Rectopen: Anatomy

Download Free Android Apps

Ads 728x90

Showing posts with label Anatomy. Show all posts
Showing posts with label Anatomy. Show all posts
Digestive System
November 18, 2022
Digestive System_পরিপাকতন্ত্র
The digestive system is made up of the gastrointestinal tract—also called the GI tract or digestive tract—and the liver, pancreas, and gallbladder.

The human gastrointestinal tract, also called the alimentary canal, is around 30 feet (9 meters) long in adults.

It consists of the following:

the mouth, or oral cavity
the esophagus
the stomach
the small intestine
the large intestine, or colon
the rectum

In addition, the following organs support digestion, for example, by chewing or adding enzymes and other secretions that enable the body to absorb nutrients:

the teeth
the tongue
the salivary glands
the liver
the pancreas
the gallbladder

Together, these organs provide mechanical processing, the secretion of enzymes and bile to help break down compounds, and the excretion of waste.

Some terms to describe these functions include:

ingestion, which includes chewing and swallowing
the secretion of substances that enable food and nutrients to move through the body effectively.

propulsion, where muscles move the contents of the canal forward
digestion, the breakdown of food, for example, through chewing and secretions.

the absorption of nutrients, which mainly occurs in the small intestine
defecation and urination, the removal of waste products through the rectum and the bladder, respectively.

gastrointestinal tract
Gastrointestinal tract

পরিপাকতন্ত্রের সংজ্ঞা দাও?
মুখ থেকে মলদ্বার পর্যন্ত খাদ্যনালী এবং সংশ্লিষ্ট অঙ্গ সমবায়ে মানব পরিপাকতন্ত্র গঠিত যার মূল কাজ খাদ্য পরিপাক করা। একে পাচনতন্ত্র (digestive system) বা পৌষ্টিকতন্ত্রও বলা হয়ে থাকে। অথবা, যে তন্ত্রের মাধ্যমে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় তাই পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র।
খাদ্য পাচন বা পরিপাক বা হজম একটি শারীরিক প্রক্রিয়া যার মাধ্যমে খাদ্যকে প্রথমে ছোট ছোট টুকরো করে তার পর পর্যায়ক্রমে বিভিন্ন এনজাইম Enzyme দ্বারা বিগলিত করে দেহে আত্তীকরণের বা হজমের উপযোগী করা হয়। পাচন প্রক্রিয়ায় নিযুক্ত অঙ্গতন্ত্রকে পাচনতন্ত্র বলে।

Digestive system diagram and functions
Digestive system diagram and functions

1. Oral Cavity
    -Nasal Cavity
    -Palate
    -Oral Cavity
    -Lips
    -Tongue
    -Pharynx
    -Epiglottis
    -Larynx opening into pharynx
    -Larynx
    -Esophagus

2. Tongue
Papillae: 
    -Filiform
    -Fungiform
    -Circumvallate
    -Foliate
Taste buds:
    -Sweet
    -Salty
    -Bitter
    -Sour
    -Umami (savory)

Your tongue is covered in tiny papillae (bumps) and thousands of taste buds.

3. Salivary Gland
4. Teeth
5. Oesophagus
7. Stomach
8. Small Intestine
9. Large Intestine
10. Caecum
11. Appendix
12. Colon
13. Rectum
14. Anal Canal
15. Liver
16. Gall Bladder
17. Billiary Apparatus/ Bile Duct
18. Hepatobiliary System
19. Pancreas
20. Peritoneum





পাকস্থলীর অংশগুলি কি কি?
পাকস্থলীর ওপরের অংশে আছে একটি নল যার নাম খাদ্যনালী বা ইসোফেগাস। যখন তুমি চিবোনো খাবার গিলে ফেলো তখন এই নালিকাটির মুখ খুলে যায় যাতে খাদ্য পাকস্থলীতে পৌঁছোতে পারে। পাকস্থলী অনেক পেশী দিয়ে তৈরি। এই পেশীগুলি খাদ্যকে ছোট ছোট টুকরো করে ভেঙে ফেলতে সাহায্য করে। পেশীগুলি এমন তরঙ্গ সৃষ্টি করে, যাতে খাদ্য পাচনতন্ত্রের আরও নিচের দিকে নেমে যায়। একে বলা হয় পেরিস্টলসিস। এই প্রক্রিয়া খাদ্যনালী থেকে শুরু করে বৃহদন্ত্র পর্যন্ত সমস্ত পথেই ঘটে।

পাকস্থলীর সঙ্গে সারি দিয়ে থাকে কিছু গ্রন্থি। এই বিশেষ গ্রন্থিগুলি কিছু তরল পদার্থ তৈরি করে যেগুলি পাকস্থলীতে এসে পড়ে। এই তরলকে পাচক রস বলা হয়। এই পাচক রসে অম্ল বা অ্যাসিড থাকে এবং সেটি খাবার ভাঙতে বা হজম করতে সাহায্য করে।

পাকস্থলীর নিচের অংশকে বলা হয় পাইলোরিক অঞ্চল। এই অঞ্চলের নিচের দিকে একটি প্রস্থান দ্বার রয়েছে। এই ছিদ্র দিয়ে খাদ্যাংশ ক্ষুদ্রান্ত্রের মধ্যে প্রবেশ করে।

পাকস্থলীর (এবং সাধারণত পাচনতন্ত্রের) সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে একটি হল ব্যাকটেরিয়া প্রাণী যা এইখানেই বাস করে। নির্দিষ্ট পরিবেশের মধ্যে একদম আলাদা ধরণের এই ব্যাকটেরিয়া পাচনতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উৎসেচক তৈরি করে। সেগুলি কিছু খাদ্যের পাচনের জন্য প্রয়োজন হয়। এছাড়াও আমরা যা আহার করি তার সর্বাধিক পুষ্টি অংশ যাতে নিষ্কাশিত করা যায়, তাতেও সহায়তা করে। এই ব্যাকটেরিয়াগুলির সঙ্গে আমাদের একটি মিথোজীবী (পারস্পরিক উপকারী) সম্পর্ক থাকে যা শুরু হয় জন্ম থেকেই, মায়ের কাছ থেকে শিশু যে দুধ পায় তার মাধ্যমে এগুলি শিশুর শরীরে চলে আসে এবং বয়সের সঙ্গে সঙ্গে তার আধুনিকীকরণও হতে থাকে।

পাকস্থলীর কাজ কি?
গ্রহণ করা খাদ্য পাকস্থলীতে এসে সঞ্চিত হয় এবং সেখানে এর পাচন ক্রিয়া শুরু হয়। পাকস্থলী তার পেশীগুলির সংকোচন ও প্রসারণ করে খাদ্যকে ছোট ছোট টুকরো টুকরো করে এই কাজ করে। এছাড়াও খাদ্যকে ভেঙ্গে দিতে পাকস্থলী পাচক উৎসেচক এবং অম্লরস ব্যবহার করে।

পাকস্থলী কিভাবে শরীরের অন্যান্য অংশের সাথে যোগাযোগ রাখে ?
তুমি কিছু চিন্তা করার আগেই পাকস্থলী তার নিজের কাজ করে ফেলে। এই কাজটি স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। পাকস্থলী খালি হয়ে গেলে স্নায়ু তোমার মধ্যে ক্ষিদের অনুভূতি আনতে সাহায্য করে। তারা তোমার পাকস্থলীকেও সংকেত পাঠায় যে কখন পাচক ক্রিয়া শুরু করার জন্য সে আরও রাসায়নিক তৈরি করা শুরু করবে।

পাকস্থলীর ভিতরের আস্তরণে রক্তবাহী নালী থাকে। এই নালীর মাধ্যমে রক্ত পাকস্থলীতে অক্সিজেন সরবরাহ করে যাতে এটি নিজের কাজ করতে পারে।

পাকস্থলীর পেশীগুলি খাদ্য স্থানান্তর করতে সহায়তা করে। পাকস্থলী তার কাজ সম্পন্ন করার পর, খাদ্য ক্ষুদ্রান্ত্রে চলে যায়।

কিভাবে তুমি তোমার পাকস্থলীকে সুস্থ রাখতে পারো ?
ভাল পাচন ক্রিয়া শুরু হয় চিবোনোর মাধ্যমে। খাবার ভালোভাবে চিবোনো এবং ধীরে ধীরে খাওয়া তোমার পাকস্থলীর জন্য ভাল।

ক্ষিদে পেলে তবে তুমি খাও। খুব বেশি বা খুব কম খাবার খাবে না। খুব বেশি চর্বি বা চিনি নেই এমন খাবার খাওয়ার চেষ্টা করো। তোমার খাদ্যতালিকায় শাকসবজি এবং ফল অন্তর্ভুক্ত করো। যদি কোন খাদ্য থেকে প্রায়শই তোমার পেটে ব্যথা করে বা খারাপ লাগে এবং হজমের সমস্যা হয়, তাহলে সেই খাবার এড়িয়ে চলো।

মুখগহ্বরে খাদ্য পরিপাক
আমরা সামান্য খাবার মুখে দেয়ার পর থেকেই মূলত এই তন্ত্রের কাজ শুরু হয়ে যায়। মুখের ভেতরের খাবারের অংশকে দাঁতের সাহায্যে টুকরো করা, লালাগ্রন্থি থেকে রস ক্ষরণ ও মিশ্রিত হওয়া, খাদ্যকে খাদ্যমন্ডে পরিণত করার মত পরিপাকের কাজগুলো মুখের ভেতরেই সম্পন্ন করে থাকে পরিপাকতন্ত্র।

পাকস্থলীতে খাদ্য পরিপাক
মুখ থেকে গলঃধকৃত খাবারগুলো পাকস্থলীতে এসে প্রায় ২-৬ ঘন্টা জুড়ে অবস্থান করে। এসময় শুরু হয় পাকস্থলীতে খাদ্য পরিপাকের কাজ। পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক এসিড (HCl) ক্ষরণ হয়, যা খাদ্যের সকল ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে। পাকস্থলীতে সকল খাদ্য এক ধরণের পেস্টস্বরূপ আকার ধারণ করে। খাদ্যের এই অবস্থা কাইম বা মন্ড নামে পরিচিত। পাকস্থলীতে রাসায়নিক পরিপাকের অংশ হিসেবে পরিপাকতন্ত্র কতৃক এক ধরণের রস নিঃসরণ করা হয়, যার নাম পাকরস। পাকরসে মিশ্রিত খাদ্য পরবর্তীতে দেহের বিভিন্ন অংশ যেমন যকৃত, ডিওডেনাম, অগ্ন্যাশয় এ পৌঁছায়। এভাবেই পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র খাদ্য পরিপাকে সহায়তা করে।

Digestive_system_diagram
Digestive_system_diagram

পরিপাক তন্ত্রঃ
মানুষ সাধারনত যা খাদ্য গ্রহন করে যে সকল অঙ্গ একত্রে পরিপাক প্রক্রিয়াকরণে সাহায্য করে তাকে পরিপাকতন্ত্র বলে।আমরা মুখের মাধ্যমে যে খাদ্য গ্রহন করি তা অন্ত্রের মাধ্যমে পাকস্থলিতে পৌছানোর পর তা পাকস্থলি ভেঙ্গে হজমে সাহায্য করে এবং উচ্ছিষ্ট পায়ু পথের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে আসে। পরিপাকতন্ত্র অনেক অঙ্গের সমন্বয়ে গঠিত। 
নিম্নে কিছু পরিপাকতন্ত্রের অংশসমূহ নাম ও তাদের কার্যকর্ম দেওয়া হলোঃ
অন্ননালি - পেশল সংকোচনের মাধ্যমে খাদ্যদ্রব্য এ নালীপথে পাকস্থলিতে প্রবেশ করে।
পাকস্থলি - বিভিন্ন এনজাইম এবং এসিডের মাধ্যমে জটিল খাদ্য ভাঙ্গে।
যকৃত - পাচক" রস উৎপন্ন করে যা ফ্যাটকে ভাঙ্গে
পিত্তথলি - পাচক রস সংরক্ষন করে এবং প্রয়োজনে নিঃসরণ করে।
অগ্ন্যাশয় - একধরনের রাসায়নিক পদার্থ নিঃসরন করে যা খাদ্যকে ভাঙ্গে।
ক্ষুদ্রান্ত্র - খাদ্য শোষণ করে শরীরের জন্য।
বৃহাদান্ত্র - পানি ও লবন শোষণ করে।
মলাশয় - উচ্ছিষ্ট সরবরাহ করে।
অ্যাপেনডিক্স - চিহ্নিত অঙ্গ (এর কোনে কাজ মানব শরীরে নেই, এটি একটি অতিরিক্ত অঙ্গ)।



পাকস্থলীর আকৃতি কেমন?
পাকস্থলীর আকৃতি অনেকটা ইংরেজি 'জে' "J" অক্ষরের মতো।
পাকস্থলী অবস্থান ?
পাকস্থলীর প্রকৃত অবস্থান পাঁজরের নিচের অংশের পেছনের দিকে। পাকস্থলীকে বলা যায় একটি থলি, এটি তৈরি হয় অনেকগুলি পেশী দিয়ে। এটি আকারে হাতের মুষ্টির সমান কিন্তু খাবার বেশি থাকলে পাকস্থলী প্রসারিত হয়ে খাবারের জন্য জায়গা করে দিতে পারে। এটিতে একটি প্রবেশ entry এবং প্রস্থান exit দ্বারও রয়েছে।
পরিপাকতন্ত্রের উদ্দেশ্য কি: হজমের উদ্দেশ্য হচ্ছে
শরীরের বিভিন্ন কার্যক্রমের জন্য শক্তি যোগানো,
দেহের বৃদ্ধি করা ,
সার্বক্ষণিক ক্ষয়ের ক্ষতিপূরণ করা,
প্রজনন ও দুধ উৎপাদনের সহায়তা করা।
পরিপাকতন্ত্রের কাজ :
খাদ্য গ্রহণ,
খাদ্য পরিপাক,
বিভিন্ন পাচক রস নিঃসরণ,
পানি, ভিটামিন, খনিজ লবণ এবং পরিপাক কৃত খাদ্যাংশ শোষণ,
অপ্রয়োজনীয় খাদ্যাংশ মল হিসাবে ত্যাগ,
শরীরের পানি, গ্লুকোজ, এসিড ক্ষারের ভারসাম্য রক্ষা করা,
পরিপাকতন্ত্রকে কেন দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়?
আমাদের অন্ত্র লাখো নিউরনের সঙ্গে সংযুক্ত, যে কারণে অন্ত্রকে মানবদেহের "দ্বিতীয় মস্তিষ্ক" হিসেবে ডাকা হয়।
খাদ্য পরিপাক হয়? উঃ ডিওডেনাম
পৌষ্টিক নালির সাথে কয়টি গ্রন্থি আছে? উঃ ৩টি
মানুষের লালাগ্রন্থি কয় জোড়া? উঃ ৩ জোড়া
মানুষের স্থায়ী দাত কয়টি? উঃ ৩২টি
মানবদেহের পরিপাকের সাথে জড়িত অংশসমূহকে কয়টি ভাগে ভাগ করা হয় ? 
দুটি ভাগে তা হলো― ১. পৌষ্টিকনালী ২. পৌষ্টিক গ্রন্থি।
পৌষ্টিকনালী―  মুখ বিবর, গলবিল, অন্ননাল, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, পৌষ্টিক গ্রন্থি
মুখবিবরের লালা গ্রন্থি―  যকৃৎ , অগ্ন্যাশয় 
পাকস্থলীতে কিভাবে খাদ্য হজম হয়?
পাকস্থলীতে খাবার পরিপাকের জন্য হাইড্রোক্লোরিক এসিড ও পেপসিন নামক এনজাইম নিঃসৃত হয়। এসব এনজাইম আমিষ জাতীয় খাদ্য কে ভেঙ্গে পলিপেপটাইড এ পরিণত হয়। কিছু শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য সাধারণত পাকস্থলীতে পরিপাক হয় না।
স্টমাক এর কাজ কি?
পাকস্থলী (ইংরেজি: Stomach) মানব দেহে পরিপাকতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ যা অন্ননালী ও ক্ষুদ্রান্ত্রের মধ্যে অবস্থিত। এটি উদর গহবরের বাম পাশে উপর দিকে থাকে। খাদ্য পরিপাক প্রক্রিয়া প্রধানত পাকস্থলীতে শুরু হয়। বিশেষ করে আমিষ জাতীয় খাদ্যের পরিপাকে পাকস্থলীর ভূমিকা প্রধান।
লালার এনজাইম এর নাম কি?
লালা হল একটি শারীরিয় তরল বস্তু যা প্রানীর মুখের লালা গ্রন্থি হতে উৎপন্ন হয়। মানব লালার ৯৯.৫% পানি সহ ইলেক্ট্রোলাইট, শ্লেষ্মা, শ্বেত লোহিত কনিকা, এপিথেলিয়াল কোষ (যা থেকে ডিএনএ বের করা যাবে), এনজাইম (যেমন এ্যামিলেস এবং লাইপেজ), এন্টিমাইক্রোবিয়াল এজেন্ট নি:সৃরক যেমন ইমিউনোগ্লোবিউলিন এ এবং লাইসোজাইম।
সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক কোথায় ঘটে?
ক্ষুদ্রান্ত্রের আকার বড় হওয়ার কারণ এর তিনটি অংশ রয়েছে এবং সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাকই ক্ষুদ্রান্ত্রে সংঘটিত হয়।
মিউকোসা কি?
ক্ষুদ্রান্ত্র (ইংরেজি: Small intestine) মানবদেহের খাদ্য পরিপাকতন্ত্রের একটি অংশবিশেষ যা ওপরে পাকস্থলী এবং নিম্নে বৃহদন্ত্র অবস্থিত। মানবদেহের পরিপাক তন্ত্রের শুরু মুখগহ্বরে, এরপর ধারাবাহিকভাবে গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র ও মলাশয় অবস্থিত।
মানুষের পাকস্থলীর রসের pH কত?
পাকস্থলীর পাচক রসে pH এর মান 1.4 হলে ওই রসে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত?
পানি শোষণের প্রধান স্থান কোনটি?
বৃহদন্ত্র, বৃহৎ অন্ত্র নামেও পরিচিত, যা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নালীর এবং মেরুদন্ডীদের পরিপাকতন্ত্রের শেষ অংশ। পানি এখানে শোষিত হয় এবং অবশিষ্ট বর্জ্য পদার্থ মল হিসেবে সংরক্ষণ করে মলত্যাগ এর পূর্ব পর্যন্ত।
পাকস্থলীর ক্যান্সারের লক্ষণ কি?
প্রাথমিক লক্ষণগুলো হলো বুকজ্বালা, পেটের উপরের অংশে ব্যথা, বমি ও ক্ষুধামন্দা পরবর্তী লক্ষণগুলোর মধ্যে রয়েছে ওজন কমে যাওয়া, জন্ডিস, বমি ডিসফ্যাজিয়া বা খাবার গিলতে কষ্ট হওয়া, পায়খানার সাথে কালো রক্ত যাওয়া(melena) ইত্যাদি।
ভিলাই কি এবং এর কাজ কি?
পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্ত্রের মিউকোসা হতে আঙুলের ন্যায় কতগুলো অভিক্ষেপ সৃষ্টি হয় এদের ভিলাই বলে। ভিলাই এর কাজ হচ্ছে শোষণ অঞ্চল বৃদ্ধি করা।
ভিলাই-এর অবস্থান কোথায়?
ক্ষুদ্রান্ত্রের ইলিয়াম অঞ্চলে
ব্রুনার্স গ্রন্থি কোথায় পাওয়া যায়?
ব্রুনারের গ্রন্থি বা ডিওডেনামের গ্রন্থি (ইংরেজি: Brunner's gland/Duodenal gland) হল মানব পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্ত্রের ডিওডেনামে অবস্থিত গ্রন্থি।
বেশি ভাজা ও তেলযুক্ত খাবার পাকস্থলীর জন্য ক্ষতিকর কেন?
তেলে ভাজা যেকোন খাবারই পাকস্থলীর উপর বাড়তি চাপ তৈরি করে এবং অ্যাসিড রিফ্ল্যাক্স ও বুক জ্বালাপোড়ার সমস্যা তৈরি করে। এছাড়া প্রক্রিয়াজাত খাবারের মতোই তেলে ভাজা খাবার তলপেটের চর্বি বৃদ্ধি করে এবং খাদ্য পরিপাক হতে লম্বা সময়ের প্রয়োজন হয়।
লালাগ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচকের নাম কি?
অ্যামাইলেজ (Amylase) 
মাতৃদুগ্ধের pH এর মান কত?
প্রধান দরকারি হচ্ছে শক্তি(লিপিড, ল্যাক্টোজ ও আমিষ), আমিষ (প্রয়োজনীয় এ্যামিনো এসিড এবং এ্যামিনো দল বা গ্রুপ) এর দ্বারা অনৈত্যাবশ্যকীয় এ্যামিনো এসিডের জৈব সংশ্লেষণ সরবরাহ, প্রয়োজনীয় ফ্যাটি এসিড, ভিটামিন, অজৈব উপাদান এবং পানি। পি. এইচ দুধের পি. এইচ(pH) সীমা ৬.৪ থেকে ৬.৮ পর্যন্ত এবং সময়ের সাথে পরিবর্তিত হয়।
সিকামের অবস্থান কোথায়?
পাচনতন্ত্রে বৃহদন্ত্রের প্রথম ভাগ। ক্ষুদ্রান্ত্র আসলে বৃহদন্ত্রের একদম গোড়াতে প্রবেশ করে না। ক্ষুদ্রান্ত্রের পরেই খাদ্য বৃহদন্ত্রের অ্যাসেন্ডিং কোলন অংশে সম্মুখচালিত হয়। কিন্তু ক্ষুদ্রান্ত্র আর বৃহদন্ত্রের সংযোগস্থল থেকে বিপরীত গামী অন্ধ-গলি (ব্লাইন্ড পাউচ) হল সিকাম।
শর্করা ভেঙে কি তৈরি হয়?
শর্করা পরিপাক হল এমন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ থেকে নিঃসৃত পাকরসে অবস্থিত শর্করা বিশ্লেষণকারী উৎসেচকের সাহায্যে বিভিন্ন শর্করা বিশ্লিষ্ট হয়ে একক শর্করা উৎপন্ন হয়। শর্করা জাতীয় খাদ্যের পরিপাক মুখগহ্বরে শুরু হয় এবং ক্ষুদ্রান্ত্রে শেষ হয়।
হরমোন কত প্রকার ও কি কি?
রাসায়নিক গঠন অনুযায়ী তিনটি প্রধান ধরনের হরমোন আছে। ১, প্রোটিন হরমোন (বা পলিপেপটাইড হরমোন) অ্যামিনো অ্যাসিডের চেইন দিয়ে তৈরি। একটি উদাহরণ হল ADH (অ্যান্টিডিউরেটিক হরমোন) যা রক্তচাপ হ্রাস করে। ৩, অ্যামাইন হরমোন অ্যামিনো অ্যাসিড থেকে উদ্ভূত হয়।
ভাজা জিনিস খেলে কি হয়?
ভাজা খাবারের তেলে থাকে ট্রান্স ফ্যাট শরীরে এলডিএলের মাত্রা বাড়ায়। এলডিএল বা 'লো-ডেনসিটি লিপোপ্রোটিন' যা খারাপ কোলেস্টেরল হিসেবে চিহ্নিত। যে কারণে ধমনীতে বাধা তৈরি করে হৃদরোগের ঝুঁকি বাড়ে। চিকিৎসা বিজ্ঞানে একটি বিষয় প্রমাণিত যে, অতিরিক্ত ভাজা খাবার খেলে রক্তচাপও বৃদ্ধি পায়, যা হৃদরোগ হওয়ার আরেক কারণ।
লালারসে কত ভাগ পানি থাকে?
এতে থাকে শতকরা ৯৮ ভাগ পানি ও ২ ভাগ এনজাইম বা জৈব রাসায়নিক পদার্থ। লালার এনজাইমকে বলে টায়ালিন। লালার জীবাণু-প্রতিরোধী ক্ষমতা আছে।
লালার প্রধান কাজ কী?
লালা জীবাণু ধ্বংস করে লালার জীবাণু-প্রতিরোধী ক্ষমতা আছে। মুখের ভেতরকার জীবাণুকে মেরে ফেলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের মুখে জীবাণু প্রবেশ করতে পারে।
লালাগ্রন্থি কোথায় অবস্থিত?
কানের সামনে অবস্থিত চোয়ালের দুই পাশের প্যারোটিড গ্রন্থি, মুখের নিচে দুই পাশে সাব ম্যান্ডিবুলার ও জিবের নিচের দুই পাশে সাব লিঙ্গুয়াল গ্রন্থিসহ মুখের ভেতরে অসংখ্য অতি ক্ষুদ্র লালাগ্রন্থি থেকে এটি তৈরি হয়। প্রতিদিন আধা থেকে দেড় লিটার লালা মুখের ভেতর লেগে থাকা খাবার ও জীবাণুকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়।





Human Intestines
May 19, 2021

The Small Intestines:
The small intestine is the longest part of the digestive system. It extends from the stomach (pylorus) to the large intestine (cecum) and consists of three parts: Duodenum, Jejunum and Ileum.

Human Intestines
Human Intestines

Together with the esophagus, large intestine, and the stomach, it forms the gastrointestinal tract. 

In living humans, the small intestine alone measures about 6 to 7 meters long.
The main functions of the small intestine are to complete digestion of food and to absorb nutrients.
Small Intestine
Small Intestine

Duodenum:

  • Together these parts form a 'C' shape, that is around 25cm long, and which wraps around the head of the pancreas.

  • The first section of the duodenum is known as 'the cap'. The duodenum can be divided into four parts: superior, descending, inferior and ascending.


Duodenum
Duodenum




Arteries supply and venous drainage of the duodenum


Arteries supply and venous drainage of the duodenum
Arteries supply and venous drainage of the duodenum

Jejunum:
  • The jejunum is the middle of the three parts of the small intestine between the duodenum and ileum.
  • It's arterial supply is provided by the jejunal arteries, while the innervation by the celiac and superior mesenteric plexi together with the vagus nerve.
  • It plays an important role for digestion as 40% of the whole small intestine is jejunum. Its functions include absorbing water and nutrients

Definition--Part of the small intestine found between the duodenum and ileum

Blood supply-
  • Arterial arcades of the superior mesenteric artery
  • Superior mesenteric vein
Innervation-
  • Coeliac plexus
  • Superior mesenteric plexus
  • Vagus nerve (CN X)
Histology-
  • Mucosa - simple columnar epithelium; contains crypts of Lieberkuhn and intestinal villi
  • Submucosa - loose connective tissue containing neurovasculature
  • Tunica muscularis - an inner circular and outer longitudinal smooth muscle layer
  • Tunica serosa - simple squamous epithelium
  • Mnemonic:  M.S.M.S
Function-
  • Digestion of nutrients
  • Absorption of lipophilic nutrients
  • Absorption of water
ileum:
  • The small intestine is composed of three distinct parts, the last one being the ileum.
  • At the distal end, the ileum is separated from the large intestine, into which it opens, by the ileocecal valve.
  • The ileum itself is very rich in lymphoid follicles and is attached to the abdominal wall by the mesentery. Its vascular supply is provided by the ileal arteries and its innervation via the coeliac and superior mesenteric plexi.

Definition--Last of the three parts of the small intestine, found between the jejunum and large intestine

Blood supply-
  • Straight arteries (branches of the superior mesenteric artery)
  • Superior mesenteric vein
Innervation-
  • Coeliac plexus
  • Superior mesenteric plexus
  • Vagus nerve
Histology-
  • Mucosa: Simple columnar epithelium; also contains Peyer's patches
  • Submucosa: Contains neurovasculature
  • Tunica muscularis: Circular and longitudinal muscle layers
  • Tunica serosa: Simple squamous epithelium
Function-Jejunum and Ileum
  • Enzymatic digestion of nutrients
  • Absorption of vitamin B12, fats and bile salts
  • Immunological function
Function-Jejunum and Ileum
Function-Jejunum and Ileum






Key facts about the small intestine

Definition--A part of the alimentary tract which extends from the stomach (pyloric orifice) to the large intestine (ileal orifice)

Parts--Duodenum, jejunum, ileum

Blood supply-
  • Arteries: celiac trunk, superior mesenteric artery
  • Veins: hepatic portal vein, superior mesenteric vein
Innervation-
  • Parasympathetic: vagus nerve (CN X) (through the submucosal (Meissner’s) and myenteric (Auerbach’s) nervous plexuses)
  • Sympathetic: Thoracic splanchnic nerves
Function-
  • Final stages of food digestion
  • Absorption of nutrients and water
Clinical relations--Diarrhea, obstructive disorders, infectious diseases, neoplastic growths, congenital conditions, duodenal ulcer









Skeletal System
May 09, 2021
Skeletal System

The skeletal system is your body's central framework. It consists of bones and connective tissue, including cartilage, tendons, and ligaments. It's also called the musculoskeletal system.

Skeletal System
Skeletal System


What is Skeletal System?

It is the body system composed of bones, cartilages, ligaments and other tissues that accomplish essential functions for the human body.

Bone is a specialized type of connective tissue. 

The skeletal system (bones)
The axial skeleton, comprising the spine, chest and head, contains 80 bones. The appendicular skeleton, comprising the arms and legs, including the shoulder and pelvic girdles, contains 126 bones, bringing the total for the entire skeleton to 206 bones.

The skeletal system (bones)
The skeletal system (bones)

Skull:

There are 22 bones in the skull. Including the bones of the middle ear, the head contains 28 bones.

1. Cranial bones (8)

  • Occipital bone
  • Parietal bones (2)
  • Frontal bone
  • Temporal bones (2)
  • Sphenoid bone (sometimes counted as facial)
  • Ethmoid bone (sometimes counted as facial)



2. Facial bones (14)

  • Nasal bones (2)
  • Maxillae (upper jaw) (2)
  • Lacrimal bone (2)
  • Zygomatic bone (cheek bones) (2)
  • Palatine bone (2)
  • Inferior nasal concha (2)
  • Vomer (1)
  • Mandible (1)



3. Middle ears (6 bones in total, 3 on each side)

  • Malleus (2)
  • Incus (2)
  • Stapes (2)






Spine (vertebral column):

A fully grown adult features 26 bones in the spine, whereas a child can have 34.

  • Cervical vertebrae (7 bones)
  • Thoracic vertebrae (12 bones)
  • Lumbar vertebrae (5 bones)
  • Sacrum (5 bones at birth, fused into one after adolescence)
  • Coccygeal vertebrae/Cordal (1 bone)

Set of 4 bones at birth; some or all fuse together, but there seems to be a disagreement between researchers as to what the most common number should be. Some say the most common is 1, others say 2 or 3, with 4 being the least likely. It is counted as 1 in this article.


Chest (thorax):

Various bones of the human skeletal system.

There are usually 26 bones in the chest but sometimes there can be additional cervical ribs in humans. Cervical ribs occur naturally in other animals such as reptiles.

  • Hyoid bone (1)
  • Sternum (1 or 3)
  • Ribs (24, in 12 pairs)

Cervical ribs are extra ribs that occur in some humans.


Arm: There are a total of 64 bones in the arms.

Upper arm bones (6 bones in total; 3 on each side)
  • Humerus (2)
Pectoral girdle (shoulder)
  • Scapula (2)
  • Clavicles (2)
Lower arm bones (4 bones in total, 2 on each side) left bone
  • Ulna (2)
  • Radius (2)
Hand (54 bones in total; 27 in each hand)

Carpals (16 bones)
  • Scaphoid bone (2)
  • Lunate bone (2)
  • Triquetral bone (2)
  • Pisiform bone (2)
  • Trapezium (2)
  • Trapezoid bone (2)
  • Capitate bone (2)
  • Hamate bone (2)

Metacarpals (10 bones in total; 5 on each side) Phalanges of the hand (28 bones)
  • Proximal phalanges (10 bones in total; 5 on each side)
  • Intermediate phalanges (8 bones in total; 4 on each side)
  • Distal phalanges (10 bones in total; 5 on each side)

Pelvis (pelvic girdle):
The pelvis (or hip bone) is made up of three regions that have fused to form two coxal bones. They are: ilium, ischium, and pubis

Pelvis (pelvic girdle)
Pelvis (pelvic girdle)

The sacrum and the coccyx attach to the two hip bones to form the pelvis, but are more important to the spinal column, where they are counted.



Leg:
There are a total of 60 bones in the legs.
  • Femur (2 bones)
  • Patella or kneecap (2 bones)
  • Tibia (2 bones)
  • Fibula (2 bones)
  • Foot (52 bones in total, 26 per foot)
Tarsus/Tarsals (14 bones)
  • Calcaneus or heel bone (2 bones)
  • Talus (2 bones)
  • Navicular bone (2 bones)
  • Medial cuneiform bone (2 bones)
  • Intermediate cuneiform bone (2 bones)
  • Lateral cuneiform bone (2 bones)
  • Cuboid bone (2 bones)
Metatarsals (10 bones)
Phalanges of the foot (28 bones)
  • Proximal phalanges (10 bones)
  • Intermediate phalanges ( 8 bones)
  • Distal phalanges ( 10 bones)


What is Skeletal System?

It is the body system composed of bones, cartilages, ligaments and other tissues that accomplish essential functions for the human body.
Bone is a specialized type of connective tissue.

The skeletal system works as a support structure for your body. It gives the body its shape, allows movement, makes blood cells, provides protection for organs and stores minerals.

The system made up the organs and tissues that are responsible for structural shaping and movements of the body. Components of musculoskeletal system-
  • Bones
  • Cartilages
  • Joints
  • Muscles
  • Associated other connective tissues
Skeletal system is described according to subdivisions of the body. The subdivision are-
  • Thorax
  • Abdomen and pelvis
  • Upper limb
  • Lower limb
  • Head & neck
  • Back
Hematopoiesis – the formation of blood cells from hematopoietic stem cells found in the bone marrow.

Hematopoiesis is the production of all of the cellular components of blood and blood plasma.

It occurs within the hematopoietic system, which includes organs and tissues such as the bone marrow, liver, and spleen.

The main functions of the skeletal system. The skeleton has six main functions:
  1. Support – the skeleton keeps the body upright and provides a framework for muscle and tissue attachment.
  2. Posture – the skeleton gives the correct shape to our body.
  3. Protection – the bones of the skeleton protect the internal organs and reduce the risk of injury on impact. For example, the cranium protects the brain, the ribs offer protection to the heart and lungs, the vertebrae protect the spinal cord and the pelvis offers protection to the sensitive reproductive organs.
  4. Movement – the skeleton allows movement of the body as a whole and its individual parts. The bones form joints and act as levers, allowing muscles to pull on them to produce movement. The bones of the skeleton provide surfaces for the attachment of muscles.
  5. Blood cell production – certain bones in the skeleton contain bone marrow which produces red blood cells, white blood cells and platelets. Examples of bones that contain marrow are the pelvis, sternum, humerus and femur.
  6. Storage of minerals - the bones store minerals such as calcium, iron, potassium and phosphorous and release them into the blood when the body needs to use them.

Bone:
Bone is a special type of highly vascular, mineralized and constantly changing rigid connective tissue which forms the framework of body.

Composition of bone: bone is composed of:
Cell:-
  • Osteocyte
  • Osteoblast
  • Osteoclast
Intercellular matrix:-
-Water
-Organic
  • Collagen fibers
  • Glycosaminoglycan-(1). Chondroitin sulphate, (2). Keratan sulphate
-Inorganic
  • Calcium phosphate
  • Calcium carbonate
  • Magnesium phosphate
  • Others-Na, K, I, Fe, CI
Function of bones:-
  • Give shape to the body
  • Give support to the body
  • Provide surface for the attachment of muscles, tendons & ligaments.
  • Produce blood cells.
  • Mechanical protection of vital organs such as brain, heart, lung.
  • Storage of body calcium & phosphorus.
Classification of bone:
Microscopically
  • Compact or dense-e.g. shaft of long bone.
  • Spongy or cancellous bone-ends of long bone.
According to position
  • Axial: bone forming the axis of the body. e.g. skull rib etc
  • Appendicular: bone forming the skeletal of limbs. e.g. radius, femur etc.
Periosteum:-
Periosteum is a fibrous connective tissue membrane which covers external surface of long bone except articular surface.
Function:
  • Provide medium of attachment
  • Responsible for regeneration of bone
  • It forms vascular bed to provide supply to underlying bone.
  • Protects the bone
  • prevent over growth
Bone marrow:-
Bone marrow is a soft connective tissue which occupies in the medullary cavity of the long bones.
Types:
  • Red bone marrow-in structure it consist of reticular cells associate with reticular fibers and blood forming cells.
  • Yellow bone marrow-it consist mainly adipose cells with an ad mixture of macrophages and reticular cell.
Functions:
  • Produce blood cell
  • Storage of iron
  • Perform immunological function
  • Produce bone forming cell

Bone, rigid body tissue consisting of cells embedded in an abundant hard intercellular material.

The two principal components are collagen and calcium phosphate.

Bone tissue makes up the individual bones of the human skeletal system and the skeletons of other vertebrates.

Almost 70% of bone is made up of bone mineral called hydroxyapatite.

Endochondral - formation of bone onto a temporary cartilage model or scaffold
Intramembranous - formation of bone directly onto fibrous connective tissue. There is no intermediate cartilage stage. This type of  ossification occurs in a few specialised places such as the flat bones of skull (i.e. parietal bone), mandible, maxilla and clavicles. Mesenchyme cells differentiate into osteoprogenitor cells, then into osteoblasts, which secrete the bone matrix. Once the osteoblasts are embedded in the bone matrix, they are known as osteocytes.

Mature bone has 2 types:
  1. Compact - which is found in the shafts of long bones (in the diaphyses). This makes up 80% of all bone.
  2. Spongy (cancellous) bone - which is found at the ends of long bones (in the epiphysis). This makes up 20% of all bone. This type of bone contains red bone marrow and a network of bony trabeculae.
 A 'periosteum' is found on the outside of bone. This is a dense fibrous layer, where muscles insert. It contains bone forming cells.


Click Here to find Related Topics ::






Introduction of Human Anatomy
May 09, 2021
Definition- Anatomy is the science of structure and function of the body.
Basic Anatomy- is the study of the minimal amount of anatomy consistent with the understanding of the overall structure and function of the body.

Clinical Anatomy- is the study of the macroscopic structure and function of the body as it relates to the practice of medicine and other health sciences.

চি‌কিৎসা বিজ্ঞা‌নের যে শাস্ত্র পাঠ কর‌লে মানব দে‌হের বি‌ভিন্ন অঙ্গ প্রত‌ঙ্গের নাম,অবস্থান , দে‌হের গঠন, হাড়, মাংশপেশী, রক্ত নালী ইত্যা‌দির গঠন সম্প‌র্কে জ্ঞান লাভ করা যায় তা‌কে Anatomy বা ব্যব‌চ্ছেদ বিদ্যা ব‌লে।

Definition- Anatomy is the science of structure and function of the body.
Human Anatomy


Scope of Anatomy in Homeopathy:
  • Pain at bifurcation of trachea when coughing-> Pain extends from mid sternum to back->Kali Bichrom.
  • Stitching type pain in the left clavicle region-> extending towards right-> Cornus Circinata.
  • Stitching, cutting pain from left kidney-> radiating through the left ureter in to bladder and Urethra-> Berbaris vulgaris (It is only in Homoeopathy).
  • Painless Tonsillitis: Baptisia T.
  • Swelling of inguinal lymph glands specially on right side-Clematis erecta.
  • Extra ordinary rigidity of OS of cervix of uterus- Caulophyllum.
  • Inflammation of Periosteum, forearm- Aurum Met.
Branch of Anatomy:
Based on discussion topics:
  1. Cytology: Branches of anatomy deals with the study of structures of different types of cells.
  2. Histology: Branches of anatomy deals with the study of structures of different types of tissues.
  3. Neurology: Branches of anatomy deals with the study of structures of nervous tissues.
  4. Myology: Branches of anatomy deals with the study of different types of muscular tissues.
  5. Osteology: Branches of anatomy deals with the study of structures of different types of bone.
  6. Arthrology: Branches of anatomy deals with the study of different types of joints.
  7. Angiology: Branches of anatomy deals with the study of different types of vessels.
  8. Splanchnology: Branches of anatomy deals with the study of different organs of body.

Based on application:
  1. Clinical anatomy: Anatomy that discusses different organs and structures related to clinical practice.
  2. Surface anatomy: Anatomy that discusses different organs and structures related to surface marking.
  3. Radiological anatomy: Anatomy that discusses different organs and structures related to radiological image.
  4. Physical anatomy: Anatomy that discusses different organs and structures related to physics.

Branches of human anatomy:
  1. Gross anatomy- systemic or region-wise study of human body parts and organs. Gross anatomy encompasses cadaveric anatomy and osteology.
  2. Microscopic anatomy/histology.
  3. Cell biology (Cytology) & cytogenetics.
  4. Surface anatomy.
  5. Radiological anatomy.
  6. Developmental anatomy/embryology.

  1. Head- Skull, Brain, Face, Cranial Cavity
  2. Neck- Thyroid, Trachea, Throat
  3. Chest- Heart, Lung, Brest, Pleura
  4. Abdomen- Upper abdomen, Lower abdomen, Liver, Kidney, Stomach, Bowel, Gallbladder, Pancreas, Spleen, Adrenal gland, Urinary bladder, Appendix.
  5. Pelvis- Uterus, Oophoron, Salpinx, Vagina, Peritoneum, Penis, Anus, Urethra.
  6. Trunk- Vessel, Muscle, Lymph, Bone, Blood, Nerve, Skin

Internal organs of the human body vocabulary
Brain                           Kidney
uvula                           Stomach
Pharynx                           Spleen
Spinal cord                   Pancreas
Tonsil                          Gall bladder
Gullet / esophagus  Duodenum
larynx                          Colon
Windpipe / Trachea      Appendix
Bronchial tube          Rectum
Heart                          Anus
Liver                          Bladder
Lung                          Small intestine
Capillaries                  Large intestine      
Bile duct

List of external organs of the body
Nostrils          Skin
Nose               Mouth
Leg                  Hand
Hear                Skull
Eyes



ANATOMICAL TERMS RELATED TO POSITION:
  • VENTRAL/ANTERIOR(palmar)----DORSAL/POSTERIOR
  • CEPHALIC/SUPERIOR-----CAUDAL/INFERIOR(planter)
  • UPPER----- LOWER
  • MIDDLE/MEDIUS----INTERMEDIATE
  • SUPERFICIAL---- DEEP
  • PROXIMAL-----DISTAL
  • EXTERNAL-----INTERNAL
  • MEDIAL-----LATERAL
Body Cavities:
    1. Space of the body contain the internal organs , or viscera.
    2. The ventral is the larger cavity and is subdivided into two parts (thoracic and abdominal-pelvic cavities) by the diaphragm.
    3. The other and smaller one is called the dorsal cavity.
    Body Cavities

    Dorsal Cavity
    • Protects the nervous
    Divided into
    • Cranial Cavity- Encases the brain
    • Vertebral Cavity- Encases the Spinal cord
    Ventral Cavity
    • Encases the internal viscera
    Divided into
    • Thoracic
    • Abdomino-pelvic

    Thoracic cavity- is subdivided into pleural cavities, the mediastinum, and the pericardial cavity. 
    Pleural cavities-each houses a lung
    The abdominopelvic cavity- is separated from the superior thoracic cavity by the dome-shaped diaphragm. It is composed of two subdivisions.
    • Abdominal cavity-contains the stomach, intestines, spleen, liver, and other organs.
    • Pelvic cavity-lies within the pelvis and contains the bladder, reproductive organs, and rectum.
    Anatomical Position:
    1. Anterior or Ventral : the front of a structure or toward the front.
    2. Posterior or dorsal : in the back part of structure or toward the back.
    3. Inferior or Caudal : situated below or lower than a given point of reference, as the feet are inferior to the legs.
    4. Superior or Cranial : situated above or oriented toward a higher place, as the head is superior to the body.
    5. Lateral : on the side or away from the mid-sagittal plane. Two types left lateral & right lateral.
    6. Medial : situated or oriented toward the midline of the body.
    7. Proximal : nearer to a point of reference, usually the trunk of central point, as a distal phalanx.
    8. Distal : away from or being the farthest from the midline or a central point, as a distal phalanx.
    9. Transverse : at right angles to the long axis of any common part,
    10. Oblique : a slanting direction or any variation from the perpendicular or the horizontal.


    Anatomical Position


    আমাদের এই মানব দেহ (এখানে সব আলোচনার স্ট্যান্ডার্ড ধরা হবে মূলত প্রাপ্ত বয়স্ক মানব দেহ ) প্রায় ১০০ ট্রিলিয়ন (১ ট্রিলিয়ন = ১ এর পর ১২ টা শুন্য হবে) কোষ দ্বারা গঠিত। 

    হাড়গোড় নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে বলা হয় Osteology. আমরা জানি আমাদের মানব দেহে রয়েছে কতগুলো Organ systems. যেমন:-

    1 Muscular system
    2 Digestive system
    3 Respiratory system
    4 Urinary system
    5 Reproductive organs
    5.1 Female reproductive system
    5.2 Male reproductive system
    6 Endocrine system
    7 Circulatory system
    7.1 Circulatory system
    7.2 Lymphatic system
    8 Nervous system
    8.1 Peripheral nervous system
    8.2 Sensory organs
    9.     Integumentary system

    আমাদের আলোচিত হাড়গোড় হল Musculoskeletal system এর অন্তর্গত। মূলত এই Musculoskeletal system আবার muscular system ও skeletal system নিয়ে গঠিত সেই অর্থে আরো নির্দিষ্ট করে বলতে গেলে হাড়গোড় হল Skeletal system এর অন্তর্গত। ও আরেকটা কথা Musculoskeletal system এর আরেক নাম হল Locomotors system.

    Skeletal System- 
    Major organs: Bones, Cartilages, Associated ligaments, Bone marrow
    Functions: Provides support and protection for other tissues. Stores calcium    and other minerals. Forms blood cells.

    Cardiovascular System- 
    Major organs: Heart, Blood, Blood vessels
    Functions: Distributes blood cells, water and dissolved materials including nutrients, waste products, oxygen and carbon dioxide. Distributes heat and assists in control of body temperature.

    Nervous System- 
    Major organs: Brain, Spinal cord, Peripheral nerves, Sense organs
    Functions: Directs immediate responses to stimuli. Coordinates or moderates activities of other organ systems. Provides and interprets sensory information about external conditions.

    Lymphatic System- 
    Major organs: Spleen, Thymus, Lymphatic vessels, Lymph nodes, Tonsils
    Functions: Defends against infection and disease. Returns tissue fluids to the bloodstream.


    আমাদের মানব দেহে মোটামুটি ২০৬ টি হাড় রয়েছে। অবশ্য ব্যক্তি এবং বয়সভেদে কিছুটা ভিন্নতা দেখা যায়। যেমন- নবজাত শিশুদের দেহে ২৭০ টির মতো হাড় থাকে। পরে বয়স বৃদ্ধির সাথে সাথে কিছু হাড় একত্রিত হয়ে গেলে হাড়ের সংখ্যা কমে আসে। তো চলুন মোটামুটি ২০৬ টি হাড় দেখা একঝলকে দেখে নেয়া যাক। পরবর্তীতে প্রতিটি নিয়ে বিস্তাতারিত আলোচনা করবো।

    Axial Skeleton : ৮০ টি হাড়
    1. Skull with Ear : 22/28 টি হাড়
    • Cranial- এটি মূলত skull এর অংশ। মোট ৮ টি হাড় নিয়ে Cranial গঠিত।
    • Facial bones- এটি ও skull এর অংশ। এখানে থাকে ১৪ টি হাড়।
    • In the middle ears- এখানে হাড়ের সংখ্যা ৬।
    2. Spine (vertebral column): 26/ 34 bones
    A fully grown adult features 26 bones in the spine, whereas a child can have 34.
    • Cervical vertebrae (7 bones)
    • Thoracic vertebrae (12 bones)
    • Lumbar vertebrae (5 bones)
    • Sacrum (1 adult/ 5 baby bones at birth, fused into one after adolescence)
    • Coccygeal vertebrae/ Cordal (1 adult/ 4 baby bone)
    3. Chest (thorax): ২৬ টি হাড়
    • In the throat (hyoid bone) - এখানে ১ টি হাড় রয়েছে।
    • Sternum (1 or 3) or breastbone
    • In the thorax- Ribs (2 x 12) ২৪ টি হাড় রয়েছে thorax এ।

    Appendicular Skeleton : 126 টি হাড়
    1. Shoulder (scapula , clavicle)- ৪ টি হাড় রয়েছে।
    2. Hand- ৬০ টি হাড় রয়েছে।
    • In the arms (Humerus)- ২ টি হাড় রয়েছে।
    • In the forearms (Radius-2 , Ulna-2)- ৪ টি হাড় রয়েছে।
    • In the hands (Carpal-16, metacarpal-10, phalanges-28) - মোট ৫৪ টি হাড় রয়েছে।
    3. Pelvic-২ টি হাড় রয়েছে।
    4. Leg- ৬০ টি হাড় রয়েছে।
    • Femur (2)
    • Patella (2)
    • tibia (2)
    • Fibula (2)
    • In the feet ( Tarsal-14, metatarsal-10, phalanges-28) - ৫২ টি হাড় রয়েছে।

    Human Cell:

    কোষ (Cell) হলো সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক। এটি জীবের ক্ষুদ্রতম জীবিত একক, অর্থাৎ একটি কোষকে পৃথকভাবে জীবিত বলা যেতে পারে। এজন্যই একে জীবের নির্মাণ একক নামে আখ্যায়িত করা হয়। ব্যাক্টেরিয়া এবং এ ধরনের কিছু জীব এককোষী। কিন্তু মানুষসহ পৃথিবীর অধিকাংশ জীবই বহুকোষী। মানবদেহে প্রায় ৩৭ লক্ষ কোটি কোষ রয়েছে ; একটি কোষের আদর্শ আকার হচ্ছে ১০ মাইক্রোমিটার এবং ভর হচ্ছে ১ ন্যানোগ্রাম। পূথিবীর বৃহত্তম কোষ হচ্ছে উটপাখির ডিম।

    Cell is the structural and functional unit of living being.
    Human body is build up by various types of cells. The cells are varies in size and shape. The size of the cells varies from 5-50 nanometers.

    A mature ovum is the largest cell (130 nm).

    A human cell mainly composted of a cell membrane, nucleolus and cytoplasm. The possible structures of human cell may be-






    Cell Membrane:

    The cell membrane is tough elastic membrane that limits the protoplasmic contents. it is about 7.5 to 10 nm in thickness.

    Composition-Protein, phospholipids, cholesterol, carbohydrates.

    Structure-The cell membrane is a triple layered structure.

    Ads 728x90