What is surgery

What is surgery


What is surgery
Surgery is the branch of medical practice that treats injuries, diseases, and deformities by the physical removal, repair, or readjustment of organs and tissues, often involving cutting into the body.

সার্জারি (Surgery) শব্দটা এসেছে গ্রিক শব্দ “Cheirourgia” থেকে। “Cheir” অর্থ হাত এবং “Ergon” অর্থ কাজ। ৩টি প্রধান অসুবিধাকে কেন্দ্র করে সার্জারির পথচলা- রক্তপাত (Bleeding), ব্যথা (Pain) এবং সংক্রমণ (Infection)। প্রাচীনকাল থেকে যত সাধ্যসাধনা, এই ৩টা ব্যপারকে দূর করার জন্যই।

বিশেষণ "অস্ত্রোপচার" অর্থ অস্ত্রোপচার সংক্রান্ত; উদাহরণস্বরূপ অস্ত্রোপচার যন্ত্র বা অস্ত্রোপচার নার্স। রোগীর বা সার্জারিটি যা প্রয়োগ করা হয় সেটি একজন ব্যক্তি বা একটি প্রাণী হতে পারে।





Previous Post
Next Post

post written by:

DHMS (BHB), PDT and MBA

0 Comments: