার যন্ত্রণার জন্য জ্ঞান হারায়।হাইতোলার সঙ্গে মাথার ব্যথা দূর হয়।মনে হয় মস্তিস্ক যেন নিম্মিষিত হচ্ছে।মনে হয় কপালে যেন একটা সীসার বল রয়েছে।কানের উপরে এবং পশ্চতে চুলকানিযুক্ত পীড়কা (Oleand)।
Eyes-চোখ-- চোখের গোলকে উত্তাপ, দ্রষ্টব্যবস্ত অস্পষ্ট দেখে।বার বার অঞ্জনিকা উঠে।চোখের পাতার (Platanus)।চোখ কোটরাগত।চোখের চারিদিকে নীল বর্ণের গোলাকার দাগ।চোখের পাতার কিনরা গুলো চুলকায়।চোখের কোনে রোগ বিশেষ করে আভ্যন্তরীণ কোন দুটিতে।কনীনিকা ছিড়ে যাওয়া অথবা তীক্ষ্ণ অস্ত্রে কাটা ক্ষত।উপদংশজ উপতারা প্রদাহ তৎসহ চোখের গোলকে বিদীর্ণকর বেদনা।
Throat-গলগহ্বর-- কোন কিছু গিলার সময় খোঁচা মারা ব্যথা।এই বেদনা কান পর্যন্ত বিস্তৃত হয় বিশেষ করে বাম কানে।
Mouth-মুখগহ্বর-- ঋতুস্রাবকালে, দন্তশূল।দাঁত কালো হয়ে যায় এবং ভেঙ্গে পড়ে।লাল স্রাব, দাঁতের মাড়ি ফোপরা, সহজেই রক্ত পড়ে (Merc; Kreos)।নিম্ন চোয়ালের গ্রন্থিগুলো স্ফীত।আহারের পর ঘুম পায়।পায়োরিয়া (Plantago)।
Stomach-পাকস্থলী-- থলথলে ও দুর্বল।উত্তেজক দ্রব্যে স্পৃহা।মনে হয় ক্ষুধা যেন পাকাশয় ঝুলে পড়ছে।ধূমপানে অদম্য প্রবৃত্তি।রাক্ষুসে ক্ষুধা এমন কি পেট ভরা থাকলেও।উদরে অপারেশনের পরবর্তী বমি বমি ভাব।
Abdomen-উদর গহ্বর-- ক্রোধের ফলে শূল ব্যথা।উষ্ণ অধঃ বায়ু।শিশুদের উদর স্ফীতি তৎসহ যথেষ্ট বায়ু নিঃসরণ।উদর গহ্বরে শূলবেদনা।তৎসহ কুন্থণ।উদরে অপারেশনের পরবর্তী ভীষণ বেদনা।আবদ্ধ বায়ু।শীতল জল পানের পর কুন্থণসহ উদরাময়।কোষ্ঠকাঠিন্য (রাত্রে ও প্রাতকালে দুফোঁটা মাদার টিংচার), অর্শ তৎসহ প্রষ্টেট গ্রন্থির বৃদ্ধি।
Male-পুংজনণ ইন্দ্রিয়-- হস্তমৈথুনের পরবর্তী উপদ্রব।অবিরত কামবিষয়ক চিন্তা করে।স্বপ্নদোষ তৎসহ জীর্ণশীর্ণ চেহারা।অপরাধীর ন্যায় দৃষ্টি, রেত স্খলন, তৎসহ পিঠের বেদনা ও দুর্বলতা এবং রতি বিষয়ক দুর্বলতা।সংগমের পর শ্বাসকষ্ট।
Female-স্ত্রীজনণ ইন্দ্রিয়-- জনন ইন্দ্রিয় স্থান অত্যন্ত স্পর্শকাতর।বসলে বৃদ্ধি(Berb; Kreos)।বিবাহিতা যুবতীর মূত্রাশয়ের প্রদাহ।শ্বেত প্রদাহ।জরায়ু ভ্রংশ তৎসহ।উদরে নিমগ্নতা বোধ এবং নিতম্বের চারদিকে কামড়ানো ব্যথা।
Urinary-মূত্র-- Bladder tumors মূত্রাশয়ের অর্বুদ (বাহ্যিক এবং আভ্যন্তরীণ প্রয়োগ)।সূতিকাগারে মূত্রাশয় প্রদাহ।নব বিবাহিতা নারীর ব্যর্থমূত্র প্রবৃত্তি।মূত্রাধারের উপর চাপবোধ যেন উহা খালি হয় নাই।মনে হয় যেন মূত্রপথ বরাবর এক ফোঁটা মূত্র ক্রমাগত গড়াচ্ছে।মূত্রত্যাগ কালে মূত্রনালীতে জ্বালা।মূত্রাশয়ের মূত্রশায়ী গ্রন্থিতে যন্ত্রণা।পুনঃ পুনঃ মূত্রপাত, প্রস্রাব না করার সময়ে মূত্রনালীতে জ্বালা।(Thuja; Sabal; Ferr pic)।মূত্রত্যাগের পর কুন্থন ও বেদনা।পাথরী বের করার সময় অপারেশেরন পরবর্তী বেদনা।
Skin-চর্ম-- মাথা, কান, মুখমন্ডল ও দেহের উপর একজিমা, পুরু মামড়ি।শুস্ক ও প্রবল চুলকানিযুক্ত।একস্থানে চুলকাতে আরম্ভ করলে অন্যস্থানে আরম্ভ হয়।ডুমুরের মত বোঁটা যুক্ত ঝোলানো আঁচিল (থুজা)।আংগুলের গাঁটগুলো স্ফীত। Night-sweats.
Extremities-অঙ্গ প্রত্যঙ্গ-- পেশীসমূহ, বিশেষত পায়ের ডিমের পেশীসমূহ থেতলানো রোধ হয়।পিঠে বেদনা, ভোর বেলা ঘুম হতে উঠার পূর্বে বৃদ্ধি।হাত পায়ের উপর কেউ মারধর করছে এমনবোধ এবং বেদনাযুক্ত সন্ধিগুলো শক্ত।Crural neuralgia (পায়ের হাঁটু থেকে পা সম্পর্কিত,বাতরোগবিশেষ)।নিতম্ব দেশে অপ্রবল কামড়ানি ব্যথা-উহা জানু সন্ধি এবং পিঠের নিম্নাংশ পর্যন্ত বিস্তৃত হয়।
Modalities-রূপসমূহ, হ্রাস /বৃদ্ধি
Worse-বৃদ্ধি-- ক্রোধে, ক্ষোভে, দুঃখে, মর্মান্তিক বেদনায়, দেহস্থ তরল পদার্থের ক্ষয়ে, হস্তমৈথুনে, অত্যধিক রতি ক্রিয়ায়, ধূমপানে, বেদনাযুক্ত অংশে মৃদু স্পর্শে।
Better-হ্রাস/উপশম-- প্রাতঃকালীন আহারের পর, উত্তাপে, রাত্রিকালীন বিশ্রামে।
Relationship-সম্বন্ধ/সম্পর্ক
Inimical- ক্ষতিকারক: Ranunc bulb. রানাণ কিউলাস বাল্ব।
Complementary- অনুপূরক: Caust; Colocy. কষ্টিকাম, কলোসিন্থ।
Compare- তুলনীয়: Ferrum pyrophos (tarsal cysts); Colocy; Caust; Ign; Phos ac; Calad. ফেরাম পাইরোফেল (tarsal cysts), কষ্টিকাম, কলোসিন্থ, ইগ্নে, এসিড ফস, ক্যালাডিয়াম।
Antidote- প্রতিষেধক: Camph.ক্যাম্ফর।
Dose-মাত্রা--Third to thirtieth potency.
Reference:
Materia Medica and Repertory by William Boericke
0 Comments: