হোমিওপ্যাথিক ঔষধের নিজস্ব কথা - Rectopen

Download Free Android Apps

Ads 728x90

হোমিওপ্যাথিক ঔষধের নিজস্ব কথা

হোমিওপ্যাথিক ঔষধের নিজস্ব কথা

Comparative Materia Medica

Type something in the input field to search the table for first names, last names or others:

চিকিৎসকের গুণাবলী

চিকিৎসার গুরুদায়িত্ব গ্রহণ করিবার পূর্বে চিকিৎসকের কি কি বিষয়ে গুণ ও জ্ঞান থাকিতে হইবে তাহা নিম্নে আলোচিত হইলঃ
চিকিৎসকের গুণাবলী
১। রোগ সম্বন্ধে জ্ঞান।
২। ঔষধের আরোগ্যকারী শক্তি সম্বন্ধে জ্ঞান।
৩। ঔষধ প্রয়োগ সম্পর্কিত জ্ঞান।
৪। আরোগ্যের বিঘ্ন দূর করার জ্ঞান।
৫। রোগের গতিধারা, অবস্থা, পরিণতি সম্পর্কিত জ্ঞান।
৬। মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান, তাহাদের ক্রিয়া ও পরস্পরের সম্পর্কে জ্ঞান।
Medicine ক্রিয়াস্থল ঔষধের নিজস্ব কথা মানসিক লক্ষণ Modalities
Aconit Nap মন, মস্তিষ্ক, হৃদপিন্ড, রক্ত সঞ্চালন, শ্লৈষ্মিক ঝিল্লি। আকস্মিকতা ও ভীষণতা। মৃত্যুভয় ও অস্থিরতা। পিপাসা ও জ্বালা। প্রচন্ড শীত বা প্রচন্ড গরমের প্রকোপ ভীষনভীতি , ও উৎকন্ঠা। মৃত্যুভয় ও অস্থিরতা,(মৃত্যুর সময় নির্দেশ বা তারিখ বলে)। সর্বদাই পরিবর্তনশীল মন। ভয়ে কাতর হইয়া পড়ে। লোক সমাগমে যাইতে চায় না। রোগীর অস্থিরতা, মানসিক অবসাদ হেতু ছটফটানি। বৃদ্ধি: সন্ধ্যাকালে, বিছানা থেকে উঠিলে, গরম ঘরে,আক্রান্ত পাশ্ব শয়ন করিলে, ভয় পাইলে।উপশম: মুক্ত বাতাসে।
Agnus Cast Mind, sexual organs (male and female), anus, nerves, eyes. অতিরিক্ত ইন্দ্রিয় সেবাজনিত ধাতুদৌর্বল্য। অতিরিক্ত হস্তমৈথুন বা পুনঃপুনঃ গণোরিয়া বশতঃ ধব্জভঙ্গ দোষ। আত্মহত্যার ইচ্ছা, স্মৃতিশক্তির দুর্বলতা। প্রসূতির স্তনে দুধের অভাব। নিদারুন বিষন্নতা। স্নায়বিক ও মানসিক দুর্বলদতা। অতিরিক্ত হস্তমৈথুন বা পুনঃপুনঃ গনোরিয়াবশত ধ্বজভঙ্গ, ইন্দ্রিয় শীতল ও ঝুলিয়া পড়ে। কামেচ্ছা চলিয়া যাওয়া। বমি বমি ভাব, মনে হয় যেন নাড়ীভুড়ি নীচের দিকে নামিয়া যাইতেছে। মল নরম কিন্তু একটু বাহির হইয়া আবার ভিতরের দিকে ঢুকিয়া যায়। জরায়ুর শিথিলতা সহ লিউকোরিয়া, প্রসবান্তে স্তনদুগ্ধ লোপ, তৎসহ বিষাদ। প্রসূতির স্তনে দুগ্ধের অভাব, শিশু দুগ্ধ পায়না। বৃদ্ধিঃ যৌন অপব্যবহারে, মচকানো অথবা ভারোত্তোলন, গরমঘরে, স্পর্শে, নড়াচড়ায়, নিচে বসতে গেলে, হাঁটলে। হ্রাসঃ খোলা বাতাসে, চাপে, বিশ্রামে।
Acid Phos মন, স্নায়ু, কিডনি, পেশী, বিপাক, অন্ত্র, মূত্রগ্রন্থি, চামড়া, অস্থি, জননযন্ত্র। অবসাদ বা অবসন্নতা। দুধের মত সাদা প্রস্রাব বা ঘন ঘন প্রচুর প্রস্রাব। উদরাময়ে উপশম এবং মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসারণ। সম্পূর্ণ তন্দ্রাচ্ছন্নভাব বা উদাসভাব। Faysal। বৃদ্ধিঃ জৈব তরল পদার্থের অপচয়ে, বিশেষত: শুক্রক্ষয়ে, অত্যধিক যৌনক্রিয়ায়, অতিরিক্ত ভার উত্তোলনে, মানসিক বিষাদে, কথা বললে, দুঃখে, সঙ্গীতে ,ঠান্ডায় ,বায়ু প্রবাহে। উপসমঃ অল্প নিদ্রায়,গরমে,চাপনে, সঞ্চালনে।
Acid Nitric Faysal। স্রাবে দূর্গন্ধ, বিশেষতঃ প্রস্রাবে। শ্লৈষ্মিক ঝিল্লি ও চর্মের সন্ধিস্থলে ক্ষত বা ফেঁটে যাওয়া। কাটা ফোঁটার মত ব্যথা। গাড়ীতে চড়ে বেড়ালে উপশম, দুধে বৃদ্ধি। Faysal। Faysal।
Allium Cepa Faysal। নাসিকা হতে ক্ষতকর শ্লেষ্মাস্রাব। পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চার। কানে কটকটানি, পায়ে ঠান্ডা লেগে কষ্টকর প্রস্রাব। অস্ত্রপচারের পর স্নায়ুশূল, প্রসবের পর স্নায়ুশূল। Faysal। Faysal।

Note that we start the search in tbody, to prevent filtering the table headers.

Add Comments

Ads 728x90