জীববিজ্ঞান_পরীক্ষার সাজেশন

জীববিজ্ঞান_পরীক্ষার সাজেশন

জীববিজ্ঞান_পরীক্ষার সাজেশন
প্রথম বর্ষ 
বিষয় কোড- ১০১

১. প্রোটোপ্লাজম কাহাকে বল ? প্রোটোপ্লাজমের ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা কর 
২. দৈহিক কোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য লিখ
৩. চিত্রসহ মাইটোকন্ড্রিয়ার বর্ণনা কর
৪. কলা কি ? বিভিন্ন প্রকার সরল কলার বর্ণনা কর
৫. মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে পাঁচটি পার্থক্য লিখ
৬. যোজক কলা কি ? উহার কাজ ও বৈশিষ্ট্যসমূহ লিখ
৭. চিত্রসহ ছোলাবীজের গঠন বর্ণনা কর
৮. ব্যাকটেরিয়া কী ? ব্যাকটেরিয়ার আকৃতিগত শ্রেণিবিন্যাস কর
৯. ব্যাকটেরিয়া উদ্ভিত না প্রাণী ? কারণ দর্শাও
১০. ব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরূত্ব লিখ
১১. চিত্রসহ অ্যামিবার ব্যাখ্যা কর
১২. শ্বসন বলিতে কী বুঝ ? কুনোব্যাঙের ফুসফুসীয় শ্বসনের বর্ণনা দাও।
১৩. ব্যাঙের স্ত্রী-জননতন্ত্রের চিহ্নিত চিত্র অংকন কর
১৪. কুনোব্যাঙের রেনাল পোর্টালতন্ত্রের বর্ণনা দাও
১৫. নেফ্রন কি ? উহার কাজ বর্ণনা কর
১৬. জীববিজ্ঞান(Biology)-কাহাকে বলে ?
১৭. জীববিজ্ঞানের মূল বিষয়গুলো কী কী?
১৮. জীববিজ্ঞানের শাখাসমূহ কী কী?
১৯. জীববিজ্ঞান পাঠের প্রয়োজনিয়তা
২০. জীব ও জড়ের মধ্যে পার্থক্য লিখ
২১. উভচর প্রাণীর চারটি বৈশিষ্ট্য লিখ


সংক্ষেপে উওর দাওঃ
  1. ছত্রাক
  2. অনুচক্রিকা
  3. মাইটোসিস
  4. খাদ্য গহবর
  5. ভাজক কলা
  6. ক্রোমজোম
  7. আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
  8. ডরসাল ধমনী
  9. সরোসিস
Biology


জীব বিদ্যাঃ
  • জীবনের সংজ্ঞা। 
  • প্রোটোপ্লাজমের বর্ণনা। 
  • জীব বিজ্ঞান এবং এর শাখা সমূহ। 
  • জীবের বৈশিষ্ট্য। 
  • জীব ও জড়ের মধ্যে পার্থক্য। 
  • উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য।

উদ্ভিদ কোষঃ
  • আদর্শ উদ্ভিদ কোষের অংশ সমূহ ও তাদের কার্যাবলী। 
  • কোষের বিভাজন (মাইটোসিক ও মেডাসিক)। 
  • কলা সমূহের প্রাথমিক ধারণা এবং উদ্ভিদ কোষ কলা টিস্যু সিসটেম।

পুষ্প বিন্যাস, ফুল, ফল ও বীজঃ
  • পুষ্প বিন্যাস (রেসিমোর্স ও মাইমোজ টাইপ)। 
  • একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ এবং তাদের কার্যাবলী। 
  • পরাগায়ন ও গর্ভধারণ। 
  • একটি আদর্শ ফলের অংশ সমূহ এবং বড় আকারের ফল সমূহ। 
  • বিভিন্ন রকমের ফল। 
  • একটি আদর্শ দ্বিবীজপত্রী ও একবীজপত্রী বীজের অংশ। 
  • বীজের অংকুরোদমের প্রয়োজনীয় কার্যাবলী।

প্রোটোফাইটঃ
  • ব্যাকটেরিয়া সম্বন্ধে প্রাথমিক ধারণ। 
  • ভাইরাস সম্বন্ধে প্রাথমিক ধারণা।

ছত্রাকঃ
  • পেরিনসিলিয়াম নোটেটাইম এর বর্ণনা।

উদ্ভিদ বিদ্যাঃ
  • সোলানেসী পরিবার (ডাইকট) বর্ণনা। 
  • লিলিয়েসী পরিবার (মানকাট) বর্ণনা।

উদ্ভিদের শরীর তত্ত্বঃ
  • সালেক সংশ্লেষণ সম্পর্কে প্রাথমিক ধারণা। 
  • শ্বাস-প্রশ্বাস সম্বন্ধে প্রাথমিক ধারণা।

ব্যবহারিকঃ
  • পিয়াজের খোলস হতে উদ্ভিদ কোষ পরীক্ষণ ও মূল্যের ব্যবচ্ছেদ পরীক্ষণ।
  • অনন্ত কমলালেবু থেকে পেনিমিলিয়াম নোটেটামেন পরীক্ষণ।
  • ধুথুরা ফুলের পরীক্ষণ (সোলানেসী পরিবার)।
  • ফাইলেরিয়া পর্যন্ত প্রাণী রাজ্যের শ্রেণী বিভাগ (দলীয় বৈশিষ্ট্য উদাহরণসহ)।
  • এ্যামিবারের জীবনচক্র।
  • ব্যাঙের জীবনচক্র।




Previous Post
Next Post

post written by:

DHMS (BHB), PDT and MBA

1 comment: