হোমিওপ্যাথির নিয়মনীতি_পরীক্ষার সাজেশনপ্রথম বর্ষবিষয় কোড- ১০১
1. হোমিওপ্যাথি শব্দের উৎস লেখ এবং হোমিওপ্যাথি কাকে বলে?
2. হোমিওপ্যাথি নিয়মনীতি পাঠের প্রয়োজনীয়তা সংক্ষেপে লিখ।
3. সুস্থ মানবদেহে ঔষধ পরীক্ষণের উদ্দেশ্য লিখ।
4. রোগ কি? উহার শ্রেণীবিভাগ কি কি?
5. হোমিওপ্যাথিতে রোগের লক্ষণ বলতে কী বোঝায় ?
6. মানসিক , দৈহিক , চরিত্রগত , অদ্ভুত , ধাতুগত , লক্ষণের দুইটি করে উদাহরণ দাও।
7. লক্ষণ ও চিহ্নের মধ্যে পার্থক্য কি ? দুইটি করে উদাহরণ দাও।
8. সূক্ষমাত্রা বা ক্ষুদ্রতম মাত্রা কাহাকে বলে?
9. চিকিৎসকের প্রধান উদ্দেশ্য কি?
10. আদর্শ আরোগ্য বলিতে কি বুঝ?
11. এলোপ্যাথিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার পার্থক্য কি ?
12. রোগ চিকিৎসায় লক্ষণ সমষ্টির প্রয়োজনীয়তা কি ?
13. জীবনীশক্তি, রোগশক্তি ও ঔষধশক্তির মধ্যে পার্থক্য কি?
14. চিররোগ ও অচিররোগের বৈশিষ্ট্য আলোচনা কর।
15. মায়াজম কি?মায়াজম (Miasm) কত প্রকার ও কি কি?
16. হোমিওপ্যাথির মূলনীতিসমূহ কি কি ?
17. ভেষজ কাহাকে বলে? ভেষজ ও ঔষধের মধ্যে পার্থক্য কি?
18. হোমিওপ্যাথিক ঔষধের উৎসসমূহ কি কি ?
19. ঔষধের রোগারোগ্য ক্ষমতা কিসের উপর নির্ভর করে।
20. ভেষজ পরীক্ষা কাহাকে বলে ?
21. ঔষধ পরীক্ষার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা কি ?
22. সুস্থ মানুষের উপর ঔষধ পরীক্ষার যৌক্তিকতা কি ?
23. ঔষধের শক্তিকরণ বলতে কি বুঝ ?
24. দশমিক, শততমিক, পঞ্চাশ সহস্রতমিক রীতির সংক্ষিপ্ত বিবরণ দাও।
25. মাত্রাতত্ত কাহাকে বলে ?
26. রোগ নয় রোগীর চিকিৎসা কর -এই কথার অর্থ কি ?
27. রোগীলিপি কাহাকে বলে এবং এর প্রয়োজনীয়তা কি ?
28. ব্যবস্থাপত্র কি ? ব্যবস্থাপত্রের বিভিন্ন অংশের বর্ণনা দাও।
![]() |
হোমিওপ্যাথির নিয়মনীতি |
Related Topics Click Here::
- চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস- History of Medicine [ প্রথম অধ্যায় ]
- Definition of Homeopathy- হোমিওপ্যাথির নীতিমালা কাকে বলে ? [দ্বিতীয় অধ্যায়]
- হোমিওপ্যাথিক চিকিৎসা নীতিমালা।
- ঔষধ প্রস্তুতকরণ ও শক্তিকরণ। নবম অধ্যায়।
- ভেষজ পরীক্ষণ এবং মাত্রাতত্ত্ব- Drug Proving and Posology.
- রোগ সম্বন্ধে হোমিও মতবাদ।
- Short question of homeopathy principles.
- মায়াজম পরিচিতি।
- হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ পদ্ধতি।
- ঔষধের শক্তিকরণ- Drug Potentization.
- হোমিওপ্যাথির নিয়মনীতি।
- হোমিওপ্যাথির নিয়মনীতি_পরীক্ষার সাজেশন।
0 Comments: