সরলান্ত্র নির্গমন_Prolapsus Ani

সরলান্ত্র নির্গমন_Prolapsus Ani

সরলান্ত্র নির্গমন( Prolapsus Ani)

গুহ্যদ্বার দিয়ে সরলান্ত্র বের হয়ে পড়ে। ইহা বালক ও বৃদ্ধদের বেশী দেখা যায়। কারণ - দীর্ঘকাল স্থায়ী রক্ত আমাশয় বা উদারাময় রোগে,বেগ দিয়ে মল বের করার জন্য সরলান্ত্র নির্গমন হয়। এছাড়াও অর্শ,কোষ্ঠকাঠিন্যের জন্য কোঁথ পেড়ে মলত্যাগ করার প্রধান কারণ। ক
লক্ষণ অনুসারে হোমিও ঔষধ -

Prolapsus Ani

✅ নাক্স ভমিকা -স্বাভাবিক কোষ্ঠবদ্ধ ধাতুবিশিষ্ট ব্যক্তিগণের অসুখে ইহা উপযোগী এবং  শিশুদের ক্ষেত্রে ও ইহা উপকারী। 
✅ ক্যালকেরিয়া কার্ব - শিশু ও গণ্ডমালা ধাতু বিশিষ্ট ব্যক্তিদের পীড়ায় ইহা উপকারী। 
✅ পেডোফাইলাম - ইহা সরলান্ত্রের প্রধান  ঔষধ। মলত্যাগের  সময় বা পরে সরলান্ত্র বের হলে  এবং শিশু ও বৃদ্ধ সকলের জন্য উপযোগী। 
✅ মার্কুরিয়াশ কর-   রক্তামাশয় বা উদরাময় রাগের সময় বেগ দেওয়ার জন্য সরলান্ত্র বের হলে ব্যবহার্য।
✅ ইগ্নেসিয়া- কোষ্ঠবন্ধ  বা অতি কষ্টে মল বের, অর্শ বলি বের হলে  ব্যবহার্য। ইহা ব্যবহারে অনেক সময় সরলান্ত্রের উপকার হয়।

আনুসঙ্গিক নিয়মঃ মলত্যাগের পর আঙুল দিয়ে গুহ্যদ্বারের মধ্যে সরলান্ত্র প্রবেশ করে দেবেন। একখানা নেকড়া নেংটির মতো করে পরবেন সরলান্ত্র বের না হয়। গুহ্যদ্বার ফোলা ও বেদনাযুক্ত জ্বালা হলে বরফের জলে নেকড়া ভিজিয়ে এতে দেবেন। 

পথ্য- কোষ্ঠবন্ধতা যাতে না হয় সেজন্য খাবারের দিকে লক্ষ রাখবেন। কাচা পেঁপে, পোটল,ডুমুর,মানকচু,ওল ইত্যাদি উপকারী। লঘু ও তরল খাদ্য খাওয়া উচিৎ।


Previous Post
Next Post

post written by:

DHMS (BHB), PDT and MBA

0 Comments: