Apis Mellifica_এপিস মেলিফিকা

Apis Mellifica_এপিস মেলিফিকা

Apis Mellifica_এপিস মেলিফিকা

Comparative Materia Medica

Type something in the input field to search the table for first names, last names or others:


  • মৌমাছি হুল ফুটালে যেরুপ জ্বালা যন্ত্রণা হয়, সেরুপ জ্বালা যন্ত্রনা, অত্যন্ত স্পর্শকাতরতা, রোগ লক্ষণ সমূহ তীব্র ও দ্রুতবেগে আসে।
  • সমস্ত শরীরে বা চোখের নিচের পাতায় শোথ বা ফোলা।
  • তৃষ্ণার অভাব, ঘামের অভাব, প্রস্রাবের পরিমাণ কম।
  • অত্যন্ত বিমর্ষ ও অতি সহজেই কেঁদে ফেলে, যেন না কেঁদে থাকতে পারে না, খিটখিটে স্বভাব, অত্যন্ত ব্যস্ত ও চঞ্চল।
  • কোন কাজ করতে গেলে হাতের জিনিস পরে যায়।
  • ডিম্বাকোষে থেৎলানো বেদনা।

Acts on cellular tissues causing śdema of skin and mucous membranes. The very characteristic effects of the sting of the bee furnish unerring indications for its employment in disease. Swelling or puffing up of various parts, śdema, red rosy hue, stinging pains, soreness, intolerance of heat, and slightest touch, and afternoon aggravation are some of the general guiding symptoms. Erysipelatous inflammations, dropsical effusions and anasarca, acute, inflammation of kidneys, and other perenchymatous tissues are characteristic pathological states corresponding to Apis. Apis acts especially on outer parts, skin, coatings of inner organs, serous membranes. It produces serous inflammation with effusion, membranes of brain, heart, pleuritic effusion, etc. Extreme sensitiveness to touch and general soreness is marked. Constricted sensations. Sensation of stiffness and as of something torn off in the interior of the body. Much prostration.

Contact

Get in touch, or swing by for a cup of coffee.

সুচিপত্র বিস্তারিত আলোচনা
সমনাম এপিয়াম ভাইরাস, মৌমাছির বিষ।
উৎস খনিজ।
প্রুভার ডা.ফ্রেডারিক হামফ্রেইজ।
ত্রিয়াস্থল মন, চক্ষু, ডিম্বকোষ, কিডনী, মূত্র থলি, গল নালী, সিরাস গ্ল্যান্ড ও চর্ম।
ঔষধের নিজস্ব কথা (১) মূত্র স্বল্পতা ও মুত্রকষ্ট।
(২) জ্বালা ও ফোলা, চোখের নিম্নপাতা ফোলা।
(৩) স্পর্শকাতরতা ও গরমকাতরতা।
(৪) সূচীবিদ্ধবৎ বেদনা। পিপাসাহীনতা।
মানসিক লক্ষণ
  • অন্য মনস্ক, পূর্ন মনোযোগ দেয়া সম্ভব নয়।
  • উদাসিনতা এবং বিরক্তী।
  • হাত হইতে দ্রব্য পড়ে যাওয়া, অন্য মনস্ক হইয়া কিছু পড়ে গেলে হাসিয়া ফেলা।
  • অচেনা ভাব, স্মৃতি শক্তি দূর্বলতা।
  • সর্বদা কাদে, শিশুগন কর্বদা ঘ্যান ঘ্যান করে কাদে এবং নিদ্রাবস্থায় চিতকার দিয়ে উঠে।
  • শিশুকে সন্তষ্ট করা খুব মুশকিল।
  • একা থাকতে ভয়, ব্যাস্ত এবং অস্থিরতা।
  • বিধবাগনের যৌন সংগম করতে ইচ্ছা বৃদ্ধি পায়।ততসহ ঈর্ষা পরায়ন।
  • অত্যান্ত অস্থিরতা।
  • নির্বধ ও সন্দেহ প্রবন।
চরিত্রগত লক্ষণ
  • ইহার শিশু ভয়ানক বদ মেজাজী। রাগ ও বিরক্তির জন্য পীড়ার উতপত্তি।
  • দিনরাত কেবল ঘ্যান ঘ্যান করে কাদে। কোলে লইয়া ঘুরে বেড়াইলে চুপ করে থাকে। বা আরাম পায়, চুপ করে।
  • খোলা বাতাসে সহ্য হয় না। ইহার যন্ত্রনা গরমে, ঠান্ডা প্রয়োগে, ঠান্ডা বাতাসে কোন কিছুতেই উপশম হয়না। বরং বৃদ্ধি পায়।
  • যে কোন বেদনাই হোক রোগী সহ্য করতে পারে না। কাতর হইয়া পড়ে। কেউ সান্তনা দিলে আরো অসহ্য হয়।
  • সর্ব শরীর ঠান্ডা, কিন্তু মুখ মন্ডল ও নিশ্বাস গরম, কপালে ও মাথায় চট চটে ঘাম।
  • এক দিকের গাল হরম, লাল ও অন্যটি ফ্যাশে, ঠান্ডা।
  • রাত্রি ১২টার পর থেকে উপসর্গ থাকে না।
  • পায়ের তলা জ্বালা সে জন্য পা বিছানায় বাহিরে রাখে।
  • রোগ অল্প হোক আর বেশি হোক যন্ত্রনা মোটেই সহ্য করতে পারেনা।
  • সকল উপসর্গ রাত্রে বেশি।
  • দন্তশুলে গরম জল মুখে নিলে যন্ত্রনা বৃদ্ধি পায়।
  • বর্হি বায়ু আসিয়া উত্তপ্ত ঘরে প্রবেশ করে দন্তশুল বাড়ে।
  • মল পাতলা জ্বলের ন্যায় সবুজ রংয়ের মত, গরম ও দুগন্ধ যুক্ত মল, মল দ্বার হাজিয়া যায়।
হ্রাস-বৃদ্ধি বৃদ্ধিঃ গরম ঘরে, উত্তাপ ও নড়াচড়ায়, রাতে। হ্রাসঃ ঠান্ডা, গোসলে, মুক্ত বাতাসে।
ওষুধের সাথে সম্পর্ক
  • অনুপূরক ঔষধঃ Natrium Muriaticum
  • পরবর্তী ঔষধঃ Arnica Mont, Arsenic Alb, Graphitic, Idiom, Lycopodium, Pulsatila, Natrum Mur, Stramonium, Sulphar.
  • শত্রুভাবাপন্ন ঔষধঃ Rhus toxicodendron
  • প্রতিষেধক ঔষধঃ এসিড কার্বলিক, এসিড লাকেসিস, ক্যানথারিস, ইপিকাক, লিডমপাল, নেট্রামা মিউর, প্লানটেগো
ক্রিয়াকাল ৭-১৫ দিন।

Note that we start the search in tbody, to prevent filtering the table headers.

Previous Post
Next Post

post written by:

DHMS (BHB), PDT and MBA

0 Comments: