Rauwolfia Serpentina_রাওলফিয়া সার্পেন্টিনা

Rauwolfia Serpentina_রাওলফিয়া সার্পেন্টিনা

 Rauwolfia Serpentina_রাওলফিয়া সার্পেন্টিনাঃ
 
ইহা ভারতীয় ঔষধ (Indian Medicine)। বাংলাদেশে ছোট চাঁদা নামে পরিচিত।

রোগীক্ষেত্রে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলতে পারি- যারা দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, এলোপ্যাথিক ঔষধ যাদের সামান্যই কিছু সময়ের জন্য উপশম দিতে সক্ষম হয়- তারা এই অমূল্য ঔষধটি একবার হোমিওপ্যাথিক নিয়মানুযায়ী খেয়ে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না।

রাওলফিয়া অন্যান্য এলোপ্যাথিক ঔষধের মত রক্তের চাপ আশংকাজনকভাবে দ্রুত কমিয়ে আনে না। বড়ং ধীরে ধীরে স্নায়ুবিধানের রক্ত সরবরাহের অসংগতি বা ত্রুটি নিরাময় করে রক্তের চাপ স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে। নিয়মিত পরিমিত মাত্রায় খেলে ‌খুব অল্প দিনের মধ্যেই এর প্রভাব অনুভব করা যায়। অনিদ্রার মত জটিল ও কষ্টদায়ক সমস্যার সমাধান করে ফলে নিদ্রা স্বাভাবিক হয়।

জাভা ও মালয় দেশে এই ঔষধটি বহুভাবে ব্যবহার ব্যবহৃত হইয়া থাকে। ইহাকে সর্প বিষনাশক (Snake Poison) বলা হয়। কথিত আছে গাছটি বাড়িতে থাকলে সর্প দংশনের আশঙ্কা থাকে না।

প্রাচীন গ্রন্থসমূহে ইহার নিদ্রাকারক (Sedative) গুণের উল্লেখ আছে এবং ঐ গুণটি পরীক্ষিত। বিহার অঞ্চলে শিশুকে এই ঔষধ দ্বারা গৃহমধ্যে নিদ্রিত করিয়া, মায়েরা কাজর্মে বাহিরে চলিয়া যান এবং ফিরিয়া আসিয়া শিশুকে জাগাইয়া লন। ঐসব অঞ্চলে ইহা “পাগলাকা দাওয়াই” [Medicine for Mad]  বলিয়া বাজারে বিক্রি হইয়া থাকে। 
Rauwolfia Serpentina


ফলতঃ উম্মাদ রোগের বহু পেটেন্ট ঔষধে ইহা একটি বিশেষ উপাদান রূপে ব্যবহৃত হয় এবং আয়ুর্বেদ শাস্ত্রে (In Ayurved) উম্মাদ রোগে ইহার শিকড় (Root) ব্যবহার করা হয়ে থাকে।

এই ঔষধটি ভারতে বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক পরীক্ষিত হইয়াছে। তাঁহারা প্রবল ও তরুণ উম্মাদ রোগে এবং উচ্চ রক্তচাপ (High blood-presser) লক্ষণে এই ঔষধটির শিকড় ২০ হইতে ৩০ গ্রেণ মাত্রায় দিনে দুইবার ব্যবহার করিয়া যথেষ্ট উপকার পাইয়াছিলেন এবং রক্তচাপ কমিতে দেখিয়াছিলেন। (Indigenus Drugs of India)

আমেরিকার মেসচুসেটস মেমোরিয়াল হাসপাতালে এই ঔষধটির পরীক্ষা হইয়াছিল এবং সেখানে প্রমাণিত হয় যে ইহা উচ্চ রক্তচাপ কমাইয়া আনে এবং রোগীর স্নায়বিকতা, শিরঃপীড়া এবং অনিদ্রা দূর করে। (অমৃত বাজার পত্রিকা, ২৮শে ফেব্রুয়ারী, ১৯৫৩)

উন্মাদ রোগেও রাওলফিয়া সাফল্যজনকভাবে হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহার হয়। সর্বপরি যে সমস্ত অসুস্থতায় মস্তিস্কের স্নায়ু আক্রান্ত ও দুর্বল হয়। রক্ত সঞ্চালনে ব্যা‌ঘাত জনিত কারণে রক্তচাপ বৃদ্ধি পায়, সে সমস্থ ক্ষেত্রে রাওলফিয়ার ব্যবহার খুবই কার্যকরী।

অনিদ্রা- স্নায়বিক উত্তেজনার কারণে অনিদ্রা রোগে ইহা একটি উৎকৃষ্ট ঔষধ; ঔষধ প্রয়োগের অনতিকালমধ্যেই রোগী নিদ্রার কোলে শান্তি লাভ করে।

স্নায়বিক উত্তেজনাগ্রস্ত তরুণ উম্মাদ রোগে ইহার ব্যবহার আছে। স্নায়বিক উত্তেজনা কমাইয়া আনিয়া রোগীকে সুস্থির করে। ঔষধ সেবনের ৭ দিনের মধ্যে ইহা দ্বারা অনেক তরুণ উম্মাদ রোগী আরোগ্য লাভ করিয়াছে।

এই ঔষধটির প্রধান ব্যবহার উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার রোগে। ইহা স্নায়বিধানের উত্তজনা জনিত শিরঃপীড়া, অনিদ্রা প্রভৃতি কষ্ট দূর করে, এবং কোন যান্ত্রিক বিকার না থাকিলে রোগীর সমস্ত উপসর্গ দূরে করে।

মাত্রাঃ পুর্ণ বয়ষ্কের ক্ষেত্রে ১০ হইতে ৩০ বিন্দু প্রত্যহ দুইবার ব্যবহার করা যেতে পারে।  

পূর্ণ বয়স্কদের শারীরিক অবস্থা, উচ্চ রক্তচাপ বা রক্তচাপ এর মান এর তারতম্যের গুরুত্ব অনুযায়ী ১৫ ফোঁটা প্রয়োজনে ১০ মিনিট পর পর খাওয়ানো যেতে পারে। নিয়মিত সেবনের জন্য ৫ ফোঁটা করে সামান্য গরম পানির সাথে দিনে ২ বার খালিপেটে খেতে হবে।
 
 
 
 
Previous Post
Next Post

post written by:

DHMS (BHB), PDT and MBA

0 Comments: